আসুন পিডিএফ ফাইল এর সমস্যাগুলো নিজেরাই সমাধান করি

বর্তমানে পিডিএফ ফরমাট একটি জনপ্রিয় ডকুমেন্ট ফরমেট। পিডিএফ ফাইল পড়তে বা ইডিট করতে আমরা সাধারনতো অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি যেমন এডব এ্যাক্রোবাট রিডার, এডব রিডার, অয়েব পেজ কে পিডিএফ এ রুপান্তর করার জন্য পিডিএফ ক্রিয়েটর, ডু পিডিএফ ইত্যাদি। কিন্তু আমি যে পিডিএফ সফটওয়ার কথা বলবো তা একায় একশো। মাত্র ৯ মেগাবাইটের এই সফটওয়ার দিয়ে আমরা নিচের কাজ গুলে সহজেই করতে পারবো-

ক) এ সফটওয়ারের মাধ্যমে Word, Excel, Image কে পিডিএফ ফাইলে রুপান্তর করা যায়

খ) এর মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি, সেভ, এডিট করা যাবে

গ) এর সাহায্যে বিভিন্ন পিডিএফ ফাইলের পেজ জোড়া লাগাতে কিংবা কেটে আলাদা করা যায়

ঘ) একটি পিডিএফ  ফাইল থেকে আরেকটিতে কাঙ্খিত পেজ কপি পেস্ট করা যায়

ঙ) ফাইলটি এনক্রিপ্ট করা যায়

ছ) রয়েছে নিজস্ব পিডিএফ ভিউয়ার

জ) আর ব্রাউজার এর ওয়েব পেজ কে পিডিএফ এ রূপান্তর তো করা যায়ই

ঝ) উন্নত মানের প্রিন্ট আউট

ঞ) ক্রাক, প্যাচ, কিজেন সিরিয়াল এর ঝামেলা নেই কারন এটি এক দম ফ্রি...............

আসুন দেখে নেই এর চেহারা (interface)

আসুন এই কাজের সফটওয়ারটি ডাউন লোড করে নেই-http://en.pdf24.org/creator.html

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টিউনের জন্য। আমি কিছু PDF ভালোমতো পড়তে পারছিনা। বাংলা লেখা না দেখিয়ে হিজিবিজি লেখা দেখাচ্ছে। এটা আসলে কি কারনে হয়?

    Level 0

    আমার মনে হয় কিছু বাংলা ফন্ট যেমন ভিরিন্দা, সোলায়মান লিপি, সুমিত, রুপালী, সিয়াম রুপালী ইত্যাদি টিটিএফ ফন্ট ইনস্টল করলে সমাধান হতে পারে। তাও যদি না হয় তাহলে জানাবেন। আপনাকে ধন্যবাদ।

    PDF ফাইলটা যে ফন্টএ লেখা হয়েছে এর সেটা আপনার কম্পিউটারএ নেই ।

    আমার মনে হয় যখন আপনি PDF ফাইলটা ওপেন করেন তখন আপনাকে জানিয়ে দেয় ফাইলটা কোন ফন্টএ লেখা ।

সুন্দর টিউন। ধন্যবাদ।

    Level 0

    সুন্দর মানষিকতার জন্য আপনাকে ধন্যবাদ।

@প্রযুক্তির অতন্ত্র প্রহরী (বেকার খাঁন):apni foxit pdf reader download korte paren.asa kori apnar somossa thik hoe jabe. download er link holo http://cdn01.foxitsoftware.com/pub/foxit/reader/desktop/win/5.x/5.0/enu/FoxitReader502.0718_enu_Setup.exe

    Level 0

    বেকার খান ভাই আপনার সাথে আমিও এক মত। সফটওয়ারটি ভাল। লিংক দেয়ার জন্য ধন্যবাদ। ভাবছি ওই সফটওয়ার নিয়ে যদি কোন টিউন নাহয় তাহলে আমি একটি টিউন করবো। আর আপনি করতে চাইলে আমি করবোনা। কষ্ট করে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    জয় ভাই আমি পিডিএফ ফাইল পড়ার জন্য FoxitReader501.0523 এবং Adobe Reader ব্যবহার করি। তবে আপনার এই অসাধারণ টিউনটির জন্য ধন্যবাদ। তবে আমি একটা কঠিন সমস্যায় আছি। হলো আমার কতগুলো পিডিএফ ইমেইজ ফরমেট থেকে MS-Word এ ফরমেট করতে হচ্ছে। যদি পারেন সাহায্য করবেন। সবার কাছে অনুরুধ কারো কাছে থাকলে দয়া করে লিংকটা দিয়ে দিবেন। আমি pdftiger ব্যবহার করে দেখছি কোন কাজ হয়না।

valo tune

    Level 0

    উৎসাহ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

হুম! আসলেই কাজের একটা জিনিস! সংগ্রহে রাখরাম। ধন্যবাদ জয় ভাইকে।

    Level 0

    আপনার কাজে লেগেছে জেনে আমার টিউনের সার্থকতা খুজে পেয়েছি। আপনাকেও ধন্যবাদ।

🙂

    Level 0

    আপনাকে ধন্যবাদ

জয় ভাই আমি যখন পিডিএপ থেকে word রুপান্তর করি তখন বাংলা ফন্ট গুলো ইংরেজিতে আসে হিজিবিজি দেখায় এর কারন কি বলবেন? pdf থেকে word রুপান্তর করলে বাংলা ও ইংরেজি সঠিক ভাবে দেখা যাবে এমন কোন converter সফট আছে কি?

    Level 0

    আমার কাছে এমন সফটওয়ার আছে। ভাবছি পরবর্তী টিউনে এ বিষয়ে লিখবো। ওহাব ভাই আপনি পিডিএফ থেকে ওয়ার্ড কনভর্ট করতে কোন সফট ব্যবহার করেন। জানালে আপনার সমস্যার সমাধান দেয়া যেতে পারে। ধন্যবাদ।

Level New

এরকম এটা সফটওয়ার খুঝতেছিলাম, ধন্যবাদ জয় ভাই। এখনই ডাউনলোড করতাছি। trial version না তো।

    আমার জন্ম থেকে ব্যাবহার করছি ।অসাধারন ।

    ১০০% ফুল ভার্সন ।

      Level 0

      অপু ভাই আপনি অনেক দিন থেকে নিজে ব্যবহার করলেও, আমাদেরকে কিন্তু বঙ্চিত করেছেন। কথা দেন এরকম আর করবেন না।

    Level 0

    এমন একটি সফট এর খোজ দিতে পেরে আমার কষ্টের সার্থকতা পেয়েছি। না ভাই ১০০% ফুল ভার্সন।

আগে থেকেই ব্যাবহার করছি, তবুও শেয়ারের জন্য অনেক ধন্যবাদ।

    Level 0

    খালিদ ভাই কষ্ট করে পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ

অনেক ধন্যবাদ শেয়ারের জন্য।এমন একটি ফ্রি সফটওয়ারের দরকার ছিল।

    Level 0

    নাইম ভাই আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

ইসতিয়াক ভাই আপনাকেও ধন্যবাদ।

ভাই পারলে আমার nokia 2700c এর জন্য একটা pdf readear এর খুজ দেন

জয় ভাই, বাংলা পি ডি এফ ফাইলকে Word – এ রূপান্তর করার কোন Software আছে আপনার কাছে?

জয় ভাই আমি পিডিএফ ফাইল পড়ার জন্য FoxitReader501.0523 এবং Adobe Reader ব্যবহার করি। তবে আপনার এই অসাধারণ টিউনটির জন্য ধন্যবাদ। তবে আমি একটা কঠিন সমস্যায় আছি। হলো আমার কতগুলো পিডিএফ ইমেইজ ফরমেট থেকে MS-Word এ ফরমেট করতে হচ্ছে। যদি পারেন সাহায্য করবেন। সবার কাছে অনুরুধ কারো কাছে থাকলে দয়া করে লিংকটা দিয়ে দিবেন। ধন্যবাদ

আমি pdftiger ব্যবহার করে দেখছি কোন কাজ হয়না।