পাসওয়ার্ড প্রটেকটেড বা লক করে রাখুন যে কোন সফটওয়্যার বা .EXE ফাইল !!!

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সব্বাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমরা আমাদের নিজেদের প্রাইভেসী বা পারসনাল ইনফারমেশন রক্ষার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকি। যেগুলো বেশিরভাগই ফোল্ডার আকাড়ে প্রটেকসন করে থাকে। কিন্তু আমি আজকে আপনাদের একম একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যাতে করে আপনি সরাসরি কোন সফটওয়্যার বা .exe ফাইল কে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এই সফটওয়্যারটির নাম হলো Free EXE Password. মাত্র 408 KB এই সফটওয়্যারটি একটি অসাধারন সফটওয়্যার।

ডাউনলোড লিঙ্কঃ

http://www.mediafire.com/?tdbepw730v96069#1


সংক্ষিপ্ত টিউটোরিয়ালঃ

সফটওয়্যারটি ডাউনলোড করে চালু করার পর এরকম একটি উইন্ডো আসবে।

এখন যে সফটওয়্যার বা .EXE ফাইকে পাসওয়ার্ড দিয়ে রাখতে চান তা ব্রাউস করে দেখিয়ে দিন।

এবার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে “Add Password” এ ক্লিক করুন। আপনি ইচ্ছা করলে “Hint” অপশনে পাসওয়ার্ড হিন্ট সংযোগ করতে পারেন। এখন দেখুন আপনারসফটওয়্যার বা .EXE ফাইলটি পাসওয়ার্ড প্রটেকটেড হয়ে গেছে...

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস

http://almas-er-blog.blogspot.com

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই যদি পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলে কি ভাইরাস এর হাত থেকেও ফাইল সুরক্ষিত থাকবে । তাহলে খুবই ভাল হত ।

🙂

প্রবাসী ভাইয়ের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি। ধন্যবাদ টিউনের জন্য।

আমরা টেঁক টিউনসে ১৪ তম সেঞ্চুরির আভাস পাচ্ছি। আর সে সৌভাগ্য বান আপনি… অনেক অনেক এডভান্স শুভেচ্ছা আপনার সেঞ্চুরির জন্য ভাইয়া। আর টিউনটা ও ফাটা ফাটি হইছে। মাত্র ডাউনলোডে দিলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

good vie

আলমাস দেখি আবার টে টি তে !
মনে আছে আগের দিনগুলোর কথা? আজ থেকে প্রায় দেড় বছর আগে কত টিউন পেতাম। একটা সময় ssc এক্সামের জন্য হারিয়ে গেল। আবার এখন ফিরে এল ! আবার কবে hsc এক্সামের কথা বলে হারিয়ে যায় আল্লাহই জানে !

ব্লগস্পট সাইটটা দেখলাম।

Level 0

jotils hoyce bhai. Arokom aro special kichu chai apnar kach theke.

Level 0

আলমাস ইথিকাল হ্যাকার সফটা তো কাজ করে না। পাসওয়ার্ড দিলে যখন আমি আবার সফট টা ইনস্টল করতে যাই তখন একটা এরর মেসেজ আসে বিষয় টা বুঝলাম না… যদি একটু বলতেন?