অনেক সময় আমাদের মাদারবোর্ড এর সিডি হারিয়ে যায়, নষ্ট হয় যায় বা ভেঙ্গে যায় তখন আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তখন আমাদের দোকানে যেতে হয় সিডি তৈরি করার জন্য অথবা বাজারে যে ড্রাইভার সিডি পাওয়া যায় তা থেকে খুজে বের করতে অনেক ঝামেলা পোহাতে হয়।
সেই ঝামেলা থেকে মুক্তি দানের জন্য আমার এই টিউন ...
আমি আজ আপনাদের যে সফটওয়্যার টির সাথে পরিচয় করাব তার মাধ্যমে আপনি খুব সহজে কোন ব্রাউজ করা ছাড়াই ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। সফ্টওয়্যারটি ফুলভার্সণ পাচ্ছেন একদম ফ্রিতে।
সফ্টওয়্যারটির কিছু ছবি দেওয়া হলো-
ভালো কথা এর মাধ্যমে আপনি হার্ডওয়্যার এর তথ্য, ড্রাইভার বেকআপ, ড্রাইভার রিস্টোর, ড্রাইভার আনইনিস্টলও করতেপারবেন। দেখুন নিচে-
সেটআপ পদ্বতি-
প্রথমে নিচের লিংক থেকে মাত্র 1.90 মেগাবাইট এর সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করেনিনি।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।
পরে ক্রেক Easeware.Driver.Core.dll ফাইলটি কপি করে C:\Program Files\Easeware\DriverEasy তে গিয়ে রিপ্লেস করেদিন ব্যাস কাজ শেষ।
তারপর উপভোগ করুণ ফুল ভার্সণ এর মজা।
আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow
টিউনটির জন্য ধন্যবাদ। তবে এটা আমার কাছে আগে থেকেই আছে। যাদের নেই তারা ডাউনলোড করে রাখতে পারেন। তবে এটা খুব সুন্দর একটি সফট্য়্যার। সংগ্রেহে রাখার মত। আবার ও ধন্যবাদ।