উইন্ডোজ ৭ এর জন্য অসাধারণ কিছু থিম

হ্যালো টেকটিউনস। প্রায় ২ মাস আগে আমার প্রথম টিউনটি করেছিলাম এবং আশাতীত উৎসাহ ও সহযোগিতা পেয়েছি  টেকটিউনসের বন্ধুদের থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

উইন্ডোজ ৭ এর জন্য বেশ কিছু অসাধারণ থিম সংগ্রহ করেছি কয়েকটা ওয়েবসাইট থেকে। আপনারা নেটে সার্চ দিলে এমনিতেই পেয়ে যেতেন তারপরও কিছু থিম একসাথে করে রেখে এই টিউনটি করলাম। আশা করি যারা থিম পাগল তাদের কাজে আসবে।

থিমগুলো দেখে নিন একবার...

Static 2.0

Lion Skin Pack 4.0

Glass Onion

Artomate first update

Grenade

Karus

U-7imate Beta

Elune

Shine 2.0

Relax VS

Pure Windows Beta

iFluxyii

Cushy 1.2 Fixed

Blend 2.0

Purity 7

Metalik Glass

Pure VS

Styllit

Silica Glass 

Leaf Visual Style

Dark Gizdom

Dark Toxic Theme

Dark Mocharocha

Dark NEXTLevel

Pre Black

Dark Concave 7

Office 2010 Theme

Majestic Metal

Light Emerald Theme

Celestica Beta

এখন পছন্দ আপনার...

আমার আগের টিউনটি সময় হলে একবার ঘুরে আসতে পারেন যা খুব সুন্দর একটি গেজেট নিয়ে করা। ভালো থাকবেন সবাই। সবসময়।

উইন্ডোজ ৭ এর জন্য আমার দেখা খুব সুন্দর একটি গেজেট 

Level 0

আমি জাবেদ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"I will be the one"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Wow !!!

    Level 0

    @Tanjamin:

    Via Take Salam .ektu ki Janaben Kivaba ei theme Gulo Ame Install Korbo?

      Techtunes এ চোখ রাখুন খুব শিঘ্রই নিয়ে আসছি Windows 7 এর অবাক করা Theme এবং ১০০% কার্যকরি ।

Level 0

Wow !!!
Cool
Awesome
Good
handsomeful

Level 2

nice collection

Level New

install করার নিয়ম টা একটু বলে দিবেন প্লিজ ? ? ?

Level 0

জাবেদ ভাই, Theme-গুলোর কোনো তুলনা নাই ; আরও চাই
দেখেই মন ভরে গেল । আপনি কোনটা Use করেন ?

    @Tanjamin: চেষ্টা করবো আরও সংগ্রহ করার জন্য। তারপরই এখানে পোস্ট করবো। আমি static 2 টা use করছি।

Level 0

really awesome 🙂

Level 0

download or instal kivabe korbo?

অসাধারণ একট টিউন অনেক ধন্যবাদ আপনাকে । প্রিয়তে রাখলাম ।

vai agulu nice..bgut ami o amar moto jara old configaration ar XP use kore …tader jonno o kichu nice theme collect koren….. but egulu awesome… 😀

Level 0

Theme gulo jotil. Windows 7 Starter e kivabe theme gulo add korbo??? janale khushi hobo… Thanks 4 a nice tune…

    @gspbd: ধন্যবাদ আপনাকে। একি প্রবলেম আমারও ছিল। আমি অরিজিনাল windows 7 home basic use করি। আপনার মত আমারটাতেও personalization panel নাই। তবে আপনি নিচের লিঙ্কটি থেকে এই সফটওয়্যার টা নামিয়ে নিতে পারেন যা আপনার উইন্ডোজ এ personalization panel এড করে দিবে। সেখানে অনেকগুলো প্রি ইন্সটল থিম পাবেন। উপরের থিম গুলো ও আপনি use করতে পারবেন। তবে আপনি aero effect টা পাবেন না।

    http://winaero.com/comment.php?comment.news.4
    ডাউনলোড করার পেজ টা অন্য ভাষার আসতে পারে। পেজ এর উপরে translate option আছে।
    উপরের থিমগুলো ইন্সটল করার জন্য এই লেখাটি পরে নেন।
    https://www.techtunes.io/how-to/tune-id/20703/

    তবে মনে রাখবেন আপনি যেহেতু সফটওয়্যারটি ইন্সটল করেছেন তাই উপরের থিমগুলো ইন্সটল করার জন্য কোন patch ইন্সটল করা লাগবে না। যদি কাজ হয় জানাবেন।

ভাইরে মনের একটা ইচ্ছা পূরণ করলেন। কিছু থিম খুতেছিলাম। এখন কথা হল কোন থিম কেমন পারফরমেন্স দেয়। অনেক থিম আছে যেগুলো পিসি স্লো করে দেয়।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
এখনই একটা টেড়াই করমু।

বাপরে বাপ । মাথা ঘুরতাসে ভাই । ধন্যবাদ এইরকম জটিল টিউন এর জন্য

vai ami theme install dite parcina?ami windows 7 use kori ?dark toxic theme ta download korci .download korar por ki ata unzip korte hobe na ki extracting korte hobe.ami too unzip korte parci na.extracting korle extra ,resource dekhasce .ami akhon ki korbo.please vai amake help koren

    @শাওন মাহমুদ:
    Windows Themes Installer : Install Windows 7 & Vista themes easily
    শাওন ভাই, উপরের লিঙ্কটি থেকে ঘুরে আসুন। থিম ইন্সটল করার সবচেয়ে সহজ পদ্ধতি। সফটওয়্যারটি ইন্সটল করুন।আপনার থিমটি winrar দিয়ে extract করুন। সফটওয়্যারটি ওপেন করে করে দেখবেন যে আপনার থিম এর ফাইল গুলো সিলেক্ট করতে বলছে আপনি browse করে দেখিয়ে ফাইলগুলোও দেখিয়ে দিন। ওইগুলো আপনার extract করা ফোল্ডার এর মধ্যেই থাকবে। যেগুলো নেই তা বাদ দেন। সময়ের অভাবে পারছি না স্ক্রীন শট দিয়ে দেখাতে তারপরও আশা করি আপনার এইটা কাজে লাগবে।

Level New

অসংখ্য ধন্যবাদ জাবেদ ভাই ।

vai apni jodi theme golo install dia akto screen short ar madhome dekhaten tahole khob valo hotoo

Level 0

খুব সুন্দর। ভাইয়া আমার টেকটিউনস প্রোফাইল এ কিভাবে আমার ছবি যুকত করব। pls pls keu help koren,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

Via JAnben Kivaba Ame theme gulo install Korbo?

    @FRT77: এই টিউনটি একবার দেখে নিন

    https://www.techtunes.io/how-to/tune-id/20703/
    http://www.thewindowsclub.com/windows-themes-installer-install-windows-7-vista-themes-easily
    উপরের লিঙ্কটি থেকে ঘুরে আসুন। থিম ইন্সটল করার সবচেয়ে সহজ পদ্ধতি। সফটওয়্যারটি ইন্সটল করুন।আপনার থিমটি winrar দিয়ে extract করুন। সফটওয়্যারটি ওপেন করে করে দেখবেন যে আপনার থিম এর ফাইল গুলো সিলেক্ট করতে বলছে আপনি browse করে দেখিয়ে ফাইলগুলোও দেখিয়ে দিন। ওইগুলো আপনার extract করা ফোল্ডার এর মধ্যেই থাকবে। যেগুলো নেই তা বাদ দেন। সময়ের অভাবে পারছি না স্ক্রীন শট দিয়ে দেখাতে তারপরও আশা করি আপনার এইটা কাজে লাগবে।

Level 0

Thanks! Devian art themes are always the BEST!!

Level 0

ভাই, থিম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি থিম গুলো ইন্সটল করছি কিন্ত ফোল্ডার আইকন, কম্পিউটার আইকন ও কিছু আইকন চেঞ্জ হচ্ছেনা ।। এখন আমি কি করতে পারি । আমি w7 ব্যবহার করি ।। জানালে উপকার হত

    @aapon: থিমগুলো ইন্সটল করলে by default আইকন গুলো পরিবর্তন হবে না। আপনার পছন্দের একটি আইকন প্যাক ডাউনলোড করে নিন। তারপর manually change করতে হবে। আপনাকেও ধন্যবাদ।

Level 0

ভাইয়া অসংখ্য ধন্যবাদ ।

Level 0

ভাইয়া আমি Windows-7 Ultimate (32 bit) ব্যবহার করি । Static theme-টা ইনষ্টলের পর Control Panel কাজ করেছ না । এর সমাধান কী ? আপনার কী কাজ করেছ ?

Level 0

ভাই সুপার একটা টুউন। দেখেই মনটা ভরে গেল। সুন্দর হয়েছে। চালিয়ে যান।

Level 0

vai amar windows 7 home premium. ami kivaba theme install korbo? ami static 2 install korta chai….plz help me..

Level 0

vi kub bhalo hoi sy