সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন উপস্থাপন করছি। আজ আপনাদের সাথে আমি একটি সফ্টওয়্যার শেয়ার করব, যার নাম Wondershare Flash Gallery Factory Deluxe 5। এই সফ্টওয়্যারটির মাধ্যমে অনেক কিছু করা যায়। আসুন এর মাধ্যমে কী কী করা যায় তা ছবির মাধ্যমে দেখে নেই।
উপরের ছবি দেখে বুঝা যাচ্ছে সফ্টওয়্যারটির দুইটা পার্ট।
যেমনঃ-
১। Slideshow Mode
২। Gallery Mode
প্রথমে আমরা Slideshow Mode এর মাধ্যমে কী কী কাজ করা যায় তা দেখি-
১।
১ম ধাপ ব্রাউজ করে ছবি, মউজিক যোগ করা এবং এডিট করা
২।
২য় ধাপ Template যোগ করা। এর মাধ্যমে তিন ধরণের Template যোগ করা যায়।
যেমনঃ-
১। General
২। Theme
৩। Custom
৩।
৩য় ধাপ Effect যোগ করা। এর মাধ্যমে দুই ধরণের Effect যোগ করা যায়।
যেমনঃ-
১। Transition
২। Motion
৪।
৪র্থ ধাপ Decorate যোগ করা। এর মাধ্যমে চার ধরণের Decorate যোগ করা যায়।
যেমনঃ-
১। Text
২। Clipart
৩। Animation
৪। Sound
৫।
৫ম ধাপ Publish
যে সকল ফর্মেটে Publish করা যায়
এখন আমরা দেখব Gallery Mode এর মাধ্যমে কী কী কাজ করা যায়-
১।
১ম ধাপ ব্রাউজ করে ছবি, মউজিক যোগ করা এবং এডিট করা
২।
২য় ধাপ Template যোগ করা। এর মাধ্যমে দুই ধরণের Template যোগ করা যায়।
যেমনঃ-
১। General
২। 3D Theme
৩।
৩য় ধাপ Publish
শুধু মাত্র এই দুইটি নয় এর আর একটি অপশন আছে যার বিস্তারিত আর বলতে ইচ্ছে করছেনা। সেই অপশনটি আপনারা দেখে নিবেন। আমি তার নামটি বলে দিচ্ছি এবং এর একটি ছবি দিচ্ছি।
এর নাম হলো- Wondershare FGF Theme Designer। এর মাধ্যমে Theme ডিজাইন করা হয়।
ভাবছেন এত কিছু যে সফ্টওয়্যারটির মাধ্যমে করা যায় তার সাইজ নিশ্চই অনেক বড়। কিন্তু তা নয় এর সাইজ মাত্র ৩৭ মেগাবাইট।
এইবার এর সেটআপ এর বিবরণ। প্রথমে সফ্টওয়্যারটি সেটআপ করুণ। পরে সফ্টওয়্যারটি রাণ হতে চাইলে ক্লোজ করুণ এবং পেচ ফাইলটি ইন্সটল করুণ। তারপর সফ্টওয়্যারটি রাণ করুণ তাহলে দেখতে পাবেন যে লাইসেন্স চাচ্ছে তখন দেখুন সফ্টওয়্যার ফোল্ডার এর ভেতরে একটি নোটপেড আছে সেটি অপেন করে তার ভেতরের Licensed E-mail ও Registration Code দিয়ে ওকে করুণ। তাহলেই কাজ শেষ। এবার ব্যবহার করুণ আপনার মনমত।
আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow
আমার কাজে লাগবে।