নেটটুলসে খুঁটিনাটি সবকিছু

নেটটুলস সফটওয়্যার দ্বারা নেটওয়ার্ক, ইন্টারনেট, সিস্টেমের বেশ কিছু সুবিধা পাবেন একসাথে। এই সফটওয়্যারে বিদ্যমান জনপ্রিয় সার্ভিসগুলোর ম্যধ্যে হচ্ছে আইপি স্ক্যনার, আইপি ক্যালকুলেটর, সাবনেট ক্যালকুলেটর, পোর্ট স্ক্যনার, টিসিপি/আইপি কনফিগার, ইন্টারনেট এক্সপ্লোরার পাসওয়ার্ড রিভিবার, মাস ফাইল রিনেমার, বাইনারি-আসকি-হেক্স কনভার্টার, ফোর্স রিবুট, উইন্ডোজর স্টার্টআপ ম্যানেজার, ভার্চুয়াল ড্রাইভ তৈরী, সিস্টেম টাইমআপ, আনইনষ্টলার, হাইড ড্রাইভ, নেট মিটার, সফটওয়্যার স্ক্যানার, এ্যাপলিকেশন টার্মিনেটর, রিমোট পিসি শার্টডাউন, মিউজিক প্লেয়ার এবং স্ক্রিনসেভার। ফলে আপনাকে আলাদা আলাদা সফটওয়্যার ইনষ্টল করার প্রয়োজন হচ্ছে না। একটি সফটওয়্যার থেকেই এই সেবাগুলো পাবেন। এতে নেটওয়ার্ক টুলস, ফাইল টুলস, সিস্টেম টুলস হিসাবে মোট ১৭৫টির মত সার্ভিস রয়েছে। যার তালিকা দেখতে পাবেন Help/Read Me থেকে। এছাড়াও এই সার্ভিসগুলো সাচিং এর সুবিধা আছে। তবে এগুলোর মধ্যে কিছু কিছু সার্ভিস একটু ধীর গতির। ২৫.৩ মেগাবাইটের ফ্রিওয়্যার সফটওয়্যারটি http://users.pandora.be/ahmadi থেকে ডাউনলোড করতে পারেন। উইন্ডোজের সকল সংস্করণে সফটওয়্যারটি চলবে তবে কমপক্ষে ডটনেট ২.০ ইনষ্টল থাকতে হবে। আর ইনষ্টল করার পরে মূল ফোল্ডার কপি করে পোর্টেবল (৭৬ মেগাবাইট) হিসাবেও ব্যবহার করতে পারবেন।

কৃতজ্ঞতা: TRIVUz

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড দিলাম। দেখি কী রকম।

এক্কেবারে টাইম মতন দিছেন দাদ …… আইপি আর সাবনেট ক্যালকুলেটরটা আমি কুত্তা পাগলা হয়ে খুজতেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

কামের একটা জিনিসের খোঁজ দিলেন।

সোহানভাই পাগলা কুত্তা তো জানি কিন্তু কুত্তা পাগলাটা আবার কী?