ফ্রিল্যান্সিং শেখার ও করার খুবই চমতকার একটি ইবুক “নাদেখলে মিস করবেন, সত্যিই”

আচ্ছালামু আলাইকুম। ইন্টারনেটে আমরা প্রায় সকলেই ফ্রিল্যান্সিং করে কমবেশি কর্থ উপর্জন করতে চাই। কিন্তু বাস্তবে কত জন সফল হই? মাত্র ২০%। তাহলে ৮০% ইউজারই সফল হন না। সফল না হবার পেছনের মূল কারন হচ্ছে এলোমেলো ভাবে সামের দিকে আগানো। আমি আজ আপনাদের সাথে একটি ইবুক এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং এর অনেক গুরুত্ব পূর্ন তথ্য পাবেন। এই বইটি আপনাকে নিশ্চয়তা দেয় যে, A টু z এই বইটি পড়লে আপনি যে কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে কাজ পাবেনই। ভয়পাবার কিছুনেই কারন এ বইটি খুবই ছোট কিন্তু বাস্তব আলোচনার নিড়ীখে বিশদ। এটি ইংলিশ হলেও খুব সহজ উপস্থাপনার জন্য সবাই ই এটা পড়তে পারেন। আর যারা ফ্রিল্যান্সিং করে দু একটি কাজ পেয়েছেন তারা পেতে পারেন আরও বেশি কাজ কিভাবে পাওয়া যায় তার উপর চমতকার সব লেখা। তাই এ বইটি ফ্রিল্যান্সিং জগতে নবীন এবং প্রবীন সবার জন্যই ১০০% উপযোগী একটি বই। তাই দেরিনা করে আপনার কপিটি এখই ডাউনলোড করেনিন।

ডাউনলোড লিংক

http://www.mediafire.com/?24yca23zeafafzw

মডারেটর কর্তৃক লিঙ্ক আপডেট করে দেয়া হয়েছে... - মডারেটর

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

পড়ে দেখি হতে পারি কিনা………………।। না পারলেও ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ভাই ফাইলটিতে ভাইরাসর সমস্যা আছে !

আর একটি কথা মনে পড়ল, বিঙ্গাপন দেখে (জৈনক এক লেখকের ) "ইন্টারনেটে অর্থ আয়ের কৌশল" নামক একটি বই ,ওভার ফোনে (বিঙ্গাপনের প্রলভনে পড়ে) বুক করেছিলাম ….বইটির গায়ের দাম ৫৫০টাকা ,

(কেরীখরচ ১১৫টাকা. অনুষাঙ্গিক খরচ ৪০টাকা সর্বমোট দাম পড়েছিল ৭০৫টাকা )
বইটির যে অবস্থা তাতে বাজার মূল হবে সর্বচ্চো ৮০/১০০টাকা সাথে একটি সিডি ফ্রী ছিল।

যাই হোক বাসাতে নিয়ে এসে দেখি অত্যন্ত নিম্ন মানের বই আর বইটির শিরনামের সাথে ১% ও মেলে নাই ….আর সিডিতে ইউটিউব থেকে কিছু ভিডিও ডাউনলোড করে রাখছে (ফ্রী লান্সারের উপর,) অতএব ১০০% প্রতারনার শিকার হলাম ।।

যাই হোক এতোক্ষুন বকবক করার কারন হলে টেকি ভায়েরা অনেক আপডেট তার পরও বলছি বিঙ্গাপনের প্রলভনে পড়ে কেউ এরকম প্রতারনা স্বিকার হবেন না ।

আর এই (টিউনকৃত)বইটি খুবই কার্যকারী , সাবাইকে ধন্যবাদ।।

    @eng.prince : আপনার সাথে ১০০% সহমত। বই পড়ে কি আর ফ্রিল্যান্সার হওয়া যায়।
    আর ডাউনলোড দিতে গেলে ভাইরাস দেখায়। তাই ডাউনলোড করতে পাড়লাম না।

    এখান থেকে সরাসরি পিডিএফ নামিয়ে নিন, ভাইরাস মুক্ত… http://www.mediafire.com/?24yca23zeafafzw

►►►virus problem

Virus problem…
MR. হাশমী বিন মোস্তফা why ebook is .exe file

Thank for share.try korbo

Via
Wall Post A Oi Tara da ke
ha ha

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমি একজন নতুন ফ্রিলান্সার। ওডেস্কে কাজ করছি ২ মাস হলো। ইতিমধ্যে আমার একাউন্টে ৩০০ ডলার জমা হয়ে গেছে। কিন্তু আমার একাউন্ট এখনো ভেরিফাই করা হয়নি, কারন আমার কোন ভোটার আইডি কার্ড নাই। এখন টাকা তুলবো কি করে বুঝতে পারছি না। কারণ আমার কোন ব্যাংক একাউন্ট নেই। ব্যাংক একাউন্ট করতে গেলে ও ভোটার আইডি কার্ড লাগে। এদিকে আমার টাকাটা খুব তাড়াতাড়ি তুলতে হবে। আমি কি অন্য কারোর ব্যাংক একাউন্ট দিয়ে টাকা তুলতে পারবো? এর জন্য কতদিন সময় লাগতে পারে?