Adobe Presenter 7 – প্রেজেন্টসনে দিন নতুন চমক

Adobe Presenter হচ্ছে Presentation তৈরি করার জন্য Adobe এর একটি অসাধারন সফট। যা মূলত মাইক্রোসফট অফিশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাথে একটি প্লাগইন্স এর মত কাজ করে।  Adobe Presenter ইন্সটল থাকলে  মাইক্রোসফট অফিশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি Adobe Presenter নামে নতুন আরেকটা মেনু পাবেন যা দেখতে নিচের মতঃ

এখানে আপনি অনেক গুলো অপশন পাবেন যা দিয়ে আপনার প্রেজেন্টেশনকে আকর্শনীয় করে তৈরি করতে পারবেন। যেমন অডিও, ভিডিও যোগ করা। এগুলোকে এডিট করা সহ অনেক গুলো অফশন।

সবচেয়ে বড় যে সুবিদা তাহচ্ছে Flash ফাইলে রুপান্তরিত করা। অর্থাৎ আপনার প্রেজেন্টেশনকে Flash ফাইলে রুপান্তরিত করে যেকোন ওয়েবসাইটে প্রকাশ করতে পারবেন যা আপনার ব্যাক্তিগত ব্লগ/সাইট বা পাবলিক ব্লগ/সাইট যাই হোক না কেন।

যারা টিউটোরিয়াল লিখে থাকেন তারা সহজেই কিছু স্লাইড তৈরি করে সাথে অডিও যুক্ত করে এবার ফ্লাসে রুপান্তরিত করে সবার সাথে আরো সহজেই এবং আকর্শনীয় রুপে টিউটোরিয়াল গুলো শেয়ার করতে পারেন। যা ভিডিও টিউটোরিয়াল থেকেও সহজ এবং বহন যোগ্য হবে এবং পরবর্তীতে আবার ইচ্ছে মত এডিট যোগ্যা।

আর যারা ফ্লাসের কাজ শিখতে চান কিন্তু কঠিন মনে করে শিখতে পারেন না তারা সহজেই এখানে স্লাইডে প্রয়জনীয় তথ্য দিয়ে তার পর ফ্লাস ফাইলে রুপান্তর করে নিতে পারবেন।

চিন্তা করছেন কাজ করা কঠিন? নাহ! মোটেও না। আপনি যদি মাইক্রোসফট অফিশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করে থাকনে তাহলেই পারবেন।

ব্যাবহার করে দেখতে চাইলে এডোবি সাইট থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। এখানে গেলে ওয়েব ইন্সটলার পাবেন।

আর ইচ্ছে করলে মিডিয়াফায়ার থেকে ফুল Adobe Presenter 7 ডাউনলোড করে নিতে পারেন।

ফুল ভার্সন করার জন্য এখান থেকে সিরিয়াল কী ডাউনলোড করে ফুল করে নিন। কিভাবে কি করতে হবে তা ইন্সট্রাকশন ফাইলে বলে দেওয়া আছে।

আপনারা যদি দেখতে চান কেমন না কেমন হবে এই Adobe Presenter দিয়ে প্রেজেন্টেশন তৈরি করলে তাদের জন্য হচ্ছে গুগল ওয়েব মাস্টার টিউটোরিয়ালের এই লিঙ্কটা। এখানে দেখতে পাবেন কত সুন্দর ভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায় Adobe Presenter দিয়ে। আর যারা ওয়েব ডেভলপিং করেন বা করতে চান তারা ও কিছু গূরুত্ত পূর্ন বিষয় সম্পর্কে জেনে আসতে পারবেন এখানে গেলে যা Adobe Presenter দিয়ে তৈরি করা।

কিভাবে কি করবেন তার জন্য ডাউনলোড করে ইন্সটল করার সময় Adobe Presenter 7 User Guide নামক একটি পিডিএফ পাবেন। সাথে পাবেন Adobe Presenter Sample নামক আরেকটি ফাইল। যেখানে একটি সিম্পল প্রেজেন্টেশন করে দেখানো আছে।

ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

আর প্রযুক্তির ব্লগ টেকটুইটস থেকে ও ঘুরে আসতে পারেন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভালো জিনিস…………..শেয়র করার জন্য ধন্যবাদ জাকির ভাই

ধন্যবাদ

ধন্যবাদ জাকির ভাই… 😀

চমৎকার কাজের জিনিস। সময় উপযোগী এটাই খুঁজতে ছিলাম।
ধন্যবাদ

    অফিস 2010 এ setup হচ্ছে না।

    এটা তো সাধারন সফট গুলোর মত সেট আপ হবে। আর পাওয়ার পয়েন্ট খুললে নতুন আরেকটা মেনু পাবেন।

Level 0

অনেক ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

master এর লিঙ্ক কাজ করেনা

full dload দিলাম

Serial পায়নি। কি যেন একটা দিলেন আমার কম্পিউটার কোন নড়াছড়া করেনা।

কি দিলেন ভাই কোনটাতে কাজ করে না। সামনে লিখলে ভাল করে লিখবেন। ফালতু কমেট দিয়ে আমাদের সময় নষ্ট করবেন না।ধন্যবাদ

    ভাই, আমি ব্যবহার করছি।
    চেষ্টা করুন।

Level 0

আসসালামোআলাইকোম
আমার Data Structure & Discrete mathematics এর কিছু বই এর পয়ুজন

খুব ভাল ……।।

দারুন হয়েছে জাকির ভাই।সময় করে শিখে নিব।ধন্যবাদ।

ভাল জিনিস শেয়ার করলেন,অনেক অনেক ধন্যবাদ জাকির ভাই।

airokom aita tune e khujcilam, peyegalam, akhon dakhi ata amake help kore kina!!

Level 0

Jakir vai ami office 7 use kori. ami adobe presenter ti use korechi kin to ekhon are use korte parchi na. amar mone hoy license key lagbe. somadan chay.
[email protected]

ভাই, এটি office 2010 তে কাজ করে না।