৫ টি ফ্রি ফ্ল্যাশ ভিডিও প্লেয়ার

FLV বা ফ্ল্যাশ ভিডিও ফরমেটে সাধারনত ওয়েব এ মুভি বা ভিডিও প্রচার করা হয়। যা আমরা ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে দেখে থাকি। উদাহরন সরুপ যারা FLV ফরমেটে ভিডিও প্রচার করে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: ইউটিউব, গুগল ভিডিও, মাইস্পেস, ইয়াহু, মেটাক্যাফে ইত্যাদি।

FLV ভিডিও প্লেয়ার আমাদের কেন প্রয়োজন?

• আপনি তো ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করে ওয়েব সাইটে দেখছেন বটে। কিন্তু পরে হার্ডডিস্ক থেকে দেখতে পারছেন?
• আপনি কি ভিডিও গুলো সেভ করতে পারছেন?
• উইস্ডোজ মিডিয়া প্লেয়ারে কি ওই ফরমেট চলছে?

নিশ্চয় এর কোনটি না। আপনার এজন্য প্রয়োজন হবে FLV ভিডিও প্লেয়ার। এর আগে টেকটিউনসে এরকম টিউন হয়েছে। আমার সেগুলো মনে নেই। আর আমি নেট থেকে কতকগুলো প্লেয়ার সার্চ করলাম। যারা এগুলো এখনো দেখেননি আসা করি তাদের কাজে লাগবে।

০১. Applian FLV Player

01

* দেখতে সাদাসিধে।
* ইউটিউব এবং অন্যান্য ভিডিও সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারে।
* ব্যবহারে সহজ।
* 1x, 2x এবং ফুলস্ক্রিনেও ভিডিও দেখতে পারবেন।
* যে কোন ধরনের উইন্ডোজ পিসিতে চলবে।
* একই ফোল্ডারের সকল মিডিয়া ফাইল অটোমেটিক চলবে। আপনাকে শুধু একটা ফাইল এর উপর ডাবল ক্লিক করলেই হবে।
* ডাবল ক্লিক করলেই ফুলস্ক্রিন মুডে দেখতে পারবেন।
* অনেক ফাইল একত্রে ড্রাগ করে দিতে পারবেন।
* ওয়েব ইউ.আর.এল থেকে ভিডিও চালাতে পারবেন।
* ছোট সাইজে ভিডিও ডাউনলোড করবে। ২-৩ মে.বা এর মধ্যে।
* ডাউনলোড একদম ফ্রি।

ডাউনলোড করুন এখান থেকে: http://applian.com/flvplayer/download_flv_player.php

০২. Sothink FLV Player

02

• যে কোন উইন্ডোজ পিসিতে চলবে।
• FLV ছাড়াও বিভিন্ন ফরমেটে চলবে।
• ডাবল ক্লিক এ ফুল স্কিন।
• লেটেস্ট ফ্লাশ প্লেয়ার যুক্ত আছে।
• ১০০% ফ্রি ডাউনলোড।

ডাউনলোড করুন এখান থেকে: http://www.sothinkmedia.com/flv-player/

০৩. FLVPlayer4Free

03

*বিভিন্ন ফরমেটে চলবে। যেমন- FLV, MPEG4, DIVX, XVID, MP4, AVI, MPEG, WMV, ASF, MPG, M4V, MKV, DVR-MS, HDMOV, M2TS, M2T, MKA, 3GP, 3G2, 3GPP, 3GP2, MOV, QT, RM, RAM, RMVB
*চলমান ভিডিও থেকে GIF বা JPG ফরমেটে ছবির স্কিনসট নেওয়া যাবে।
*প্লেলিস্ট এডিটর।
*অটো প্লে এবং অটো রিপিট।
*ফাস্ট চালানোর ব্যবস্থা।
*একই সময়ে একাধিক ভিডিও প্লে করতে পারবেন।
* ১০০% ফ্রি ডাউনলোড।

ডাউনলোড করুন এখান থেকে: http://download.flvplayer4free.com/free-flv-player-download.htm

০৪. Riva FLV Player

• ফ্রি ওয়্যার।
• সুন্দর স্কিন।
• ১০০% ফ্রি ডাউনলোড।
• ডিসপ্লে ৮০০×৬০০
• এর জন্য লাগবে:
৬৪ মে.গা রেম।
২.৫ মে.গা ফ্রি হার্ডডিস্ক।
উইস্ডোজ ৯৮ বা পরের ভার্সন।

ডাউনলোড করুন এখান থেকে: http://www.rivavx.com/index.php?id=422&L=3

০৫. Wimpy Desktop FLV Player

05

• উইস্ডোজ এবং ম্যাক এ চালানো যাবে।
• সুন্দর ব্যাকগ্রাউন্ড।
• ডাউনলোড একদম ফ্রি।

ডাউনলোড করুন এখান থেকে: http://www.wimpyplayer.com/products/wimpy_standalone_flv_player.html

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৩ নাম্বারটা একটু ভাল লাগল। কিন্তু আমি MPCSTAR ব্যবহার করি। এইটা মোটামুটি 99% ভিডিও ফরম্যাট সাপোর্ট করে।

adress : http://www.mpcstar.com

সজীব ভাই আপনি যদি টোটাল ভিডিও প্লেয়ার ব্যবহার করেন তাতে ১০০% ভিডিও ফরম্যাট সাপোর্ট করবে। আমি এটা নিয়ে লিখিনি কারন এর আগে টোটাল ভিডিও প্লেয়ার নিয়ে টিউন করা হয়েছে। আপনি সার্চ করে বের করে নিতে পারেন।

ভাইয়া আমার মনে হয় আপনি VLC Player এর নাম লিখতে ভুলে গেছেন। উক্ত Player টি ও 100% ফ্রি এবং এটি প্রায় সকল Audio / Video format সাপোর্ট করে। আশা করি একবার ব্যবহার করে দেখবেন। তবে আমিও এর কয়েকটি Software try করে দেখব।

ভাইয়া VLC Player আমি নিজেই ব্যবহার করি। আমার মনে আমার মত অনেকেই এটা ব্যবহার করে বা এটা কমন বা সবাই জানে। তাই এটা লেখার প্রয়োজন মনে করিনি।

vlc প্লেয়ার এই বেস্ট।