পরীক্ষা সারা জীবনই থাকবে, তাই বলে ক্রিয়েটিভিটিগুলো থেমে থাকতে পারে না। আর যারা থামিয়ে তারা কোন দিন শুরু করতেই পারবে না। পরীক্ষার পরে পরীক্ষার পরে সব কাজ করব এই চিন্তা করতে করতে দিন,মাস আর বছর যায়।
বাংলা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা সবার। আজকের টিউনটি করব একটি তথ্য প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন নিয়ে। ঠিক আমাদের এমন প্রত্যাশাই ছিল। আর প্রত্যশা থেকে প্রকাশ করা হয়েছে গ্যালাক্টিকা। " জানবো,বুঝবো,শিখবো বিজ্ঞানকে " - এটিই ছিল মূলমন্ত্র।
এটিতে যে যে বিষয় তুলে ধরা হয়েছে তার সংক্ষেপে একটু তুলে ধরছি।
১। ছায়াপথ বা GALAXY
২। গ্যাজেট - macbook. i-mac, i-phone , i-pod, i-pad,sound system সম্পর্কে তুলে ধরা হয়েছে।
৩। আনলাকি 13 . ১৩ তারিখ ঘটে যাওয়া ঘটনা নিয়ে খুব সুন্দর একটি আর্টিকেল।
৪। মুদ্রা যে কয় প্রকার আর কি কি, সংজ্ঞা সহ উদাহরন আপনাকে শিখিয়েই ছাড়বে।
৫। ইলেকট্রনিক্স অংশে দৈনন্দিন জীবনে কাজে লাগা পার্টসগুলো সম্পর্কে ধারনা দেয়া হয়েছে।
৬। সবার স্বভার হল, একটুকু জ্বর হলেই এন্টিবায়োটিক খাওয়া। আর সেই খাওয়ার যে কয়খানি উপকারীতা(!) আর কতধানে কত চাল তা বুঝবেন ।
৭। উইন্ডোজ মোবাইল নিয়ে চমৎকার আর্টিকেল।
৮। কিছু মানব যারা অন্যের কল্যানে সারাটা জীবন বিলিয়ে গিয়েছেন, তাদের নিয়ে কথা।
৯। গণিত অংশে আপনি শিখবেন কিভাবে গনিতে দ্রুত গননা করতে হয় তা নিয়ে মজার মজার কৌশল।
১০। মানব দেহে অংশে আপনি মানব দেহের খুব সুন্দর সুন্দর তথ্য পাবেন।
১১। সাথে আছে হ্যাকার টকস নামের সায়েন্স ফিকেশন গল্পটি।
১২। LCD TV আর Plasma TV এর প্রযুক্তি সম্পর্কে ধারনা পাবেন।
১৩। আপনার জন্য রয়েছে বিশুদ্ধ অক্সিজেনের সুবাস !
১৪। কম্পিউটার জগৎ অংশে আপনি যা পাচ্ছেন - গুগল প্লাস(+) , টিপস ট্রিকস, সফটওয়্যার ডাউনলোড আরো যত কিছু থাকে তার সব কিছু।
আশা করি, উপভোগ করবেন ম্যাগাজিনটি।
আর আপনি যদি লেখা পাঠাতে চান তাহলে যোগাযোগ করবেন।
কোন একটি ক্রিয়েটিভ কাজ দেখলে সব সময় ভাল্লাগে, আর সেই লক্ষেই টিউনটি করা। যদিও পরীক্ষা চলছে, আর এ ম্যাগাজিন প্রকাশ হল ভার্সিটির পরীক্ষার মাঝে। পরীক্ষার ব্যাপারে একটা কথা সব সময় বলি . তা হল -
৬ মাসের সেমিষ্টারে দেড় মাস পরীক্ষা, ১৫ দিন পিএল, পরীক্ষার পর ১৫ দিন বন্ধ, পরীক্ষার ১ মাস আগে পড়ালেখার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। বাকি আড়াইমাসে ৭ সাব্জেক্টের ১৪ টা ক্লাস টেস্ট আর ৭ টা এসাইনমেন্ট দিতে দিতে পুরো ৬ মাসের সেমিষ্টার , তারপর ৪ বছরের কোর্স শেষ হয়। এক্সটা কিছু করার সময় আর কই? পরীক্ষা সারা জীবনই থাকবে, তাই বলে ক্রিয়েটিভিটিগুলো থেমে থাকতে পারে না।
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
ম্যাগাজিনটি ভাল হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।