খুব সুন্দর একটি সফ্টওয়্যার না দেখলে ১০০০% মিস করবেন। একের ভেতর সব!

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন উপস্থাপন করছি। আজ আপনাদের সাথে আমি একটি সফ্টওয়্যার শেয়ার করব, যার নাম Wondershare Flash Gallery Factory Deluxe 5। এই সফ্টওয়্যারটির মাধ্যমে অনেক কিছু করা যায়। আসুন এর মাধ্যমে কী কী করা যায় তা ছবির মাধ্যমে দেখে নেই।

উপরের ছবি দেখে বুঝা যাচ্ছে সফ্টওয়্যারটির দুইটা পার্ট।

যেমনঃ-

১।  Slideshow Mode

২।  Gallery Mode

প্রথমে আমরা Slideshow Mode এর মাধ্যমে কী কী কাজ করা যায় তা দেখি-

১।

১ম ধাপ ব্রাউজ করে ছবি, মউজিক যোগ করা এবং এডিট করা

২।

২য় ধাপ Template যোগ করা। এর মাধ্যমে তিন ধরণের Template যোগ করা যায়।

যেমনঃ-

১।  General

২।  Theme

৩।  Custom

৩।

৩য় ধাপ Effect যোগ করা। এর মাধ্যমে দুই ধরণের Effect যোগ করা যায়।

যেমনঃ-

১।  Transition

২।  Motion

৪।

৪র্থ ধাপ Decorate যোগ করা। এর মাধ্যমে চার ধরণের Decorate যোগ করা যায়।

যেমনঃ-

১।  Text

২।  Clipart

৩।  Animation

৪।  Sound

৫।

৫ম ধাপ Publish

যে সকল ফর্মেটে Publish করা যায়

এখন আমরা দেখব Gallery Mode এর মাধ্যমে কী কী কাজ করা যায়-

১।

১ম ধাপ ব্রাউজ করে ছবি, মউজিক যোগ করা এবং এডিট করা

২।

২য় ধাপ Template যোগ করা। এর মাধ্যমে দুই ধরণের Template যোগ করা যায়।

যেমনঃ-

১।  General

২।  3D Theme

৩।

৩য় ধাপ Publish

শুধু মাত্র এই দুইটি নয় এর আর একটি অপশন আছে যার বিস্তারিত আর বলতে ইচ্ছে করছেনা। সেই অপশনটি আপনারা দেখে নিবেন। আমি তার নামটি বলে দিচ্ছি এবং এর একটি ছবি দিচ্ছি।

এর নাম হলো- Wondershare FGF Theme Designer। এর মাধ্যমে Theme ডিজাইন করা হয়।

ভাবছেন এত কিছু যে সফ্টওয়্যারটির মাধ্যমে করা যায় তার সাইজ নিশ্চই অনেক বড়। কিন্তু তা নয় এর সাইজ মাত্র ৩৭ মেগাবাইট।

এইবার এর সেটআপ এর বিবরণ। প্রথমে সফ্টওয়্যারটি সেটআপ করুণ। পরে সফ্টওয়্যারটি রাণ হতে চাইলে ক্লোজ করুণ এবং পেচ ফাইলটি ইন্সটল করুণ। তারপর সফ্টওয়্যারটি রাণ করুণ তাহলে দেখতে পাবেন যে লাইসেন্স চাচ্ছে তখন দেখুন সফ্টওয়্যার ফোল্ডার এর ভেতরে একটি নোটপেড আছে সেটি অপেন করে তার ভেতরের Licensed E-mail ও Registration Code দিয়ে ওকে করুণ। তাহলেই কাজ শেষ। এবার ব্যবহার করুণ আপনার মনমত।

টিউনটি ভালো লাগলে আশাকরি মন্তব্য করবেন
আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ;

Level 2

আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাজে লাগবে।

ধন্যবাদ সুন্দর একটি সফট শেয়ার করার জন্য ।

Level 2

অনেক উপকারি সফটওয়্যার, আপনাকে ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ।

    Level 2

    হিঁহিঁহিঁহিঁহিঁ

Level 0

ধন্যবাদ সুন্দর একটি সফটওয়্যার

ভাল
ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ;

সুন্দর সফটওয়্যার। আমি ব্যবহার করে দেখেছি। কিন্তু এটিতে তৈরী করা ফটো গ্যালারী যদি আমি ভিসিডিতে রাইট করতে চাই তবে কি করবো। এখানেতো কোন ভিডিও এক্সটেনশন নেই। আমি অবশ্য একটি কনভার্টরা দিয়ে SWF থেকে MPG মোডে কনভার্ট করে নেই। তবে এতে সময় এবং কোয়লিটি দুটোই নষ্ট হয়। এর কোন সুন্দর সমাধান আছে কি? আমার মনে হয় এতো সুন্দর সফটওয়্যার তৈরী করেছে, যখন তখন এতে আরো কিছু কমন এক্সটেনশন দেয়া উচিত ছিল।

একটি ট্রিক দেই এই সফটওয়্যারের ট্যামপ্লেটগুলো ডাউনলোড করার পর ঐগুলো সেখানে সফটওয়্যারটি ইন্সটল দেয়া আছে সেখানে জমা হয় ঐগুলো কপি করে রাখলে পরবর্তিতে আর ডাউনলোড করা লাগবে না, শুধু ঐগুলো পেষ্ট করলেই চলবে। আমি অনেক দিন ব্যবহার করেছি। অনেক মজা পাইছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 2

    আপনার ১ম উক্তির প্রেক্ষিতে বলতে পারি যে, দেখি একটু খুজে কিছু পাই কীনা! যদি পাই অবশ্যই জানাব।
    ২য় উক্তর প্রেক্ষিতে বলতে পারি যে, আপনার ট্রিকটি অনেক সুন্দর আমার জানাছিলো। যরা জানেনা তাদের জন্য উপকারে দিবে।

    অসঙ্খ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Level 0

wow, software tao shundor & apnar uposthaponao shundor, thnx bro 4 sharing with us.

Level 2

অসঙ্খ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আমার কাজে লাগবে। ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ’;

Level New

চমৎকার ও সুন্দর

খুব সুন্দর। তবে রেজিষ্ট্রেশন ফিঃ ৬০ ডলার।
রেজিস্ট্রেশন না করে swf ফাইল তৈরী করলে উপরে সবসময় রঙ্গীন লেখা ভেসে থাকে। যা বিরক্তিকর।

    Level 2

    ভাই আপনার তাহলে আমার সেটআপ পদ্বতি অনুযায়ী সেটআপ দেওয়া হয়নি। তাই আপনি পুনরায় ভালোভাবে দেখে চেষ্টা করুণ। তাহলে আপনার সমস্যা সমাধান হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

ভাল লাগল প্লাস! Thank you! Priyote rakhlam.

    Level 2

    অসঙ্খ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Level 0

চমৎকার !!, টিউন এর জন্য ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ;;

Level 0

এক গ্লাস পানি পান করার দাওয়াত আপনার সুন্দর টিউনের জন্য !

    Level 2

    ভাই পরবর্তিতে যাতে এক গ্লাস দুধ খাওয়ার দাওয়াত দিতে পারেন সেই টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার মন্তব্যের জন্য অসঙ্খ ধন্যবাদ।

Level 0

onek sundor soft……..thanx.

    Level 2

    আপনাকেও অনেক Thanks

Vi akta conveter chai. jeta dia j kono file k .dat file format a convert kora jai…

    Level 2

    OK চেষ্টা করব converter নিয়ে কোন টিউন করার জন্য।

Level 2

চমৎকার

Level 0

Nice Man. Keep it up…………..

অনেক ধন্যবাদ সুন্দর করে সাজিয়ে টিউনটি করায়।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ…..

ভাল লাগলো ধন্যবাদ আপনাকে

    Level 2

    ““““আপনাকেও ধন্যবাদ””””

Level 0

বিকেলে ডাউনলোড মেরেছিলাম। রাতে চালিয়েতো আমি পুরা থ খেয়ে গেসি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতিশয় জোশ সফটয়্যার। ধন্যবাদ। আবারো আপনি থ খাইয়ে দেবেন বলে আশা রাখি। ভাল থাকবেন। 🙂

    Level 2

    অবশ্যই আবারও থ খাওয়ানোর চেষ্টা করব। আপনারা সকলে আমার সাথে থাকলে আমি অবশ্যই এর চেয়ে ভালো কিছু শেয়ার করতে পারব বলে আমি মনে করি। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসঙ্খ ধন্যবাদ।

ভাই এখন তো হজম করতে পারলাম না 🙂
জোশ +++++++++++++++++++
টেমপ্লেট ডিজাইন টাও চরম !!!!
তবে .swf Slide Show এর Resource ফোল্ডার ডিলিট করলে আর কাজ হয় না 🙁

    Level 2

    ভাই চিন্তা করবেন না আমি পরবর্তিতে .swf ফাইল কে ভিডিও বানানোর সফ্টওয়্যার দিব। তখন Resource এর সাথে .swf ও ডিলেট করতে পারবেন। তাই কষ্ট করে আমার পরবর্তি টিউনের জন্য অপেক্ষা করুণ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Level 2

Is this tryal virson? janaben plz.

    Level 2

    ভাই এইটা ফুল ভার্শণ করার পদ্বতি টিউনটি ভালো ভাবে পড়লেই বুঝতে পারবেন। ধন্যবাদ;

জটিল জিনিস…ধন্যবাদ 🙂

    Level 2

    ;;;;;;;;;আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য;;;;;;;;;

Nice sharing……n……keeping post !

    Level 2

    মন্তব্যের জন্য ধন্যবাদ

Level 0

অনেক সুন্দর

Level 0

ai software ar kaj ta ” windows movie maker” diye kora jay. ja windows ar morde paya jay.. mane windows OS ar morde thake… tobe apnar software ta jos.. kaj korte onek moja pawa jabe. thnkx sondor akta software share korar jonno.

    Level 2

    ভাই windows movie maker দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর সব কিছু যেমনঃ এইটার যে সকল Template, Effect, Decorate, 3D Theme ইত্যাদি পাবেন না। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার টিউনটি খুব সুন্দর হইছে এবং সফটাও ধারুন।
অনেক অনেক ধন্যবাদ সফটি শেয়ার করার জন্য।

    Level 2

    আতাউর রহমান ভাই আপনাকে অসঙ্খ ধন্যবাদদদদদদদদদ মন্তব্য প্রদানে জন্য।

ঈদ মুবারক, Gang ভাই কেমন আছেন? আপনে লোকটা ———- কারন ঈদে টিউন করেনি. ভাই রাগ করেন না আমি অপনার টিউনের জন্য অপেক্ষা করছিলাম, ভাই আপনার কাছ থেকে যা আসা করে ছিলাম তার দিগুন আপনে দিয়েছেন তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, Gang ভাই অপেক্ষায় রাকবেনা।

    Level 2

    Khan ভাই আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য। আসলে ঈদে আমি ঢাকার বাহিরে ছিলাম তাই টিউন করতে পারিনি। তাই এসে সাথে সাথে এই টিউনটি করেছি।

কাজের জিনিস। ডলো দিচ্ছি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

খুবই সুন্দর..

Level 0

joose joose…..
onekdin dhore windows movie maker_r ekta valo alternet khojtesilam…….

Nice Software, Thanks

Level 0

Thanks