আসসালামুয়ালাইকুম।। কেমন আছেন ,সবাই আমিও ভাল আছি। অনেক দিন পর টিউন করতে বসলাম। আলসেমি করে টিউন লেখা হয় না। আজকে আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার এনেছি যা কিনা ছেলে-বুড়ো সবার লাগবে।
আমরা যারা সারাদিন পিসির সামনে বসে থাকি তারা মুভি ও দেখি। কিন্তু অনেক সময় আমরা তাদের কথার দ্রুততার সাথে পেরে উঠি না। তাই সাবটাইটেল এর অনেক প্রয়োজন পড়ে। কিন্তু আমরা অনেকে নেট থেকে মুভি নামাই জার ফলস্বরূপ তাতে সাবটাইটেল থাকে না। থাকলে দুই একটাতে থাকে। এই সমস্যা সমাধানের জন্য আজকে আপনাদের একটি সফট দিব যার নাম B.S player।
এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন ।। http://www.bsplayer.com/bsplayer-english/home-page/skin-hilight-saphire-s800.html
ডাউনলোড করার পর অন্য সফট এর মত এটাকে ইন্সটল করুন। আপনার মুভি , গান এটা খুঁজে নিবে। তারপর আপনার মুভিগুলও এমন লোগো শো করবে। এর মানে আপনি সফল হয়েছেন। কিন্তু প্রতিটি মুভি প্রথম বার চালু করার সময় এটা সাব টাইটেল খুঁজে আপনাকে দিবে তাই তখন ইয়েস বাটন ক্লিক করুন। আজ এটুকুই , সমস্যা হলে জানাবেন। আল্লাহ হাফিজ
আমি শাহ্রিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে চাই, শিখতে চাই আর ভালবাসি টেকটিউন কে...
আরেকটু বিস্তারিত লিখলে ভাল হত। ধন্যবাদ টিউনটির জন্য।