গত মঙ্গলবার ১৬ই অগাস্ট তারিখে রিলিজ হওয়ার পুর্বনির্ধারিত তারিখের আগেই ছাড়া হয় ফায়ারফক্স এর নতুন সংস্করণ ৬। মজিলা যত দ্রুত ফায়ারফক্স এর সংস্করণগুলো রিলিজ করছে তাতে ফায়ারফক্স ৭, ৮, ৯ এর রিলিজ পেতে আগামী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সংক্ষেপে বলি এই নতুন ভার্সনে কী কী পরিবর্তন আনা হয়েছে -
এবার বলি নতুন ভার্সনে আমরা বাঙ্গালিদের অসুবিধার কথা। আমরা কি পরিমান ডাউনলোড প্রিয় তা অ্যালেক্সায় বাংলাদেশের টপ চার্টে ১৬-এ মিডিয়াফায়ার আর ১৯-এ ফাইলসনিক এর অবস্থান দেখেই বোঝা যায়। বরাবরের মতই ফায়ারফক্সের নতুন ভার্সন অ্যাডঅনগুলোর কম্প্যাটিবলিটি ভেরিফাই না করে চালাতে দিবেনা। কাজেই এতে আইডিএম এক্সটেনশান বা ডাউনলোড হেল্পার অ্যাডঅনটি কাজ করবেনা। তবে চিন্তা নেই। এর জন্য আইডিএম আপডেট করা, কি/সাইলেন্ট ইন্সটলার খোঁজার দরকার নেই। আপনাদের জন্য খুঁজে এনেছি "আইডিএম সিসি" অ্যাডঅনটির নতুন ভার্সন যা দিয়ে ফায়ারফক্স ৬ এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনটিগ্রেট করতে পারবেন। নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন এটি।
এবার ফায়ারফক্স থেকে Ctrl + O চেপে XPI ফাইলটি দেখিয়ে ইন্সটল করে নিন।ব্রাউজার রিস্টার্ট করে দেখুন আইডিএম-এর কনটেক্সট মেনু চলে এসেছে,
যারা এখনো ফায়ারফক্স ৬ ডাউনলোড করেননি তারা নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।
যারা লিনাক্স ব্যবহার করেন অথবা ফায়ারফক্স এর সাথে অন্য ডাউনলোড ম্যানেজার ইনটিগ্রেট করে নিতে চান তারা ফ্ল্যাশগট অ্যাডঅনটি ডাউনলোড করে নিন।
আর কী? এবার মনের সুখে ডাউনলোড করুন আপনাদের প্রিয় আইডিএম দিয়ে, আর মেতে উঠুন ফায়ারফক্স এর সাথে। সবাইকে ধন্যবাদ।
কৃতজ্ঞতা:
আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য। firefox 6 ,০ আগের সব verson থেকে ২০ ভাগ বেশি SPEED পাওয়া যাবে। আমি গটকাল এটা ইন্সটল করে নিয়েছি। আপনার টিউনের মধে সবচেয়ে বেশি ভাল লেগেছে লাস্টের ছবিটা।