আমি অনেকদিন ধরেই Rapidshare থেকে কিভাবে টাইম কাউন্ট ছাড়াই এবং Resume সাপোর্টসহ নামানো যায় এটা নিয়ে অনেক খোজাখুজি করেছি । কিন্তু আজ রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট খুজতে খুজতে পেয়ে গেলাম সফটওয়ারটি । আমি অবশ্য একবার ট্রাই করে দেখেছি কাজও হয়েছে ।
সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে আমার কাছে সিরিফাল নেই এর মধ্যেই Crack আছে । এখান থেকে ডাউনলোড করে Rapidshare Click (No Limit) 2009 এর মধ্যে সফটওয়ারটি পাবেন । কারও কাজে লাগলে ধন্য হব । তবে ব্যাড কমেন্ট না করে পরামর্শ দিন ।
আর কারও কাছে সিরিয়াল টি থাকলে দিয়ে দিবেন আশা করি । তবে আইপি ধরলে এটি কাজ করবে কি না তা আমি জানি না ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
অনেক আগে ব্যবহার করতাম। প্রথমদিকে কাজ হতো, কিন্তু এখন আর কাজ হয় না। এইটা দিয়ে ৫ মে.বা. ফাইল নামাতে গেলে দেখা যায় যে ৫.৫ মে.বা. নামতো। পরে আর ওই ফাইল আর খুলতো না। তারপরেও ধন্যবাদ টিউন্টির জন্য।