আজ আমি আবারও আপনাদের সাথে নতুন করে পুরাতন জিনিষ ইন্টারনেট ডাউনলোড ম্যানাজের (IDM) নিয়ে হাজির হলাম। কয়েক দিন আগে আইডিএম এর নতুন ভার্সন ৬.৭ রিলিজ হয়। তাই ডাউনলোড করে খুব মজা মারলাম। তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে না পেরে এই পোস্ট করে ফেললাম।
টেকটিউনস এর কাছে আমার কমপ্লানঃ এতো ছোট শিরোনাম দিয়ে কিভাবে পোস্ট করা যায়? আর কিভাবেই ভিজিটর বুঝবে এটা কি ধরনের টিউন?
অনেকেই রাতে, ভোররাতে, দিনে অফিস টাইম ও যেকনো সময়ে আইডিএম দিয়ে ডাউনলোড চালু রেখে বাইরে আনন্দে ঘুরে বেড়ান। কিন্তু এদিকে যে ডাউনলোড কমপ্লিট হয়ে আপনার পিসি মন খারাপ করে বশে থাকে তখন তো আর আপনি দেখেন না। আহ! আপনার পিসিটা কতইনা কষ্ট পাইল! আপনাদের পিসি গুলো এই কষ্ট সয্য না করতে পেরে আইডিএম এর কাছে বিরাট একটা নালিশ দিল যেঃ আইডিএম ভাই তুমি এমন কিছু কর যাতে কোন কিছু ডাউনলোড শেষ হওয়ার সাথে সাথে আমার ঘুম পাড়ার সুযোগ হয়। আর আইডিএম বলল ঠিক আছে তাই হবে।
এখন আইডিএম এর নতুন ভার্সন ৬.৭ এ যুক্ত হয়েছে ডাউনলোড শেষ হওয়ার সাথে সাথে আপনার পিসি বন্ধ হয়ে যাবে। আশা করি এই সুবিধা আপনাদের বিদ্যুৎ বিল সহ আপনার পিসির একটু হলেও হায়াত বাড়িয়ে দিবে আপনি কি বলেন?
বেশি কিছু খাটাখাটির প্রয়োজন নয়। আপনি যখন কোন কিছু ডাউনলোড করতে দিবেন তখন দেখবেন আপনার ডাউনলোড উইন্ডোতে নতুন একটা অপশন যুক্ত হয়েছে। নিচের ছবিতে খেয়াল করুন।
আশা করি বুঝতেই পারছেন যে এই অপশন গুলোর কাজ কি? তার পরেও বলে দেই! মনে রাখবেনঃ নিচের অপশন গুলো ব্যবহার করতে চাইলে প্রথমের (Show download complete dialog) এর টিক টি উঠিয়ে দিতে হবে।
Hang up modem when done: মানে হলঃ যখন ডাউনলোড শেষ হয়ে যায় তক্ষণ আপনার পিসি অন থাকবে কিন্তু ইন্টারনেট ডিস্কানেক্ট হয়ে যাবে।
Exit Internet Download Manager when done: মানে হলঃ যখন ডাউনলোড শেষ হয়ে যায় তখন অটোমেটিক IDM বন্ধ হয়ে যাবে।
Turn off computer when done: মানে হলঃ যখন ডাউনলোড শেষ হয়ে যাবে তখন অটোম্যাটিক আপনার পিসি বন্ধ হয়ে যাবে আর এটাই সবচেয়ে বেশি কাজের অপশন। এর আবার একটা সাব-অপশন রয়েছেঃ Force processes to terminate: এটার কাজও বেশ গুরুত্ব পুর্ন কারন কিছু কিছু সময়ে কিছু প্রোগ্রাম বাকগ্রাউন্ড এ কাজ করে তাই কম্পিউটার বন্ধ করতে চাইয়ে একটা উইন্ডো এসে বলে এখন End Now বাটনে ক্লিক কর আর না ক্লিক করলে কম্পিউটার বন্ধও হবে। আপনাদের কারোও পিসির যদি এই সমস্যা থাকে তাহলে এই অপশন টিতে টিক দিতে ভুলবেন না।
প্রথমে এই লিঙ্ক থেকে আইডিএম ফুল প্যাকেজ টি ডাউনলোড করে নিন। এবার সেটআপ করে ফেলুন। ডাউনলোড কৃত ফোল্ডারের মধ্যে একটি crack নামের ফোল্ডার পাবেন সেই খানে ৩টি ফাইল আছে।
প্রথমে টাস্ক বার থেকে IDM কে বন্ধ (EXIT) করে দিন। তার পর crack ফোল্ডার থেকে idman.exe ফাইলটি কপি করে আপনার কম্পিউটারের C:\Program Files\Internet Download Manager ফোল্ডারে পেস্ট করুন আর রিপ্লেস এর কথা বলেই রিপ্লেস (Yes) করুন। এখন আপনার উইন্ডোজ যদি ৩২বিট (x86) এর হয় তাহলে reg.32.bit.reg এ মাউস এর ডবল ক্লিক দিয়ে ওপেন করুন এবং Yes বাটনে ক্লিক দিন। আর আপনার উইন্ডোজ যদি ৬৪বিট (x64) হয় তাহলে Reg.64.bit.reg এ মাউস এর ডবল ক্লিক দিয়ে ওপেন করুন এবং Yes বাটনে ক্লিক দিন। এবার আপনার আইডিএম ওপেন করে দেখুন একদম ফুল ভার্সন।
সবাইকে ধন্যবাদ আমার বকবকানি পড়ার জন্য। আসলে আমি আর কারোও মত বেশি বক বক করতে পারি না। তাই একটু একটু চেষ্টা করছি যে কিভাবে বকবকানি করা যায়। আমার পোস্ট ভালো লাগলে মন্তব্য করিয়েন।
এই পোস্টটি বিডিরঙ.কম এ প্রকাশিত Link: http://bdrong.com/?p=1320
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune