কম্পিউটারের ড্রাইভার নিয়ে সমস্যায় আছেন।( All in one Solution )

আসসালামু আলাইকুম। আশকরি আপনারা ভাল আছেন। আজ আমি আপনারদের জন্য নিয়ে এসেছি দারুন একটি সফটওয়্যার। সফটওয়্যার টির নাম হয়তো আপনারা শুনেছেন বা ব্যবহার করেছেন।DriverPack Solution যে ব্যবহার করেছেন সেই জানে সফটওয়্যার টি কত কাজের। একে বারে নো-টেনশন। আপনার কম্পিউটারের ড্রাইভার জনিত সকল সমস্যা সফটওয়্যারটির উপর ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আপনার কি পিসির ড্রাইভার সিডি হারিয়েছে বা নষ্ঠ হয়ে গেছে। চিন্তার কোন প্রয়োজন নেই। এই  সফটওয়্যার টি কালেক্শন করে রাখেন। সফটওয়্যার টি আপনার কম্পিউটারের  সকল ড্রা্ইভার অটোমেটিক সমাধান করে দেবে।

এটি সকল উইন্ডোস ফরমেটের  32 BIT এবং   64 BIT সাপোট করে। (2000, XP, 2003, Vista, Win 7 )

কি ভাবে করবেন। খুব সোজা ইন্সটল করে  ড্রাইভার স্ক্যান করে আপডেট করলেই হলো।

চলুন দেখে নিই , সফটওয়্যার টি আপনার কম্পিউটারের  কি কি  সমস্যা সমাধান করতে পারে।

(Videocard (video)
Soundcard (sound)
Chipset (chipset
Network (lan)
USB (usb )
Wireless Internet (wifi)
Webcam (webcamera)
Printers (printer )
Other devices (other)
TV-Tuner (tvtuner)
CPU (cpu)
Scanners (scaner)
Bluetooth (bluetooth)
SATA-RAID (massstorage)
Modems (modem)
InputDevices (inputdev)
Monitors(monitor)
CardReaders (cardreader)
Telephony (phone)

চলুন দেখে নিই , সফটওয়্যার টি কোন কোন লেপটপে কাজ করে।

Acer
ASUS
HP
Dell
MSI
Samsung
Toshiba
Sony
Lenovo
Fujitsu
Fujitsu Siemens
eMachines
Packard Bell
Clevo
BenQ
Notebook
IBM
Apple
Intel
LG
Compaq
Depo
NEC
Gericom
Matsushita
Medion
K-Systems
Gigabyte
SiS
Gateway

সফটওয়্যার টি Databases August  2011  এ আপডেট করা হয়েছে। মানে August  2011  পযন্ত সকল পিসির সমস্যা সমাধান করতে প্রস্তুত।

সাহস থাকলে এখান  থেকে ডাউনলোড করে নেন।     ড্রাইভার  ইস্সটলের সময়  নেটের প্রয়োজন নেই।

আর যদি এত বড় সাই্জের ফাইল ডাউনলোড করতে ভয় পান। তাহলে এখান খেকে ডাউনলোড করেন। মাত্র ২ এম বি। ড্রাইভার আপডেট করতে নেট লাগবে।

Torrent file ডাউনলোড করতে

সম্পূন পোষ্ট এখানে

ক্রিকেট পাগল রা এখানে দেখুন।

Mediafire Movies ডাউনলোড   করতে

Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কাজ কেমন করে,
DriverPack Solution 11
(Size: 2.8Gb)

full version ………… ??? নাকি………………!!!

    Level 2

    হ্যাঁ ফুল ভারসন।

Level 0

Size: 2.8Gb!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Level 2

    কি বিশ্বাস হয়না। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই এটাই খুজঠিলাম…………তাই না শফিক ????????????????????????????

    Level 2

    এইবার তো পেলেন। ধন্যবাদ আপনাকে।

fine , apnake anek thanks …………………………..but amer laptop tu haire brand er ami ki korbu ,,amer ata basi dorkar karun ai laptop er mother board er cd ta sompornu china laguage er tai kicho boji na ,,,,,,,,, plz kicho akta koren………..opokritu hobo…………
allah hafej ………..

    Level 2

    Thanks for informations

2.8 GB soft dwnload deya possible na. 2 mb file ta kemne 2.8 GB original file er kaj kore bujlam na. details bolben plz??

eta ki full version na demo? eto boro soft to free howar kotha na.

amar to desktop,intel motherboard a cholbe??

    Level 2

    ভয় পাইছেন? 2 mb file ta হচ্ছে ড্রাইভার আপডেটার । নতুন কম্পি উটারের ড্রাইভার গুলো খুজে বের করে তার লোকেশন দেখাবে। আপনার যে টা দরকার সেটা ডাউনলোড করে ইন্সটল দিতে পারবেন। আশাকরি বুঝতে পারবেন।

ভাই সাহসের দেখলেন কি এইটাত ছোট সফটওয়্যার । আমি প্রতিদিন ৮-১৫+ গিগা সফট ডাউনলোড দেই । আর এইটা তো শিশু 🙂 দিলাম ডাউনলোড… দেখি কি জিনিস 😉

    @কম্পিউটার লাভার: ভাই আপনি কি দিয়ে নেট চালান

    Level 2

    আমারো কৌতূহল হচ্ছে কি ভাবে তিনি দেশে এটা করেন। কোন লাইন ব্যবহার করেন। কম্পিউটার লাভার ভাই আপনি যদি এটা আমাদের জানাতেন। তাহলে সবাই জানতে পারতো । আমার দরকার নাই। আমি সংযুক্ত আরব আমিরাতে ৫১২ kbps এর speed আনলিমিটেড wireless use ১২০ kbps ডাউনলোড speed পাই। আমি ডেইলি ২ থেকে ১০ গিগা সফট ডাউনলোড করি। কোন সমস্যা হয়না। ধন্যবাদ।

    Level 2

    বুঝিয়ে দিলে ভালো হতো , কত জিবি প্যাকেজ, কত টাকা লাগবে।

সংগ্রহে রেখে দিলাম দেখি কাজে লাগাইতে পারি কিনা,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 2

    আপনাকে ধন্যবাদ।

Level New

খুব উপকার করলেন।আমার এক বন্ধুর আত্মীয় ইটালি থেকে Packard Bell ল্যাপি এনে দিয়েছে,এদের সাইটে মাত্র ৪ টি ড্রাইভার দেওয়া আছে,খুব সমস্যায় পড়েছিলাম,যাক এখন তাহলে সমাধান পাবো।

    Level 2

    দেখেন ট্রাই করে। আপনাকে ধন্যবাদ।

কে ডাউনলোড করেছন আওয়াজ দিন সাথে মোবাইল নাম্বার। আমার ডাউনলোড করার সাহস, সময় এবং ক্ষমতা কোনটাই নাইইইইইইই ।

    Level 2

    আসলে নেট কানেকশন টা আরো সূলভ মূল্য হওয়া উচিৎ ছিল । speed আরো বেষশ হওয়ার দরকার ছিল। 3G আসলে হয়তো উন্নতি হতে পারে। আপনাকে ধন্যবাদ।

Level 0

vai onak onak dhonnobad

    Level 2

    আপনাকে ও ধন্যা

শেয়ারের জন্যে ধন্যবাদ। আশা করছি ড্রাইভার আপডেট সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান পাওয়া যাবে এটি দিয়ে। দোয়া করুন – দেখি সময় করে নামাতে পারি কিনা তাহলে আপনাদেরকে জানাবো।

    Level 2

    ইনসাআল্লাহ। আপনার নাম পরে একটা গানের কথা মনে পড়ে গেল।দুই লাই গায়…………..

    ” নঅল আকাশের নীতে আমি “
    রাস্তা চলেছি একা……………………..”

    Level 2

    ইনসাআল্লাহ। আপনার নাম পড়ে একটা গানের কথা মনে পড়ে গেল।দুই লাই গায়…………..

    ” নীল আকাশের নীচে আমি “
    রাস্তা চলেছি একা……………………..”

আমি আগে শত শত সিডি ব্যবহার করতাম কিন্তু যখন DriverPack Solution 10.6 আমার হাতে আসে তখন ত্থেকে শুধু একটাই যতেস্ট মনে হয়। এখন ১১ ব্যহার করছি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 2

    আসলেই All in one Solution । ধন্যবাদ

bhai আমি কুয়েতের এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম ৬ মাস আগে ব্যাবহার করে ভালই লাগছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

    Level 2

    আপনাকে ও ধন্যবাদ।

Level 3

টরেন্ট দিয়া 2.8GB নামাইলাম 4 ঘন্টার বেশি সময় লাগলো। কিন্তু নামাইয়া যেই রান করাতে যাই এরর মেসেজ দিচ্ছে”An Error has occurred in the script on the page”

    Level 2

    ভাই জান আপনি যদি তাদের ওয়েব সাইট থেকে সরাসরি নামাতেন। তাহলে মনে হয় কোন সমস্যা হতো না। আমি আপনার মতো একই লিংক থেকে টরেন্ট দিয়া নামাইছি। আমার তো কোন সমস্যা হয়নাই। ভালই কাজ করে।

আমার এখানে টরেন্ট সাপোর্ট করে না অন্য কোন সা্ড থাকলে দেন প্লীজ। আমার ডাউনলোড স্পীড 800 – 900 kb/s

অনেক ধন্যবাদ, এটা যদি আগে পাইতাম আমার ল্যাপটপ এর সাউন্ড driver নিয়ে এত কষ্ট হতনা……।
সত্যি সব driver এখানে পাওয়া যাবে?
দারুন”””’

    Level 2

    ধন্যবাদ

আমি গ্রামের মানুষ। ডাউনলোড সপীড ১০ থেকে ২০ kbps. যারা ডাউনলোড করেছন বা সংগ্রহে আছে তাদের মধ্যে কেউ কী আছেন আমাকে দেওয়ার মতো ? ঢাকা শহড় বা খুলনা, আমি পেনড্রাইভ নিয়ে হাজির হবো।

    Level 2

    আপনার কমেন্টস দেখে খুব কষ্ট লাগলো ।আপনার এই সফটওয়্যার এর প্রতি আগ্রহ দেখে খুব ভাল লাগছে।

    আমি আরব আমিরাতে থাকি। এখান থেকে আপনাকে দেওয়া সম্ভব নয়। টেকটিউনে সকলের প্রতি আমার আহবান, যারা এই সফটওয়্যার ডাউনলোড করেছে। তাকে একটু সাহায্য করুন। তিনি গ্রামের মানুষ। ডাউনলোড সপীড ১০ থেকে ২০ kbps. তার পক্ষে এটা ডাউনলোড করা সম্ভব না। তিনি ঢাকা শহড় বা খুলনায় পেনড্রাইভ নিয়ে হাজির হতে প্রস্তুত।

    ভাই আপনার মোবাইল নং টা দেন। হয়তো সাহায্য পেয়ে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ।

    Level 2

    ভাই এটাও খুব কাজের সফট । সফটটি চালু করে আপডেট এ ক্লিক করলে আপনার পিসির সকল ড্রাইভার এর ডাউনলোড লোকেশন দেখাবে। এটা দিয়ে আপনি আপনার পুরান ডাইভার গুলো বেকআপ এবং রিষ্টোর করতে পারবেন। যে কোন একটা ডাউনলোড করে নেন।

    http://www.mediafire.com/?njxxxczx22jvl32

    http://www.mediafire.com/?0gj2245d2jd

LINUX এর UBUNTU DRIVER কিভাবে SOLLUTION হবে ?

    Level 2

    আল্লাহ জানে। আমি জানি না। ট্রাই করে দেখতে পারেন।

Amar download speed 10 mb per second……

    Level 2

    বলেন কি? আপনি কোথায় থাকেন। কোন লাইন ইউজ করেন। বিল কত দেওয়া লাগে। একটু বলবেন।

ভাই আমার নেটেরে লাইনটার অবস্থা খুবই খারাপ, যদি ঢাকায় কেউ নামিয়ে সুফল পেয়ে থাকেন তাহলে ভাই কষ্ট কোর আমাকে একটু দিবেন? ভাই আমি ঢাকায় থাকি, মোবাইল নং-০১৯১৫২২৭৪৭৪, কষ্ট করে যদি কোন স্বহৃদয়বান লোক কল করেন তাহলে পে-ড্রাইভ হাজির হয়ে যাবে, pls. pls. pls

01717666676, কেউ আল্লাহর ওয়াস্তে সফটওয়্যারটা ভিক্ষা দেবেন ?

Level 2

কেউ কি আছেন।

Hossain Ahmed ভাই আপনার দৃষ্টি আকর্ষন করছি ভাই, আমাদের পাশে একটু দাড়াতে পারেন? এই সফওয়ারের বিষয়ে যারা মন্তব্য করেছে তাদের মধ্যে আপনি বলেছেন এই ১১ ভারসনটি আপনি ব্যবহার করছেন। আমাদের কে দিবেন, কেউর কি একটু মায়া হয়না, সবাই এত পাসান্ড কেন ভাই, সহায্য চাইছি, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, ……………………………………………………………………………….. আমার নাম্বার-০১৯১৫২২৭৪৭৪

AMI CABLE NET USE KORI…..AMI CYPRUS THAKI…