প্রথমে আমি তাদের প্রত্যেক এর কাছে ক্ষমা চাচ্ছি যারা আমার দেয়া হাদীসে কুদসী বইটি ডাউনলোড করেছেন কারন বইটির স্ক্যান এর মান কিছুটা খারাপ ছিল,হয়ত পাঠকের বইটি পড়তে কিছুটা কষ্ট হয়ছে,ইনশাআল্লাহ এরপর আশা করি এমন কোন কিছু হবে না ।আজকে অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি বাংলা ইসলামিক ইবুক নিয়ে,আজকের বইটির নাম ইসলাম কি এবং কেন-এর মূল কিতাব ইসলাম ক্যায়া হায় সর্বপ্রথম ১৯৪৯ সালে প্রকাশিত হয়।বিগত ৫৭ বছরে আল-ফুরকান কুতুবখানা থেকে এই কিতাবের চারটি সংস্করণে প্রায় কয়েক লক্ষ কপি প্রকাশিত হয়েছে।এত অল্প সময়ে কোন দ্বীনী ও ইসলাহী কিতাব এর বিপুল পরিমান প্রচারিত হওয়ার কোন দৃষ্টান্ত নিকট অতীতে নেই।এই বই এর অন্যতম বৈশিষ্ট হচ্ছে যে ইসলামের মূল বিষয়গুলো নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে যা একজন পাঠককে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে একটি পরিষ্কার ধারনা দিতে পারবে বলে আমরা আশা করি।
লেখকের লেখনীর কিছু অংশ তুলে ধরা হল-
এটাতো সবাই জানেন ইসলাম কোন বংশীয় উত্তরাধিকার নয় যে মুসলিম ঘরে জন্মগ্রহন করলেই সে এমনিতেই মুসলমান হয়ে যাবে এবং মুসলমান হওয়ার জন্য তাকে আর কোন কিছু করতে হবে না ।যেমন শেখ বা সাইয়েদ বংশে জন্মগ্রহন করলেই এমনিতেই সে শেখ বা সাইয়েদ হয়ে যায়।শেখ বা সাইয়েদ হওয়ার জন্য তাকে কোন কিছু করতে হয় না।কিন্তু ইসলাম এমন জীবন বিধানের নাম যা আল্লাহর নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন,যা কুরাআনে কারীমে ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের হাদীসে বর্ণিত আছে।সুতরাং যে এই দ্বীন মেনে নিবে এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে সেই মূলত মুসলমান।যারা এই দ্বীন সম্পর্কে ধারনা রাখে না এবং সে অনুযায়ী জীবন গঠন করে না সে ৺খাটি মুসলমান নয়।সুতরাং বুঝা গেল যে,৺খাটি মুসলমান হতে হলে দুটো বিষয় অত্যন্ত জরুরী-
১।আমরা দ্বীন ইসলাম সম্পর্কে জানবো,কমপক্ষে প্রয়োজনীয় মৌলিক বিষয়বলীর জ্ঞান অর্জন করবো।
২।এই দ্বীনকে মানবো এবং সে অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নেব।
এরই নাম ইসলাম এবং মুসলমান হওয়ার অর্থই হলো এটা।
ডাউনলোড লিঙ্ক- ইসলাম কি এবং কেন
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A++