আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে একটি খুবই কাযকরী এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাসটি একজন্য মিশরীয় প্রোগ্রামার তৈরী করেছেন।সফটওয়্যারটির সাইজ কম হলেও এর কাযক্ষমতা অনেক বেশী। আমাদের কম্পিউটার প্রতি নিয়তই নানা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূলের কারনে,মেমোরী কাড, পেনড্রাইফ,এন্টিভাইস বন্ধ করে রাখা এবং এন্টিভাইরাস ব্যবহার নাকরার কারণে আমাদের কম্পিউটার ভাইরস দ্বারা আক্রান্ত হয়। ফলে আমাদের অনেক গুরুত্বপূণ ডকুমেন্ট হারাতে হয়। তাই আক্রান্ত কম্পিউটার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কাযকরী এন্টিভাইরাস হচ্ছে Alfa Autorun Killer এটি অটোরান ভাইরাস সহ সকল ভাইরাসকে তাৎক্ষনিক পরিস্কার করে কম্পিউটারকে ব্যবহারের উপযোগী করে তুলে। আমি এটি প্রায় ২ বৎসর যাবৎ ব্যবহার করছি। এটি দিয়ে ভাইরাস পরিস্কার করা সহ কম্পিউটার এর আরো অনেক গুরুত্বপূণ কাজ করা যায়।
ছবিগুলো দেখুন
মুভি এবং সফটয়্যার ডাউনলোড করুন
আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com
vai ami ektu problem a achi..apnar sathe kotha bolle mone hoi upokar pabo.. amar skype ID: smoki_ice. please add korben
লোড করতে পারলাম না।