Fredi – একসঙ্গে ম্যানেজ করুন একাধিক Messaging সার্ভিস

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আপনি নিশ্চয়ই প্রতিদিন বিভিন্ন ম্যাসেজিং অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন। এগুলোর মধ্যে যেমন: WhatsApp, Messenger, Telegram, Gmail, Skype, Hangout ইত্যাদি। এছাড়াও, আপনি আরো অনেক মেসেজিং সার্ভিস গুলো ব্যবহার করতে পারেন। আর এসব সার্ভিস গুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সেসব অ্যাপ্লিকেশন গুলো ইন্সটল করতে হয় অথবা প্রত্যেকটি ওয়েবসাইটে গিয়ে আপনাকে আলাদা আলাদা ভাবে সেগুলো থেকে মেসেজ দেখতে হয়। কিন্তু, কেমন হবে, যদি সমস্ত প্লাটফর্মের মেসেজগুলো আপনি একটি অ্যাপ বা একটি জায়গায় একত্রে পেয়ে যান? এক্ষেত্রে, এই বিষয়টি আপনার কাছে নিশ্চয় অনেক ইন্টারেস্টিং হবে।

আজকের এই টিউন টিতে আমি আপনাদের দেখাবো যে, কিভাবে আপনি এসব একাধিক মেসেজিং সার্ভিস গুলো একত্রে ব্যবহার করতে পারেন।

একাধিক Messaging সার্ভিস গুলো একটি অ্যাপ্লিকেশনে আনার উপায়

একাধিক Messaging পরিষেবাগুলো একটি অ্যাপ্লিকেশনে

স্বাভাবিকভাবে, আমরা যদি সমস্ত মেসেজিং সার্ভিসগুলো ব্যবহার নাও করি, কিন্তু তবুও আমরা দুই তিনটি মেসেজিং Service অবশ্যই ব্যবহার করি। আর এসব মেসেজিং সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে সংশ্লিস্ট অ্যাপ অথবা তাদের ওয়েবসাইট ওপেন করতে হয়। আর আপনার ডিভাইসে বা আপনার কম্পিউটারে একাধিক মেসেজিং Service থাকা সত্যিই অনেক বিভ্রান্তিকর এবং ঝামেলাযুক্ত মনে হতে পারে।

আর আপনি যদি কোন মেসেজিং সার্ভিস গুলোর ব্যবহার কমাতে না পারেন, তবে আপনি সে সমস্ত প্লাটফর্ম গুলোকে একটি জায়গায় নিয়ে আসতে পারেন। আর তা হলো, আপনি অন্তত সেসব প্লাটফর্ম গুলোকে একটি অ্যাপের ভেতরে নিয়ে আসতে পারেন এবং একটি অ্যাপের ভেতর থেকে সমস্ত অ্যাকাউন্ট গুলো কন্ট্রোল করতে পারবেন।

আর এই কাজের জন্য আমরা সাহায্য নিব Fredi নামক একটি ওপেন সোর্স অ্যাপের। এটি একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন, যেটি আপনাকে একাধিক মেসেজিং সার্ভিসের অ্যাপ গুলোকে একত্রে ব্যবহার করতে দিবে। এই অ্যাপটি, Gmail, Hangout Slack, Telegram, WhatsApp, Discord, Twitter, Rocket Chat এবং আরো কিছু জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম গুলো সমর্থন করে থাকে। এমনকি এটি ব্যবহার করার সময় যদি কোনো একটি Service সমর্থন না করে, তাহলে সেটি আপনি ম্যানুয়ালি ও যোগ করতে পারবেন এবং একটি Dedicated section-এ অ্যাপ্লিকেশনের মধ্যে একটি ওয়েব অ্যাপ হিসেবে সেটি ব্যবহার করতে পারবেন।

Fredi অ্যাপটি Franz এর মতই। Fredi একটি Cross Platform Application। আর এই অ্যাপ্লিকেশনটি Windows, Linux এবং MacOS এর জন্য Available রয়েছে। এটি Franz এর উপর ভিত্তি করে এটি একটি ওপেন সোর্স প্রকল্প হিসেবে GitHub-এ Available রয়েছে। আপনি এই অ্যাপ্লিকেশনটি গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন এবং এটির মাধ্যমে সমস্ত মেসেজিং সার্ভিস অ্যাপগুলো একত্রে যুক্ত করতে পারেন।

আপনি এই অ্যাপ্লিকেশনটিতে কোন অ্যাকাউন্ট তৈরি না করে Guest মোডে ও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে এটি আপনার যোগ করা Service গুলোকে Sync করবে এবং পুনরায় লগইন কিংবা ইন্সটলের সময় সেসব তথ্য গুলো আবার ফিরিয়ে আনবে। অর্থাৎ, এখানে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করলে আপনার মেসেজ গুলো Synchronize হবে।

আর Fredi অ্যাপটির ইউজার ইন্টারফেস ও অনেক সহজ। এই অ্যাপ্লিকেশনটির ভেতরে প্রবেশ করলে, বামদিকে আপনার যোগ করার সমস্ত ম্যাসেজিং সার্ভিস গুলো দেখতে পাবেন এবং এখান থেকে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনি সমস্ত মেসেজিং সার্ভিসগুলো একত্রিত করার পরিবর্তে, আপনি আপনার কাজ ও ব্যক্তিগত জীবনকে আলাদাভাবে পরিচালনা করার জন্য একটি Workspaces তৈরি করতে পারেন।

Fredi

Official Download @ Ferdi - Website | Github

Fredi অ্যাপ্লিকেশনে Messaging service গুলো যোগ করার পদ্ধতি

Fredi অ্যাপ্লিকেশনে Messaging service গুলো যোগ করার পদ্ধতি

আপনি যদি workspaces গুলোতে আপনার service ম্যানেজ করতে চান, তাহলে প্রথমে আপনাকে একটি workspaces তৈরি করতে হবে এবং তারপর সেটিতে আপনার পছন্দ অনুযায়ী সার্ভিস গুলো যুক্ত করতে পারেন।

আর workspaces তৈরি করতে, আপনি প্রথমে App settings এ যান এবং তারপর Menu bar থেকে Your Workplaces বা Workspaces ব্যবহার করুন। আর আপনি যদি ওয়ার্কস্পেস না চান, তাহলে আপনি সরাসরি Apps setting এবং তারপর Your Services বা Menu bar থেকে Services অপশন থেকে মেসেজিং সার্ভিস গুলো যোগ করতে পারেন।

New Service add in Ferdi app

আপনি এই তালিকা থেকে একটি সার্ভিস Choose করতে পারেন, সার্চ করতে পারেন অথবা most popular অনুযায়ী sort by করতে পারেন। আপনি যখন এখান থেকে কোন একটি সার্ভিস চয়েজ করবেন বা সিলেক্ট করবেন, তখন এটি আপনাকে সেই একাউন্টটির লগইন করার পেজে নিয়ে যাবে। আর আপনি এখান থেকে লগইন করার সাথে সাথে, এটি আপনাকে সেই Service এর সেটিংস গুলো কাস্টমাইজ করতে দেয় এবং তারপর এটি অ্যাপে যোগ করতে দেয়।

Ferdi app other service add

আর এখানে যদি আপনার পছন্দের সার্ভিসটি না থাকে, তাহলে আপনি Custom Services অপশনটি থেকে সেটি যুক্ত করতে পারেন। আর এই পদ্ধতিটি শুধুমাত্র ওয়েব-ভিত্তিক সার্ভিস গুলোর মধ্যে সীমাবদ্ধ। মূলত এখানে আপনি কোন সার্ভিস কে URL এর মাধ্যমে যুক্ত করতে পারবেন।

Ferdi application custom messaging service add

আপনি Service settings থেকে এই অ্যাপ্লিকেশনটিতে আপনার নাম এবং ফটো সেট করতে পারবেন। আর সেই সাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী নোটিফিকেশন গুলো কনফিগার করতে পারবেন। আপনি যদি কিছু সময়ের জন্য কোন একটি সার্ভিস ব্যবহার করতে না চান, তাহলে আপনি সেটিং থেকে সেটি disable করে দিতে পারেন এবং আপনার প্রয়োজনে যেকোনো সময় আবার Enable করতে পারেন।

শেষ কথা

ডেক্সটপের জন্য Fredi একটি অত্যন্ত দরকারি একটি অ্যাপ্লিকেশন। যে অ্যাপটি আপনাকে বারবার বিভিন্ন মেসেজিং সার্ভিস গুলোতে স্যুইচ করার হাত থেকে বাঁচায়। আর এই অ্যাপ্লিকেশনটি প্রায় সমস্ত মেসেজিং সার্ভিস গুলো সমর্থন করে। এমনকি আপনি যদি এখানে এসে কোন একটি Messaging Service খুঁজে না পান, তাহলে সেটিকে ম্যানুয়ালি যোগ করার ও অপশন রয়েছে।

একই সাথে এটির মাধ্যমে আপনি সমস্ত Service গুলো একত্রে পান এবং এক জায়গা থেকেই সকল প্ল্যাটফর্ম ব্যবহার করে যোগাযোগ করতে পারেন, যা আপনার কিছু সময় বাঁচিয়ে দেয়। তাহলে, আজ থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার শুরু করুন এবং আপনার অভিজ্ঞতার কথা নিচে টিউনমেন্ট করে জানান। আজ তাহলে এই টিউনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস