সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমি অভ্র দিয়ে লিখি, তাই ভুল হলে ক্ষমা করবেন। আমি টেকটিউনে নতুন। তাই তাই ভাল টিউন কি ভাবে করতে হয় জানি না। আপনারা পাশে থাকলে শিখে ফেলব। যাই হোক আর কথা বারাব না, এবার কাজের কথায় আসি। আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও প্লেয়ার নিয়ে কথা বলব।
আপনারা অনেকেই অনেক ভিডিও প্লেয়ার ব্যাবহার করে থাকেন। কিন্তু আমি অনেক দিন থেকে একটা প্লেয়ার ব্যাবহার করি যেটার নাম এম পি সি স্টার (টাইগার) প্লেয়ার। অনেকে হয়ত ব্যাবহার করেছেন কিন্তু যারা করেন নি তাদের জন্য। তারা একবার ব্যাবহার করেই দেখুন কেমন? এটি সব ধরনের ভিডিও চালাতে পারে।
ডাউনলোড লিঙ্কঃ
http://www.brothersoft.com/mpcstar-61657.html
এটি ফ্রী। তাই কোনো সিরিয়াল কী লাগবে না।
তো দেরি কেন? ঝটপট ডাউনলোড করুন।
পোস্টটি কেমন লাগলো জানাবেন। আগে কেউ এটা নিয়ে পোস্ট করলে আমাকে মাফ করবেন।
আমি arjony। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউন চালিয়ে যান……তবে এরপর থেকে স্ক্রীনশর্টসহ আরও বিস্তারিত লেখার চেষ্টা করবেন