প্রাপ্তবয়স্কদের জন্য Coloring Pages প্রিন্ট করার ১০ টি ফ্রি ওয়েবসাইট

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

আমরা হয়তো অনেকেই জানি যে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমাদের মধ্যে অনেকেই অনেক সময় ছুটিতে থাকি অর্থাৎ কাজ কর্ম-বিহীন অবসর জীবন যাপন করি। সে সময় আমাদের অনেকেরই মাথায় নানা রকমের চিন্তাভাবনা চলে আসে। আর এসব বাজে বাজে টেনশন শারীরিক ও মানসিক অস্বস্তি বয়ে আনে এবং ব্যক্তিকে অসুস্থ করে নিমিষেই।

সেই সময় মনকে মানসিক তৃপ্তি দেওয়ার জন্য আমরা কালার পেইজ গুলো ব্যবহার করতে পারি। রঙ যেন মানুষের মনে রঙ বয়ে আনে অর্থাৎ, রঙ প্রাপ্ত বয়স্কদেরও দিতে পারে মানসিক শান্তি এবং তাদের জন্য রিল্যাক্স অনুভূতি নিয়ে আসতে পারে। রঙ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মানসিক চাপ কমিয়ে থাকে এবং শারীরিক ক্লান্তিও দূর করে বটে। রঙ অস্থিরতা থেকে মুক্তি দেয়। আপনি যদি কখনো অস্বস্তি বোধ করেন, তাহলে কোন শিশুর সাথে বসে কোন কালার পেইজ এ মনোযোগ দিয়ে রঙ করুন, দেখবেন আপনি অনেকটাই স্বস্তি বোধ করছেন।

বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আমরা কম্পিউটার ও মোবাইল ফোনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছি। তাই যেন রঙ করা ব্যাপারটাও ডিজিটাল হয়ে গেছে। এজন্য আমাদেরকে রঙ করার জন্য সফটওয়্যার ওপেনের প্রয়োজন পরে। কিন্তু আগের মতোই, যেন জাস্ট একটা পেইজ এ রঙ করাই যেন বেশি মজার। এটা নিতান্তই আমার ব্যক্তিগত চিন্তাধারা। তাই এই টিউনে বেশ কয়েকটি ফ্রি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে ওয়েবসাইট গুলোতে রয়েছে প্রিন্টে-বল অসংখ্য কালার পেইজ।

এই ওয়েবসাইটের কালার পেইজ গুলো ডাউনলোড ও প্রিন্ট করতে কোন অসুবিধাই হয় না। তাই আপনি চাইলে কালার পেইজ গুলো প্রথমে ডাউনলোড করবেন এবং পরে প্রিন্ট করবেন। এবং তারপর শুরু করবেন রঙ করা। তাই দেরি না করে চলুন পরিচিত হয়ে আসি প্রাপ্তবয়স্কদের জন্য কালার পেইজ ডাউন-লোড করার ওয়েবসাইট গুলোর সাথে।

১. Faber-Castell

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা একটি ওয়েবসাইট হল Faber-Castell। Faber-Castell হল একটা বিশাল কোম্পানি, যে কোম্পানি কলম, পেন্সিল, হাইলাইটর, রঙিন পেইজ ও নানা ধরনের আর্ট শিল্প সামগ্রী তৈরি করে থাকে। অর্থাৎ রঙের সাথে গভীরভাবে সম্পর্ক যুক্ত জনপ্রিয় নাম হল Faber-Castell। তাই আশ্চর্য হবার কোন কারণই নেই যে, Faber-Castell নামক একটি ওয়েবসাইট রয়েছে ইন্টারনেট জগতে যা মূলত কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটটির একটি স্ন্যাপশট উপরে দিয়ে দিয়েছি। যদিও ওয়েবসাইটে সাইন-আপ না করায় স্ন্যাপশট ক্লিয়ার হয়নি। ওয়েবসাইটটি সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চাইলে, অবশ্যই ওয়েবসাইটটি থেকে ঘুরে আসতে হবে। ওয়েবসাইট পরিদর্শনের জন্য অফিশিয়াল লিংক নিচে দেওয়া রইলো। ওয়েবসাইটটিতে প্রবেশের পর শুরুতেই অর্থাৎ প্রথম ওয়েব পেইজেই লক্ষ করবেন কালার পেইজ গুলো থাম্বনেইল সহ লিস্ট আকারে দেওয়া আছে।

আপনি স্ক্রল ডাউন করে সমস্ত কালার পেইজ গুলো দেখতে পারেন এবং কোনটি উপযুক্ত তা নির্ধারণ করতে পারেন। কোন কালার পেইজ পছন্দ হলে, তা ডাউন-লোড করার জন্য প্রথমে কালার পেইজটির উপরে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই একটা পপ আপ পেইজ প্রদর্শিত হবে, যেখানে আপনি ডাউন-লোড করার চিহ্ন দেখতে পাবেন। ডাউন-লোড ফাইলটি PDF ফরম্যাট এ আছে। সিম্পলি ট্যাপ করুন এবং ডাউন-লোড করুন। রঙ করার পূর্বে ফাইলটি প্রিন্ট আউট করে নিন।

অনেক সময় ডাউনলোড করার আইকন বা বাটনটি খুঁজে পাওয়া যায় না। যদি ডাউনলোড আইকন দেখতে না পান তবে, কম্পিউটার মাউসের কারসর ইমেজের উপরে নিয়ে গিয়ে অফিস বাটনে ক্লিক করুন। তারপর পপ-আপ পেইজ থেকে "Save as image" অপশনটি সিলেক্ট করুন। তারপর কম্পিউটারের নির্দিষ্ট ফাইলে পিকচারটি সেভ করুন। এক্ষেত্রে ইমেজটি অবশ্যই Jpg ফরম্যাটে ডাউনলোড হবে। এই ফাইলটিও আপনি চাইলে প্রিন্ট-আউট করে ব্যবহার করতে পারবেন।

Faber-Castell

অফিসিয়াল ওয়েবসাইট @ Faber-Castell

২. Just Color

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আর একটি ওয়েবসাইট হল Just Color। এই ওয়েবসাইটে প্রবেশ করলে, আপনি দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের কালার পেইজ গুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। ক্যাটাগরি গুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্যাটাগরি গুলো হল আর্ট, ট্রাভেল, ন্যাচার, ম্যান ডালাস, আর্ট থেরাপি এবং স্পেশাল ইভেন্টস ইত্যাদি। আপনি যদি একটি ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে, এটি আর বেশ কয়টি সাব-ক্যাটাগরিতে বিভক্ত।

যেকোনো একটা সাব-ক্যাটাগরিতে ক্লিক করুন ইচ্ছামত। এখন আপনার সামনে টাইল্ড ফরম্যাটে কালার পেইজ গুলো থাম্বনেইল সহ প্রদর্শিত হবে। অর্থাৎ রঙ করার আগের ও রঙ করার পরের, এই দুই অবস্থাই প্রদর্শিত হবে। উপরে দেওয়া স্ন্যাপশট দেখে কিছুটা ধারণা নিতে পারেন। তবে, স্পষ্ট ধারণা নিতে চাইলে অবশ্যই ওয়েবসাইটটিতে অ্যাক্সেস করবেন এবং ঘুরে ফিরে পর্যবেক্ষণ করবেন। ওয়েবসাইটটিতে অ্যাক্সেসের অফিসিয়াল লিংক নিচে পেয়ে যাবেন।

কালার পেইজ গুলো ডাউন-লোড করতে চাইলে, প্রথমে থাম্বনেইল এ ক্লিক করুন। ক্লিক করা মাত্রই কালার পেইজটি ওপেন হবে এবং কালার পেইজ এর নিচে ডাউন-লোড অপশন প্রদর্শন করবে। ডাউন-লোড অপশন এ ট্যাপ করা মাত্রই একটা পপ-আপ পেইজ ওপেন হবে এবং কম্পিউটারে সেভ হওয়ার জন্য অনুমতি চাইবে। অনুমতি দিলেই কালার পেইজটি PDF ফরম্যাটে সেভ হবে। ডাউন-লোড হয়ে গেলে কালার পেইজটি প্রিন্ট আউট করে নিন। মনে রাখবেন এক্ষেত্রে আপনার কম্পিউটারের সাথে অবশ্যই প্রিন্টার নামক ডিভাইসটি সংযুক্ত থাকতে হবে। প্রিন্ট হয়ে গেলে মনোযোগ সহকারে রঙ করা শুরু করে দিন।

কোন কোন সময় ডাউনলোড করার আইকন বা বাটনটি খুঁজে পাওয়া যায় না। যদি ডাউনলোড আইকন দেখতে না পাওয়া যায় তবে, কম্পিউটার মাউসের কারসর ইমেজের উপরে নিয়ে গিয়ে অফিস বাটনে ক্লিক করুন। তারপর পপ-আপ পেইজ থেকে "Save as image" অপশনটি নির্বাচন করুন। তারপর কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারে পিকচারটি সেভ করুন। এক্ষেত্রে ইমেজটি অবশ্যই Jpg বা Png ফরম্যাটে ডাউনলোড হবে। এই ফাইলটিও আপনি চাইলে প্রিন্ট-আউট করে ব্যবহার করতে পারবেন। কোন অসুবিধা হবে না।

Just Color

অফিসিয়াল ওয়েবসাইট @ Just Color

৩. Art is Fun

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল Art is Fun। এই ওয়েবসাইটটি দেখতে সত্যিই খুব চমৎকার। উপরের স্ন্যাপশটটা দেখে হয়তো কিছুটা আইডিয়া হবে, যে ওয়েবসাইটটি কতটা সুন্দর। এই ওয়েবসাইটের কালার পেইজ গুলোকেও বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ক্যাটাগরি গুলো হল Owl কালার পেইজ, হিপ্পি ক্যামেল কালার পেইজ ও হ্যাপি ক্যাম্পারস কালার পেইজ ইত্যাদি। প্রতিটি কালার পেইজ এর সাথে একটা রঙ করা কালার পেইজ ও রয়েছে, যাতে করে আপনি বুঝতে পারেন যে কোথায় কীভাবে রঙ করতে হবে।

যদিও বা আপনি চাইলেই আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ভাবে কালার পেইজটিকে ডিজাইন করতে পারবেন, তবুও কালার সেন্স বলেও তো একটা কথা আছে। বিশৃঙ্খল ভাবে রঙ করলে ছবিটির সৌন্দর্য ফুটে নাও উঠতে পারে। তাই আপনাকে নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই রঙ করা কালার পেইজটি দেওয়া। কালার পেইজ গুলো ডাউন-লোড করতে চাইলে, অবশ্যই আপনাকে প্রথমে কালার পেইজ এর থাম্বনেইল এ ক্লিক করতে হবে। ফলে কালার পেইজটি একটা পেইজ এ ওপেন হবে যেখানে কালার পেইজ এর নিচে ডাউন-লোড চিহ্ন প্রদর্শিত হবে। ডাউন-লোড অপশনে ক্লিক করে ডাউন-লোড করে নিন।

অনেক সময় ডাউন-লোড অপশন দেওয়া থাকেনা। এক্ষেত্রে আপনার কম্পিউটার মাউসের অফিস বাটন অর্থাৎ ডান বাটনে ক্লিক করুন এবং "Save as image" অপশনে ক্লিক করুন এবং সেভ করে নিন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারের যেকোনো জায়গায় অর্থাৎ হার্ড ড্রাইভের পরিচিত ফোল্ডারে ছবিটি সেভ করতে পারেন। ছবিটি JPG ফরম্যাটে সেভ হবে। একবার ছবিটি ডাউন-লোড হয়ে গেলে আপনি সহজেই এটিকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

Art is Fun

অফিসিয়াল ওয়েবসাইট @ Art is Fun

৪. Super Coloring

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আরও একটি চিত্তাকর্ষক ওয়েবসাইট হল Super Coloring। এই ওয়েবসাইটে কালার পেইজের চমৎকার কালেকশন রয়েছে। এই ওয়েবসাইটেও বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত কালার পেইজ রয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি যে ক্যাটাগরি গুলো দেখতে পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ম্যানডালা, প্যাটার্ন, ফেমাস পেইন্টিং, সুগার স্কালস, ফ্লোয়ারস, ডুডল আর্ট, Cars, জেন্টেঙ্গেল ও স্টেইনেড গ্লাস ইত্যাদি। এই ওয়েবসাইটেও যদি আপনি একটি ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন, যে এটি আর বেশ কয়টি সাব-ক্যাটাগরিতে বিভক্ত।

প্রথমে পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন, নিজ ইচ্ছা অনুযায়ী সাব-ক্যাটাগরি নির্বাচন করুন। এখন কালার পেইজ গুলো থাম্বনেইল সহ আপনার সামনে প্রদর্শিত হবে। এখন আপনি যদি এই কালার পেইজ গুলো ডাউন-লোড করতে চান, তাহলে প্রথমে থাম্বনেইল এ ক্লিক করতে হবে। এটি পুরো কালার পেইজটিকে ওপেন করবে এবং নিচে ডাউন-লোড চিহ্ন বা প্রিন্ট করার চিহ্ন প্রদর্শন করবে। এই প্রিন্ট চিহ্নটিতে ট্যাপ করে আপনি তাৎক্ষনিক ভাবে কালার পেইজটি প্রিন্ট করতে পারেন, যদি আপনার কাছে একটা প্রিন্টার থাকে। আর আপনি কালার পেইজটিকে PDF ফরম্যাটে সেভ ও করতে পারবেন এই বাটনে ক্লিক করে। প্রিন্ট বাটনে ক্লিক করা মাত্রই একটা পপ-আপ প্রিন্ট উইন্ডো ওপেন হবে এবং সেখানে অপশন আসবে "Microsoft print to PDF"। এই অপশনটির পরিবর্তে আপনাকে প্রিন্টার এর নাম যুক্ত অপশনটি ব্যবহার করতে হবে। এটি আপনার কালার পেইজটিকে PDF ফরম্যাট এ সেভ করবে।

এছাড়াও আপনি আপনার কম্পিউটার মাউসের অফিস বাটন অর্থাৎ ডান বাটনে ক্লিক করে কালার পেইজটি সেভ করতে পারেন। ডান বাটনে ক্লিক করে "Save as image" অপশনে ক্লিক করুন এবং সেভ করে নিন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারের যেকোনো জায়গায় অর্থাৎ হার্ড ড্রাইভের পরিচিত যেকোনো ফাইলে ছবিটি সেভ করতে পারেন। এক্ষেত্রে ছবিটি JPG ফরম্যাটে সেভ হবে। একবার ছবিটি ডাউন-লোড হয়ে গেলে আপনি সহজেই এটিকে প্রিন্ট-আউট করে ব্যবহার করতে পারবেন।

Super Coloring

অফিসিয়াল ওয়েবসাইট @ Super Coloring

৫. Fave Crafts

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার চমৎকার আর একটি ওয়েবসাইট হল Fave Crafts। এখানে আনুমানিক ৪৩ টির মতো কালার পেইজ আছে। উপরে স্ন্যাপশটে হয়তো কালার পেইজ গুলো দেখতে পারবেন না। কারণ এই ওয়েবসাইটের প্রোপার স্ন্যাপশট নিতে ওয়েবসাইটে সাইন-আপ করতে হয়। কিন্তু আমি ওয়েবসাইটিতে সাইন-আপ করি নি। আমি জাস্ট ওয়েবসাইটটিতে বিচরণ করেছি।

এই ওয়েবসাইটের ওয়েবপেইজ এ কালার পেইজ গুলো শিরোনামের মাধ্যমে লিস্ট করা এবং প্রতিটি শিরোনামের সাথে থাম্বনেইলও রয়েছে এবং থাম্বনেইল গুলোর সাথে সামান্য বিবরণ ও রয়েছে। বর্ণনার নিচে রয়েছে কালার পেইজ ডাউন-লোড বাটন, এটি ব্যবহার করে আপনি কালার পেইজ গুলোকে PDF ফরম্যাট সেভ করতে পারবেন। তাই কালার পেইজ ডাউন-লোড করার জন্য সিম্পলি আপনাকে টাইটেল বা শিরোনামে অথবা থাম্বনেইল এ ক্লিক করতে হবে। তারপর ডাউন-লোড বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি মাউসের ডান বাটনে ক্লিক করেও ইমেজ হিসেবে সেভ করতে পারেন।

Fave Crafts

অফিসিয়াল ওয়েবসাইট @ Fave Crafts

৬. Color with Fuzzy

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার চমৎকার আরও একটি ওয়েবসাইট হল Color with Fuzzy। এটিও কালার পেইজ গুলোকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। উপরের স্ন্যাপশট দেখে হয়তো কিছুটা ধারণা করতে পেরেছেন। এই ওয়েবসাইটটি বিচরণ করার সময় আপনি দেখতে পাবেন আর্কিটেকচারাল কালার পেইজ ও জিও-মেট্রিক কালার পেইজ ইত্যাদি। এগুলোর মোটামুটি ভালোই নান্দনিক কালার পেইজ।

এই ওয়েবসাইটের কালার পেইজ ডাউন-লোড করতে চাইলে, আপনাকে কালার পেইজ এর থাম্বনেইল এ ক্লিক করতে হবে। কালার পেইজটি এবার পুরো উইন্ডোতে ওপেন হবে। এখানে কালার পেইজটির নিচে ডাউন-লোড অপশন দেখতে পাবেন। ডাউন-লোড অপশনে ক্লিক করলে কালার পেইজটি PDF ফরম্যাটে ডাউন-লোড হবে।

এছাড়াও আপনি আপনার কম্পিউটার মাউসের অফিস বাটন অর্থাৎ ডান বাটনে ক্লিক করে কালার পেইজটি সেভ করতে পারবেন। অফিস বাটনে ক্লিক করার পর "Save as image" অপশনে ক্লিক করুন এবং সেভ করে নিন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারের যেকোনো জায়গায় অর্থাৎ হার্ড ড্রাইভের পরিচিত যেকোনো ফোল্ডারে ছবি গুলো সেভ করতে পারেন। এখানে ছবিগুলো JPG অথবা PNG ফরম্যাটে সেভ হবে। একবার সফলভাবে PDF বা JPG তে ইমেজ ডাউন-লোড হয়ে গেলে, কালার পেইজ রঙ করা উপভোগ করার জন্য কালার পেইজটি প্রিন্ট ও করতে পারবেন।

Color with Fuzzy

অফিসিয়াল ওয়েবসাইট @ Color with Fuzzy

৭. Crayola

প্রাপ্ত বয়স্কদের জন্য কয়েকটি চমৎকার কালার পেইজ সংগ্রহ রয়েছে Crayola নামক ওয়েবসাইটে। প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল Crayola। ওয়েবসাইটটিতে কালার পেইজ গুলো, টাইল ফরম্যাটে ভিজিবল থাম্বনেইল সহ লিস্ট করা রয়েছে। স্ন্যাপশটের দিকে খেয়াল করলে, হয়তো এই ব্যাপারটা কিছুটা বুঝতে পারবেন। এখানে প্রতিটি কালার পেইজের থাম্বনেইলের নিচে কালার পেইজটির শিরোনাম দেওয়া থাকে এবং শিরোনামের নিচে কালার পেইজটি কয়বার প্রিন্ট হয়েছে তার সংখ্যা দেওয়া থাকে।

এখন যদি আপনি একটি কালার পেইজ ডাউন-লোড করতে চান, তাহলে প্রথমে কালার পেইজটির থাম্বনেইল বা শিরোনাম এ ক্লিক করতে হবে। তারপর থাম্বনেইলটি পুরো উইন্ডোতে ওপেন হবে এবং সেখানে ছবিটির ডানে প্রিন্ট করার বাটনটি দেওয়া থাকবে। আপনার কম্পিউটারে একটা প্রিন্টার থাকলেই আপনি এটাকে সাথে সাথে প্রিন্ট করে নিতে পারবেন। কিন্তু প্রিন্টার না থাকলে প্রিন্ট বাটনে ক্লিক করে, শুধু ডাউন-লোড করে নিতে পারেন।

যখন প্রিন্ট উইন্ডো আসবে তখন পপ-আপ উইন্ডো থেকে Microsoft print to PDF অপশন হিসেবে প্রিন্টারটির নাম নির্বাচন করতে হবে। এটি করা মাত্রই কালার পেইজটি PDF ফরম্যাটে কম্পিউটারে সেভ হবে। পরে প্রিন্ট করে কালার পেইজটি আনন্দ সহকারে রঙ করুন এবং রঙ করাটাকে উপভোগ করুন।

Crayola

অফিসিয়াল ওয়েবসাইট @ Crayola

৮. Get Coloring Pages

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার চমৎকার আর একটি ওয়েবসাইট হল Get Coloring Pages। এই ওয়েবসাইটের কালার পেইজ গুলো লিস্ট আকারে সজ্জিত এবং এ বিষয়টা হয়তো আপনি উপরের স্নাপশটে খেয়াল করে থাকবেন। এই ওয়েবসাইটের কালার পেইজ গুলো ভিজি-বল থাম্বনেইল সহ টাইল্ড ফরম্যাটে লিস্টের অন্তর্ভুক্ত। এই ওয়েবসাইটের ও কালার পেইজ ডাউন-লোড করতে চাইলে, প্রথমে কালার পেইজ এর থাম্বনেইল এ ক্লিক করতে হয়।

থাম্বনেইল এ ক্লিক করলে এটি নতুন উইন্ডোতে পুরোপুরি ওপেন হয়। এখানে আপনি ছবিটি প্রিন্ট ও ডাউন-লোড করার অপশন দেখতে পাবেন। পছন্দ অনুযায়ী প্রিন্ট অথবা ডাউন-লোড করে নিন। ছবিটির নিচে থেকে আপনি এই ওয়েবপেইজটিকে রেট ও করতে পারবেন। ডাউন-লোড বাটনে ক্লিক করলে, কালার পেইজটি JPG ফরম্যাটে ডাউন-লোড হবে। তারপর রঙ করা উপভোগ করতে চাইলে, আপনি জাস্ট ছবিটি প্রিন্ট করে নিবেন। তারপর প্রিন্ট কালার পেইজ এ ইচ্ছা অনুযায়ী রঙ করুন এবং প্রফুল্লতা উপভোগ করুন।

Get Coloring Pages

অফিসিয়াল ওয়েবসাইট @ Get Coloring Pages

৯. Monday Mandala

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল Monday Mandala। এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন অসংখ্য কালার পেইজ। এবং এই কালার পেইজ গুলোর নাম Mandala কালার পেইজ। অর্থাৎ, এই পুরো ওয়েবসাইটটা চমৎকার এই Mandala ডিজাইন এ তৈরি। রঙের কারণেই Mandala বেশ জনপ্রিয় নাম হয়ে উঠছে। এইখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন যুক্ত কালার পেইজ দেখতে পাওয়া যায় এবং এগুলোর অধিকাংশই বৃত্তাকার। উপরের স্ন্যাপশট খেয়াল করলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। এই ওয়েবসাইটে অসংখ্য কালার পেইজ এর মধ্যে আপনি যদি কোনটিতে রঙ করতে উৎসুক হন তাহলে সেটা ডাউন-লোড করে নিয়ে নিতে পারবেন।

একটা Mandala কালার পেইজ ডাউনলোড করার জন্য, আপনি প্রথমে কালার পেইজ এর থাম্বনেইল এ ক্লিক করুন। এরপর Mandala কালার পেইজটি পুরো উইন্ডোতে খুলবে এবং ছবিটির ডান পাশে দুটি ক্লিক বাটন প্রদর্শিত হবে। প্রথম বাটনটি হল PDF ফরম্যাটে কালার পেইজটিকে ডাউন-লোড করার জন্য। এবং দ্বিতীয় বাটনটি হল কালার পেইজটিকে শেয়ার এবং ইমেইল করার জন্য। ডাউন-লোড বাটনে ক্লিক করুন এবং PDF ফরম্যাটে কালার পেইজটিকে কম্পিউটারে সেভ করুন। ব্যবহারের পূর্বে প্রিন্ট-আউট করে ব্যবহার করুন এবং রঙ করার সময় উপভোগ করুন প্রফুল্লতা।

অনেক সময় ডাউন-লোড অপশন প্রদর্শিত হয় না। সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার মাউসের অফিস বাটন অর্থাৎ, ডান বাটনে ক্লিক করে কালার পেইজটি সংরক্ষণ করতে পারবেন। অফিস বাটনে ক্লিক করার পর "Save as image" অপশনে ট্যাপ করুন এবং সেভ করে নিন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারের যেকোনো জায়গায় অর্থাৎ, ড্রাইভের পরিচিত যেকোনো স্থানে ছবি গুলো সেভ করতে পারবেন।

Monday Mandala

অফিসিয়াল ওয়েবসাইট @ Monday Mandala

১০. Trail of Colors

প্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আর একটি ওয়েবসাইট হল Trail of Colors। এই ওয়েবসাইটে কালার পেইজ গুলো টাইল ফরম্যাটে সজ্জিত থাকে। এই ওয়েবসাইটে কালার পেইজ গুলোও বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে থাকে। এই ওয়েবসাইটে ক্যাটাগরি গুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্যাটাগরি হল Turtle কালার পেইজ, বাটার-ফ্লাই কালার পেইজ এবং Quote কালার পেইজ ইত্যাদি। আপনি যখন একটা কালার পেইজ এর থাম্বনেইল এ ক্লিক করবেন তখন কালার পেইজটি পুরোটা ওপেন হবে এবং এখাননে কালার পেইজটি সম্পর্কে একটি বর্ণনা লেখা থাকবে।

আপনি স্ক্রল ডাউন করতে করতে নিচে গেলে কালার পেইজটি ডাউন-লোড করার লিংক দেখতে পাবেন। লিংকটিতে ক্লিক করা মাত্রই এটি PDF ফরম্যাটের নতুন ট্যাব খুলবে। এখান থেকে আপনি PDF টাকে কম্পিউটারে সেভ দিতে পারবেন।

তাছাড়াও আপনি আপনার কম্পিউটার মাউসের অফিস বাটন অর্থাৎ ডান বাটনে ক্লিক করে কালার পেইজটি সেভ করতে পারেন। অফিস বাটনে ক্লিক করার পর "Save as image" অপশনে ক্লিক করুন এবং সেভ করে নিন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারের যেকোনো জায়গায় অর্থাৎ হার্ড ড্রাইভের পরিচিত যেকোনো ফাইলে ছবিটি সেভ করতে পারবেন। ছবিটি JPG ফরম্যাটে সেভ হবে। একবার সফলভাবে PDF বা JPG ইমেজ ডাউন-লোড হয়ে গেলে, কালার পেইজ উপভোগ করার জন্য কালার পেইজটি প্রিন্ট ও করতে পারবেন। এখানে ছবিটি সম্পর্কে বেশ কিছু ডি-টেইলসও আপনি দেখতে পাবেন যেমন- ডাউন-লোড সংখ্যা, ভিউ সংখ্যা ও লাইক সংখ্যা ইত্যাদি।

Trail of Colors

অফিসিয়াল ওয়েবসাইট @ Trail of Colors

পরিশেষে

এই ছিল দুর্দান্ত ও সেরা ১০ টি ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আপনি প্রাপ্তবয়স্কদের জন্য প্রিন্টে-বল কালার পেইজ ডাউন-লোড করতে পারবেন। এগুলোতে রঙ করার মজা নিতে চাইলে অবশ্যই আপনাকে কালার পেইজ গুলো ডাউন-লোড করে প্রিন্ট করতে হবে। আপনি চাইলে এই মজাদার কাজটি আপনার বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন। অথবা আপনি যদি আপনার ছাত্রদের নতুন কিছু দেখাতে চান, তাহলে তাদের সাথেও শেয়ার করতে পারেন। এটা করলে আপনার স্ট্রেস কমে যাবে এবং শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে। তাই আপনি যদি কাজ করতে করতে স্ট্রেস ও অস্বস্তি বোধ করেন, তাহলে কালার পেইজ এ রঙ করা ব্যাপারটা ট্রাই করে দেখতে পাবেন। আমার দৃঢ় বিশ্বাস এটি করার সময় আপনি অবশ্যই প্রফুল্লতা অনুভব করবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশাকরি বুঝতে পেরেছেন। কোন কিছু অস্পষ্ট থাকলে টিউমেন্ট করে আমাকে জানাবেন। আমার টিউন গুলো পড়তে ইচ্ছুক হলে অবশ্যই আমাকে ফলো দিবেন। নিজের খেয়াল রাখুন, আপনজনদেরও খেয়াল রাখুন। সুস্থ থাকুন, আনন্দিত থাকুন। আল্লাহ হা-ফেজ।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস