বর্তমানে পিডিএফ ফরমাট একটি জনপ্রিয় ডকুমেন্ট ফরমেট। পিডিএফ ফাইল পড়তে বা ইডিট করতে আমরা সাধারনতো অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি যেমন এডব এ্যাক্রোবাট রিডার, এডব রিডার, অয়েব পেজ কে পিডিএফ এ রুপান্তর করার জন্য পিডিএফ ক্রিয়েটর, ডু পিডিএফ ইত্যাদি। কিন্তু আমি যে পিডিএফ সফটওয়ার কথা বলবো তা একায় একশো। মাত্র ৯ মেগাবাইটের এই সফটওয়ার দিয়ে আমরা নিচের কাজ গুলে সহজেই করতে পারবো-
ক) এ সফটওয়ারের মাধ্যমে Word, Excel, Image কে পিডিএফ ফাইলে রুপান্তর করা যায়
খ) এর মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি, সেভ, এডিট করা যাবে
গ) এর সাহায্যে বিভিন্ন পিডিএফ ফাইলের পেজ জোড়া লাগাতে কিংবা কেটে আলাদা করা যায়
ঘ) একটি পিডিএফ ফাইল থেকে আরেকটিতে কাঙ্খিত পেজ কপি পেস্ট করা যায়
ঙ) ফাইলটি এনক্রিপ্ট করা যায়
ছ) রয়েছে নিজস্ব পিডিএফ ভিউয়ার
জ) আর ব্রাউজার এর ওয়েব পেজ কে পিডিএফ এ রূপান্তর তো করা যায়ই
ঝ) উন্নত মানের প্রিন্ট আউট
ঞ) ক্রাক, প্যাচ, কিজেন সিরিয়াল এর ঝামেলা নেই কারন এটি এক দম ফ্রি...............
আসুন দেখে নেই এর চেহারা (interface)
আসুন এই কাজের সফটওয়ারটি ডাউন লোড করে নেই-http://en.pdf24.org/creator.html
আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Chemistry (M.Sc)
ধন্যবাদ টিউনের জন্য। আমি কিছু PDF ভালোমতো পড়তে পারছিনা। বাংলা লেখা না দেখিয়ে হিজিবিজি লেখা দেখাচ্ছে। এটা আসলে কি কারনে হয়?