নতুন করে আবারও পরিচিত হন IDM এ…

আজ আমি আবারও আপনাদের সাথে নতুন করে পুরাতন জিনিষ ইন্টারনেট ডাউনলোড ম্যানাজের (IDM) নিয়ে হাজির হলাম। কয়েক দিন আগে আইডিএম এর নতুন ভার্সন ৬.৭ রিলিজ হয়। তাই ডাউনলোড করে খুব মজা মারলাম। তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে না পেরে এই পোস্ট করে ফেললাম।

টেকটিউনস এর কাছে আমার কমপ্লানঃ এতো ছোট শিরোনাম দিয়ে কিভাবে পোস্ট করা যায়? আর কিভাবেই ভিজিটর বুঝবে এটা কি ধরনের টিউন?

কি এমন আছে আইডিএম এর নতুন ভার্সন এ?

অনেকেই রাতে, ভোররাতে, দিনে অফিস টাইম ও যেকনো সময়ে আইডিএম দিয়ে ডাউনলোড চালু রেখে বাইরে আনন্দে ঘুরে বেড়ান। কিন্তু এদিকে যে ডাউনলোড কমপ্লিট হয়ে আপনার পিসি মন খারাপ করে বশে থাকে তখন তো আর আপনি দেখেন না। আহ! আপনার পিসিটা কতইনা কষ্ট পাইল! icon razz নতুন করে আবারও পরিচিত হন IDM এর সাথে আর ডাউনলোড করুন নিশ্চিন্তে (ফুল + ফ্রি) || বিডিরঙ.কম আপনাদের পিসি গুলো এই কষ্ট সয্য না করতে পেরে আইডিএম এর কাছে বিরাট একটা নালিশ দিল যেঃ আইডিএম ভাই তুমি এমন কিছু কর যাতে কোন কিছু ডাউনলোড শেষ হওয়ার সাথে সাথে আমার ঘুম পাড়ার সুযোগ হয়। আর আইডিএম বলল ঠিক আছে তাই হবে।

এখন আইডিএম এর নতুন ভার্সন ৬.৭ এ যুক্ত হয়েছে ডাউনলোড শেষ হওয়ার সাথে সাথে আপনার পিসি বন্ধ হয়ে যাবে। আশা করি এই সুবিধা আপনাদের বিদ্যুৎ বিল সহ আপনার পিসির একটু হলেও হায়াত বাড়িয়ে দিবে icon biggrin নতুন করে আবারও পরিচিত হন IDM এর সাথে আর ডাউনলোড করুন নিশ্চিন্তে (ফুল + ফ্রি) || বিডিরঙ.কম আপনি কি বলেন?

কিভাবে ব্যবহার করবেন আইডিএম এর নতুন অপশন?

বেশি কিছু খাটাখাটির প্রয়োজন নয়। আপনি যখন কোন কিছু ডাউনলোড করতে দিবেন তখন দেখবেন আপনার ডাউনলোড উইন্ডোতে নতুন একটা অপশন যুক্ত হয়েছে। নিচের ছবিতে খেয়াল করুন।

আশা করি বুঝতেই পারছেন যে এই অপশন গুলোর কাজ কি? তার পরেও বলে দেই!  মনে রাখবেনঃ নিচের অপশন গুলো ব্যবহার করতে চাইলে প্রথমের (Show download complete dialog) এর টিক টি উঠিয়ে দিতে হবে।

Hang up modem when done: মানে হলঃ যখন ডাউনলোড শেষ হয়ে যায় তক্ষণ আপনার পিসি অন থাকবে কিন্তু ইন্টারনেট ডিস্কানেক্ট হয়ে যাবে।

Exit Internet Download Manager when done: মানে হলঃ যখন ডাউনলোড শেষ হয়ে যায় তখন অটোমেটিক IDM বন্ধ হয়ে যাবে।

Turn off computer when done: মানে হলঃ যখন ডাউনলোড শেষ হয়ে যাবে তখন অটোম্যাটিক আপনার পিসি বন্ধ হয়ে যাবে icon razz নতুন করে আবারও পরিচিত হন IDM এর সাথে আর ডাউনলোড করুন নিশ্চিন্তে (ফুল + ফ্রি) || বিডিরঙ.কম আর এটাই সবচেয়ে বেশি কাজের অপশন। এর আবার একটা সাব-অপশন রয়েছেঃ Force processes to terminate: এটার কাজও বেশ গুরুত্ব পুর্ন কারন কিছু কিছু সময়ে কিছু প্রোগ্রাম বাকগ্রাউন্ড এ কাজ করে তাই কম্পিউটার বন্ধ করতে চাইয়ে একটা উইন্ডো এসে বলে এখন End Now বাটনে ক্লিক কর আর না ক্লিক করলে কম্পিউটার বন্ধও হবে। আপনাদের কারোও পিসির যদি এই সমস্যা থাকে তাহলে এই অপশন টিতে টিক দিতে ভুলবেন না।

যেভাবে করবেন আইডিএম কে ফুল ভার্সনঃ

প্রথমে এই লিঙ্ক থেকে আইডিএম ফুল প্যাকেজ টি ডাউনলোড করে নিন। এবার সেটআপ করে ফেলুন। ডাউনলোড কৃত ফোল্ডারের মধ্যে একটি crack নামের ফোল্ডার পাবেন সেই খানে ৩টি ফাইল আছে।

প্রথমে টাস্ক বার থেকে IDM কে বন্ধ (EXIT) করে দিন। তার পর crack ফোল্ডার থেকে idman.exe ফাইলটি কপি করে আপনার কম্পিউটারের C:\Program Files\Internet Download Manager ফোল্ডারে পেস্ট করুন আর রিপ্লেস এর কথা বলেই রিপ্লেস (Yes) করুন। এখন আপনার উইন্ডোজ যদি ৩২বিট (x86) এর হয় তাহলে reg.32.bit.reg এ মাউস এর ডবল ক্লিক দিয়ে ওপেন করুন এবং Yes বাটনে ক্লিক দিন। আর আপনার উইন্ডোজ যদি ৬৪বিট (x64) হয় তাহলে Reg.64.bit.reg এ মাউস এর ডবল ক্লিক দিয়ে ওপেন করুন এবং Yes বাটনে ক্লিক দিন। এবার আপনার আইডিএম ওপেন করে দেখুন একদম ফুল ভার্সন।

সবাইকে ধন্যবাদ আমার বকবকানি পড়ার জন্য। আসলে আমি আর কারোও মত বেশি বক বক করতে পারি না। তাই একটু একটু চেষ্টা করছি যে কিভাবে বকবকানি করা যায়। আমার পোস্ট ভালো লাগলে মন্তব্য করিয়েন।

এই পোস্টটি বিডিরঙ.কম এ প্রকাশিত Link: http://bdrong.com/?p=1320

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune

ডাউনলোড দিলাম, ২ দিন আগেই না একটা ইন্সটল করলাম :O
ভাই আমি একটু সমস্যায় আছি, মিডিয়াফায়ারে লিঙ্ক que তে দিলেও ওইটা পরে আর ডাউনলোড হয়না, ইরর আসে, আর অনেক লিঙ্ক গ্রাব করে কিন্তু ডাউনলোড হয়না, গত ৩ দিনে ১ গিগার মত ধরা খাইছি 🙁

    মিডিয়া ফায়ার থেকে দিলে এই সমস্যা হয়! তবে আপনি যে queue দিলে আপনাকে সেই ফাইলটির উপরে রাইট বাটনে ক্লিক করে Refresh download address এ ক্লিক করুন এবং যে লিঙ্কটি ওপেন হবে সেটা অন্য ব্রাউজার দিয়ে ওপেন করুন এবং ডাউনলোড করুন।

    আইপি চেঞ্জ হওয়ার পর কিংবা লাইন কেটে যাওয়ার পর ওই লিঙ্ক থেকে ডাউনলোড করা যায়না। তবে যত গিগার ফাইল ই হোক, যেখানেই ডাউনলোড আটকে যাক না কেন তা রিজিউম করা যায়। খালি আটকে যাওয়া ডাউনলোড এ রাইট ক্লিক করে "Refresh download link" দেন, মিডিয়াফায়ারের পেজে নিয়া যাবে যেখানে আপনি ক্লিকায়ে ডাউনলোড স্টার্ট দিসিলেন, তারপর ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করলেই আইডিএম ঠিক আটকে যাওয়া অংশের পর থেকে ডাউনলোড করা শুরু করবে 🙂

    আমি তো মুভি বিভিন্ন সাইট এ না খুঁজে মিডিয়াফায়ারে খুজে বের করি, তারপর সেগুলা কিউ করে ডাউনলোড দি :O এমন সমস্যা তো হওয়ার কথা না

Jossssssss

Thanks. coz: নতুন versionএর linkদেওয়ার জন্য

Level 0

ফাটিয়ে দিয়েছেন +++++++++++

Level 0

achha amon kono syestem ki idm e ache ja diye akta download shes hoye gele tar porer ta suru kora jay??

    হ্যাঁ আছে! এর জন্য আপনাকে IDM ওপেন করে মেনুবার থেকে Downloads তারপর Scheduler এ ক্লিক করেন তাহলেই বুঝতে পারবেন আশা করু।

    ধন্যবাদ!

আপনি পিসি অন অফ করার কথা যা বললেন তাতো অনেক আগে থেকে idm এ আছে এবং আমি অনেক আগে থাকে এটা করি। এটা অনেক পুরাতন ভার্সঅন থেকেই আছে।

ধন্যবা।
এ ফিচারটা আমার পুরাতন ৬.০৩ বিল্ড ৭ এর ডাউনলোডস মেনুর শিডিউলার অপশনে ছিল।
নতুন ভার্সনে আর কোন উল্লেখযোগ্য পরিবর্তন আছে কি?

Level 2

অনেক ধন্যবাদ

Level 0

বাহ দারুণ ইনফরমেশন।

অেনক thanks কােজর িজিনষ 🙂

Level 0

crack দিলে windows 7 কয়েকদিন পর আবার বলবে না তো যে fake serial number?…. আমি আগে কয়েকটা crack ( IDM এর )ব্যবহার করছি ওইগুলা কয়েকদিন পর ধইরা ফেলে…।তাই আর crack ব্যবহার না কইরা host file change কইরা দিছি…।

আমিনুল ভাই আপনি টিউনের অনেকটা শুরুতেই একটা কমপ্ল্যান জানিয়েছেন… সেটা মূল ভাব আমার কাছে বোধগম্য হল না… কারণ আপনি চাইলেইতো আরো বড় শিরোনাম দিতে পারেন… অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন কি আপনার সমস্যার কথাটা?

    এবার আসল কথা বলিঃ আমি যখন টিউন প্রকাশ করতে গেলাম তেমনি একটা এরর এসে আমাকে বলে "আপনার টিউনের শিরোনাম অনেক বড় ( আপনার শিরোনাম সর্বচ্চ ৮০ অক্ষরের হতে হবে বর্তমানে ১৪৪ টি অক্ষর আছে)" টিউন টি খসড়া হিসেবে সংরক্ষিত হল।

    এবার ব্যপারটি বুঝুন! এত ছোট্ট শিরোনাম দিয়ে কিভাবে পোস্ট করবো? যদি কোন পাঠক শিরোনাম না পরে টিউনের বিষয়বস্তু বুঝে ফেলে তাহলে আমার মনে হয় শিরোনাম বাদ দেয়াই ভালো।

    ১৪৪ শব্দ? নিশ্চয়ই এতো বড় শিরোনাম প্রথম সারির কোন প্রযুক্তি ব্লগের সাথে মানায় না… তাই বোধহয় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে…

Level 0

thanks….

আমিনুল ভাই সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ

বুঝেছি কি নতুন এসেছে। জানানোর জন্য ধন্যবাদ 🙂 আরেকটা মজার জিনিস আছে সেটা হল শিডিউলার। আমি ডাউনলোড স্টার্ট দি, শেষ হলে আইডিএম এক্সিট হয়ে অটো মিউটরেন্ট চালু হয়ে ডাউনলোড শুরু হয়। আবার মিউটরেন্টেও এই সুবিধা আছে যে ডাউনলোড শেষ হলে অন্য প্রোগ্রাম চালু করে দিবে 😛

    Level 0

    Shaon Vai IDM Deye Ke Kono Vabe Torrent Download Kora Jai ? Ame New Tai Torrent Download A Akto Problem A Porche.Torrent Shomporke Bistarito Jante Chai Gele Amake Link Den. Janale Upokrito Hobo 🙂

Thanks brother…it's very helpful to me.
I tried it to be done by keygen & patch but failed
………..Now I'm successful….!!!

Level 0

thanks

দীর্ঘ দিনের সমস্যা আপাতত শেষ হল। ভাই এটা কতদিন ফ্রি ব্যবহার করা যাবে? আমি এর আগে একমাস এই সফটওয়ারটি ব্যবহার করেছি। কিন্তু একমাস পর বারাক ওবামা রেজিস্ট্রেশন করতে বলত এবং ডলার চাইত। এখন দেখছি আমিনুল ভাইয়ের দেওয়া সফটওয়ারটি কাজ করছে। ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাল তবে একটা information ঠিক নাই। আমি জন্মের পর থেকে যতগুলা IDM বেবহার করসি সব গুলাতেই HANG UP MODEM, EXIT IDM & TURN OF COMPUTER WHEN DONE অপশন ছিল।

Level 0

Thanks bhai…….

আপনার পোস্ট টি পরে সফটওয়্যার তা নিতে খুব সাদ জাগলো মনে, কিন্তু ডাউনলোড লিংক তা কাজ করলো না, যদি কষ্ট করে ডাউনলোড লিংক তা আপডেট করে দিতেন অনেক উপকৃত হইতাম ভাই

Download Link Not working.