(লিঙ্ক ঠিক করা হয়েছে)
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে ,
তুমি বাজালে এক তারা
আমার চিলে কোঠার পাশে ....
ঠিক সন্ধে নামার মুখে
তোমার নাম ধরে কে ডাকে ,
মুখ লুকিয়ে কার বুকে
তুমি গল্প শোনাও কাকে ?................(অন্তহীন)
সবাই কেমন আছেন ?আশা করি ভালো.....৷ভেবেছিলাম আর লিখব না ........কিন্তু হলনা .....আসলে অনেক ভালবাসা পেলে দূরে থাকা দায় ! যাই হোক ,প্রথমে যেটাকে কবিতা বলে বলে কিঞ্চিত (অথবা মস্ত বড় ভুল করেছেন) ওটা আসলে একটা বাংলা মুভির গান 🙂 ৷জী হা, আপনি ধরতে পেরেছেন এটি ইন্ডিয়ান(কিংবা কোলকাতার)বাংলা মুভি!এই মুভিটির নাম 'অন্তহীন' ........ এই মুভি টি বানিজ্যিক মুভি গুলোর মত নয়,অনেক ভিন্ন ৷যারা আর্ট ফিল্ম বুঝেন বা দেখেন তাদের জন্য এই মুভি৷ এই মুভি টির সবকিছু এক কথায় অসাধারণ!! আমার জীবনে দেখা সেরা বাংলা মুভি গুলোর মধ্যে এটি একটি! মুভির সবকটি গান খুবই সুন্দর ৷ মুভিটির প্রতিটা মুহূর্ত ইনজয় করবেন আমার বিশ্বাস.............. কথায় আছে- বিশ্বাসে মিলায় মুভি, তর্কে অনেক টিউন ....... 😀
স্ক্রীন শট-
400 MB PRE DVDRIP এর mediafire link (লিঙ্ক টি দিয়েছেন -দরদিয়া ভাই )
http://www.mediafire.com/?z0wvpcwkuzkup53
http://www.mediafire.com/?89jx7jp868yjedd
http://www.mediafire.com/?ga55vjws43t932p
এই মুভিটি আমি অনেক বার দেখেছি .....প্রত্যেকবার দেখার সময় আমার মনেশুধু প্রশ্ন জেগেছে ,এই মাপের মুভি আমাদের দেশে কখন হবে.........?? তবে গেরিলা মুভিটি দেখার পরে মনে হচ্ছে সেই দিন বেশি দূরে নেই !
আমি মুভি টি অনেক আগে দেখেছি ,তাই একটা site হতে লিঙ্ক নিয়ে share করলাম .......আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন ..
মুভি টি আমি অনেক আগে নামিয়েছি তাই ইচ্ছা থাকা সত্তেও কম লিঙ্ক এ মুভিটি দিতে পারলাম না .....এই লিঙ্ক হতে ফাইল গুলো download হওয়ার পর ১ নং ফাইল তা extract করুন দেখবেন একটি ভিডিও ফাইল পেয়েছেন ৷( যদি ১ নং ফাইল extract করার সময় যদি browse option আসে তাহলে browse করে ২ নং ফাইল টি select করুন ....এভাবে একে একে serially সবগুলো select করে extract শেষ করুন )
সমস্যা হলে বলবেন ...
যারা মুভিটি দেখবেন কি দেখবেন না এই দোটানায় পড়েছেন, তাদের জন্য এই ভিডিও টি দিলাম ......
সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়, খোদা হাফেজ ৷
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
ভাইরে …
ভিনদেশী তারা যখনি সময় পাই তখনি শুনি |
আর অন্তহীনের ব্যাপারে কোনো কথা হবে না…|
এই মুভিটা যে আমি কতবার দেখেছি তার হিসেব নাই|
এক কোথায় অসাধারণ |