সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে, আমি আমার আজকের টিউনটি শুরু করছি। আজ আমি শুধুমাত্র, এই রমজানের ঈদের বের হওয়া “পড়শির” নতুন অ্যালবাম “অনুরাগ” এর একটি সুন্দর গানের এম.পি.থ্রি, ভিডিও, লিরিক শেয়ার করতেই মুলত আজকের এই পোষ্টটা করতে এসেছি।
সবাই হয়তো এই ঈদে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন? অথবা দেশের বাড়িতে যাবার জন্য আহামরি হয়ে আছেন!
হ্যা… এটাইতো স্বাভাবিক ব্যাপার। ঈদে মজা করেন আর বেশি বেশি গান শুনেন আর কিছু ভালো মন্দ খাইয়েন পারলে আমারে ইনভাইট কইরেন। আমি “খ্রীষ্টান” তবুও আমি ঈদে আমার বন্ধুদের সাখে খুবই মজা করি।
ওক্কে, আজ আর কথা বাড়েইতে চাই না, নিচের লিংক থেকে গানটা ডাউলোড করুন, এবং আর কিছু ঈদের সুন্দর গান পেতে টাইলে আমার ব্লগে [http://www.markbiplob.com] মাঝে মাঝে টু মাইরেন।
ভালো কাটুক সবার ঈদ, আর ঈদের মতোই আনন্দে ভরে উঠুক সবার হৃদয় প্রতিটা দিন….
কন্ঠ শিল্পি: পড়শি এবং বেলাল খান
লিরিক: শাহীন কবির তুতুল
টিউন: – বেলাল খান
মিউজিক: মাসফিকুর রহমান
এালবাম: অনুরাগ
একলা প্রহর কাটেনা আর, আছি তোমার অপেক্ষায়
অভিমানী বন্ধু তুমি, রয়েছ কোন দুর অজানায়?
হারিয়ে খুঁজি তোমায় চাঁদের জোছনায়
নিঃস্ব জীবন আমার একা শুন্যতায়।
কেন জড়ালে আমায় ভালবাসায়?
কেন জড়ালে আমায় মিছে মায়ায়?
নেই চোঁখে ঘুম রাত্রি জাগা
দিন কাটে বিসন্নতায়।
বিরহের নীল বেঁধেছে বাসা।
এই মনেরই আঙ্গিনায়।(২)
সুখ গুলো সব তোমায় দেব
পৃখিবীতে আছে যত।
প্রেমেরই ফুল ফুটবে সত
তোমারই একটু ছোয়াঁয়।(২
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
ভাল।