ওয়েবসাইটের জন্য ছবি রিসাইজ ও ছোট করার টুল

ইমেইল করার জন্য, ওয়েবসাইটে, ব্লগে বা অনলাইন গ্যালারিতে ছবি আপলোড করার আগে এর সাইজ কমানো অতি গুরুত্বপূর্ণ কাজ। কারন ছবির সাইজ বড় হলে পেজ লোড নিতে অনেক সময় লাগবে। তবে এটাও গুরুত্বপূর্ণ যে, ছবির কুয়ালিটি বা মান অবশ্যই ভাল হয়।

ওয়েবসাইটে ছবির সাইজ ছোট করার গুরুত্ব:

 ০১. পেজ দ্রুত লোড হবে।

 ০২. ধীর গতির ইন্টারনেট ব্যবহারকারীর সুবিধা হবে।

 ০৩. ইমেইল এর ক্ষেত্রে তাড়াতাড়ি পৌছানো যাবে।

আসলে ছবির মান ঠিক রেখে এর সাইজ কমানো একটা কঠিন কাজ। কিন্ত একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনি একাজটি সহজেই করতে পারেন।

-: RIOT – Radical Image Optimization Tool :-

এটি একটি ফ্রি ছবি রিসাইজার সফটওয়্যার। এর মাধ্যমে আপনি ছবির মান ঠিক রেখেই ছবির সাইজ কমাতে পারবেন বিভিন্ন জনপ্রিয় ফরমেটে। যেমন: GIF, JPG, PNG, BMP, TIFF, ICO, RAS ইত্যাদি।

RIOT এর বৈশিষ্ট:

০১. ফ্রিওয়্যার।

০২. ব্যাক্তিগত বা বানিজ্যিক ভাবে ব্যবহার করতে পারবেন।

০৩. জনপ্রিয় সব ফরমেটে ছবি কসভার্ট করতে পারবেন।

০৪. ছবির সাইজ ছোট করতে পারবেন কিস্তু মানের কোন পরিবর্তন হবে না।

০৫. কসভার্ট করা ছবি অটো প্রিভিউ করবে।

স্কীনসট দেখুন:

 RIOT-in-action

আপনার ফ্রি কপি নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

http://download.criosweb.ro/Riot-setup.zip

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম….দরকারী।

Level New

ধন্যবাদ শাকিল ভাই।

ভাই আমি ডাউনলোড করতে পারতেছিনা।প্লিজ হেল্প মি.