এবার আসবে, গান শুনার আসল মজা !!!!

প্রথমে সবাই কে জানাই রমজানের আন্তরিক শুভেচ্ছা! কেমন আসেন সবাই ?? ধরে নিলাম ভালো আছেন ………. :-)
আজকে আপনাদের কাছে যে SOFTWARE  টি সেটি USE করে অনেক মজা পাবেন  GUARANTY !
এই ক্ষুদ্র SOFTWARE টির নাম ‘SRS AUDIO SANDBOX’ এটি একটি sound আম্প্লিফায়ার

sreenshot

এটি ফ্রী না,এর মুল্য $29.99! কিন্তু আমরা বড়লোক বাবার গরিব সন্তান ….সুতরাং টাকা দিয়ে কেন কিনব?!!  :-)   জী হাঁ…এই SOFTWARE টির সাথে KEYGEN  দেওয়ায় আছে শুধু কষ্ট করে SOFTWARE টি ইনস্টল করার পর LICENCE KEY চাইলে, SOFTWARE এর  PRODUCT Id নম্বর তা কপি করুন …অতপর KEYGEN এ বসিয়ে GENERATE  বাটন ক্লিক করুন …..দেখবেন REG .CODE আর MANUAL ACTIVATION কোড আপনার দিকে তাকিয়ে হাসছে !! আর  দেরী কেন? বসিয়ে দিন সব CODE আপনার SOFTWARE  এ ৷দাড়ান!!!আরেকটু বাকি  আছে …LRCS LA Rs ইনপুট টেনে সর্বোচ্চ করে দিন ৷ speaker settings ঠিক করে নিন …..এই বার windows media player অ গান ছাড়ুন ৷ এরপর …………………এর পর কেমন  লাগলো আপনি বলুন ….আমি শুনব  ………!!!

download

বরাবরের মত ইংরেজি শব্দগুলোর জন্য দুঃখিত….সবাই ভালো থাকবেন ,খোদা হাফেজ(টেকটুইটস এ প্রথম প্রকাশিত)

Level 0

আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস এ প্রথম পোস্ট…….

Level 0

Thanks a lot bro …. Jotil jinish ……

দারুন হইছে 🙂

কোঠীণ শেয়াড় …………………

Level 0

এটা তো অনেক পুরানো।এটা নিয়ে অনেক টিউন হইসে।আমি টেক্টিউন্স থেকেই এটা পেয়েছি।এটা পুরানো ভার্সন।নতুন ভার্সন টা আরো জটিল।কিন্তু সেটার সিরিয়াল কী এখনো বের হয়নি।

প্রথম পোষ্ট এর জন্য ধন্যবাদ,

    ধন্যবাদ …
    ১.এটা নিয়ে অনেক টিউন হইসে….
    ANS : পোস্ট এর লিঙ্ক দিন
    ২.আমি টেক্টিউন্স থেকেই এটা পেয়েছি।এটা পুরানো ভার্সন…..
    ANS :পোস্ট এর লিঙ্ক দিন ……আমি দেখি নাই!!
    ৩.নতুন ভার্সন টা আরো জটিল।কিন্তু সেটার সিরিয়াল কী এখনো বের হয়নি।………
    ANS :কে বলল আপনাকে !আপনি দেখেছেন ?
    আমার কাছে নতুন ভার্সন ক্রাক কিজেন সহ আছে………আমার কাছে পোস্ট এর টাই নতুন টা থেকে থেকে ভালো লাগছে ! সবাই চাইলে নতুন টা নিয়ে আজই টিউন করব !! তবে আমি বলব নতুন টির (SRS HD Audio Lab Gold )দেখতে ভালো হলেও এটা সবচেয়ে কাজের !

Level 2

many thanks

Level 2

আশা করছি ভালো আছেন।

চেষ্টা করছি ভাই ………..আপনিও করুন ….. ধন্যবাদ

পুড়ান জিনিশ এড় আগে আটা ণীয়া টিউন হইছে।

    পুরান চাল ভাতে বাড়ে………….

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। খুবই ভালো একটা সফটওয়্যার। দারুন কাজ করছে সফটওয়্যার টা।

Level New

vai ! keygen open hochchena . hlp korun plzzzzzzzz 🙁

    এন্টি ভাইরাস disable করুন …………..

Nice

Level 0

হতে পারে পুরানো জিনিস তবে আমি পেলাম তো আপনার কাছ থেকেই। জটিল জটিল জটিল জিনিস। আসলেই গান শুনে মজা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
.
আরো জটিল টিউনে অপেক্ষায় রইলাম।

    ভাই দেওয়ার চেষ্টা করব

'পুরাতন' জিনিস নতুন কইরা পাইতে অসুবিধা কি ! তবে আমি আগে এইটা দেখি নাই, আমার কাছে এইটা নতুন। ডাউনলোড করতেছি, আশা করি কাজে লাগবে । আপনাকে আগাম ধইন্যা।

ভাল নতুনদের জন্য কাজে লাগবে।
এটা আগে হয়েছিল
https://www.techtunes.io/other/tune-id/45820/
ধন্যবাদ।

আপনের সাথে একমত …………
ধন্যবাদ ২৩৪ দিন আগের টিউন মনে রাখার জন্য !!

দারুন জিনিস অনেক দিন আগে থেকেই ইউজ করছি। তবে মাঝে মাঝে ভালো পোস্ট গুলা রিপোস্ট করা উচিত। নতুন ভার্শনটা থাকলে শেয়ার করুন।

    ধন্যবাদ ২৩৫ দিন আগের একটা টিউন এর লিঙ্ক দেওয়ার জন্য !!! ……আর আমি যা বলেছি তা মিথ্যে নয় …যিনি first টিউন করেছেন তিনি যতটা কষ্ট করেছেন আমি কম করিনাই ……আমার টিউন আর মন্তব্য দেখে বুঝেছি যে অনেক মানুষের উপকার হইছে সেটাই আমার টিউন আর সার্থকতা !!আপনার মত কয়েকজন বলছিল এই টিউন অনেক হইসে ,কিন্তু লিঙ্ক পাইসি একটার …..আরে ভাই ঐটা আমার প্রথম টিউন কিছু SHARE করার জন্যই আসা!আমি টিউন করি নতুন কিন্তু অনেক দিন TT সাথেই আছি ! আপনাদের একটা অনুরোধ করি ……টিউন ভালো লাগলে মন্তব্য দিবেন না ভালো লাগলে দিবেন না , টিউনার নিজেই বুঝবে …… আমি এই প্লাটফর্ম এ নিজের কিছু ভালো লাগা share করব আপদের যদি উপকারে না আসে তবে remove করে দিব ……

      ভাই আমি তো বলি নাই যে আপনার টিউনটা খারাপ হয়েছে ।
      আপনি বলেছেন যে ,
      ১.এটা নিয়ে অনেক টিউন হইসে….
      ANS : পোস্ট এর লিঙ্ক দিন
      ২.আমি টেক্টিউন্স থেকেই এটা পেয়েছি।এটা পুরানো ভার্সন…..
      ANS :পোস্ট এর লিঙ্ক দিন ……আমি দেখি নাই!!
      তাই রাগ হয়েছিল ।আসলে টিউন হয়েছে তবুও আপনি বলেছেন যে লিঙ্ক দেন ।
      আপনি প্রথমে বলেছেন যে লিঙ্ক দেন এখন বলছেন ,"কিন্তু লিঙ্ক পাইসি একটার" তা হলে বললেন কেন ।
      আপনি আবারো বললেন "টিউন ভালো লাগলে মন্তব্য দিবেন না ভালো লাগলে দিবেন না , টিউনার নিজেই বুঝবে"
      টিউনার নিজেই কি বুঝবে?

      ভাই একটা জিনিস নিয়ে যে একবারি টিউন হবে তা নয় ।অনেক বার হতে পারে কিন্তু কেও তা বললে দয়া করে রাগ করবেন না ।

    আপনাকে ধন্যবাদ ……… অপনার উপকারে এসেছে?আপনাদের জন্য টিউন বানাই…..রাত জেগে জেগে! আপনারা সেটা বুঝেন ,জানেন …..তবুও দারুন মন্তব্য করেন ! congratulation !আপনি অপমান করতে পারছেন ভাই ! আপনি জিতছেন !!!

ভাই আমি তো বলি নাই যে আপনার টিউনটা খারাপ হয়েছে ।
আপনি বলেছেন যে ,
১.এটা নিয়ে অনেক টিউন হইসে….
ANS : পোস্ট এর লিঙ্ক দিন
২.আমি টেক্টিউন্স থেকেই এটা পেয়েছি।এটা পুরানো ভার্সন…..
ANS :পোস্ট এর লিঙ্ক দিন ……আমি দেখি নাই!!
তাই রাগ হয়েছিল ।আসলে টিউন হয়েছে তবুও আপনি বলেছেন যে লিঙ্ক দেন ।
আপনি প্রথমে বলেছেন যে লিঙ্ক দেন এখন বলছেন ,"কিন্তু লিঙ্ক পাইসি একটার" তা হলে বললেন কেন ।
আপনি আবারো বললেন "টিউন ভালো লাগলে মন্তব্য দিবেন না ভালো লাগলে দিবেন না , টিউনার নিজেই বুঝবে"
টিউনার নিজেই কি বুঝবে?

ভাই একটা জিনিস নিয়ে যে একবারি টিউন হবে তা নয় ।অনেক বার হতে পারে কিন্তু কেও তা বললে দয়া করে রাগ করবেন না

    দেখুন বলা হযেছে অনেকগুলো টিউন হযেছে……… অনেকগুলো টিউন হলে আমার চোখে পরত,আমি ভুলেও আর এটি নিয়ে টিউন করতাম না !! ….. হা একটা টিউন হযেছে সেটা আমার চোখে না পরা /মনে না রাখাটা আমার ভুল ! ….সবসময় চেয়েছি ভিন্ন কিছু share করতে …..
    জি হা , আমি চেয়েছি আমার প্রথম টিউনটাতে ভালো কিছু মন্তব্য পেতে ,একটি খারাপ মন্তব্যে আসলেই, এরপর সকল মন্তব্য তেই সেটার প্রভাব থাকে, যা আমি চাই নাই …… উদহরণ হিসেবে দেখতে পারেন "রাতের বন্ধু " এর মন্তব্য ৷ অপনার কি মনে হয় এইসব মন্তব্য একজন টিউনার কে টিউন করতে উত্সাহ দেয়? আমি জানি, হয়ত আপনিও জানেন – অনেকেই আছেন যারা শুধু মাত্র খারাপ মন্তব্য আসতে পারে এই ভয়ে টিউন করে না ….একসময় আমিও এই ভয় করতাম !

ভাই congratulation দেবার কোন প্রয়োজন নেই, কারন এটা কোন খেলা নয় যে এখানে হার জিত থাকবে ।

ভাই আপনি ভুল বুঝচ্ছেন ।তা বলাল জন্য আপনি যদি মনে করেন যে আপনাকে অপমান করা হয়েছে তা হলে আমি দুঃখিত ।

আমি কখনো কাও কে অপমান করতে চাই না ।

ভুল বুঝব কেন? আপনার কাছে কি 'চোর' বলাটা সম্মানজনক মনে হয় ? এই টিউন কপি পেস্ট নয় !পোস্ট টির সবগুলো ফটো আমার ডেস্কটপ থেকে তোলা!!

Level 0

keygen open hoy na

    ANTI VIRUS DISABLE KORUN ….ARPOR CHESTA KORUN ….DHONNOBAD

amar windows installer problem korse. notun kore tai windows installer download korci. erpor abar try korbo. asha kori software ta xotil hobe.