টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন ধরেই টেকটিউনসের সাথে আছি কিন্তু কখনও টিউন করা হয় নি, সত্যি কথা কি সাহস হয়ে উঠেনি। আজকে করে ফেললাম। বিশ্বাস রাখি টিউনার ভাইদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবো। প্রথম টিউন হিসেবে যে কোন ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার টিউনটি হচ্ছে HTC Home এই গেজেটটি নিয়ে। এর আগে এটা নিয়ে কেউ টিউন করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে টেকটিউনসে সার্চ করে আমি কিছু পাইনি। আমি অনেক টিউনারদের স্ক্রীন শটে এই গেজেটটি দেখেছি তাই যাদের নেই তাদের জন্যই এই টিউন।
HTC Home গেজেটটি সাধারণত htc মোবাইল এ পাওয়া যায় তবে এটি উইন্ডোজ ৭ এবং ভিস্তাতেও সাপোর্ট করে। অসাধারণ এই গেজেটটি ঘড়ি ও আবহাওয়া তথ্য নিয়ে। এক পলক দেখেই নিন না।
এখন বলে দেই কিভাবে করবেন। প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে। নাম দেয়া আছে HTC Home Apis। ডাউনলোড করে ইন্সটল করার পর আপনার ডেস্কটপ এ ঘড়ি ও আবহাওয়া এই দুইটি আইকন পাবেন।
photos টা বাদ দিয়ে দেন কারন ভাল লাগবে বলে মনে হয় না। আমার লাগে নি। প্রথমে আসি ঘড়ি সেটিংস্ এ। clock.exe ডাবল ক্লিক করলে নিচের ছবিটি আসবে।
এর উপর রাইট মাউস ক্লিক করে অপশন এ যান। এই ছবিটি পাবেন।
এবার use non specific time সিলেক্ট করে টাইম জোন বক্স থেকে ঢাকা সিলেক্ট করুন। show icon on taskbar এর টিক চিহ্ন তুলে দিন। একটু নিচে দেখবেন autostart নামে একটি বক্স আছে এবং সেটি সিলেক্ট করুন। এবার weather অপশন এ গেলে নিচের ছবিটির মত পাবেন।
এবার আপনার location সেট করে নিন, যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। এখানে আরও অনেক অপশন আছে যা আপনারা নিজেরাই খুব সহজে সেট করে নিতে পারবেন। এবার আসি পাশের style অপশন এ। এইখানে ক্লিক করলে আপনি নিচের ছবিটার মত পাবেন। সেখান থেকে আপনার যে স্টাইল ভালো লাগে সেটাই সিলেক্ট করে নেন।
সব ঠিকঠাক মত হয়ে গেলে ডেস্কটপ এ আপনার গেজেটটি এমন দেখাবে।
এবার আসি আবহাওয়া weather.exe গেজেটটি নিয়ে। আগের মতো ইন্সটল করে রাইট ক্লিক করে অপশন এ যান এবং লোকেশান সিলেক্ট করুন। style অপশন থেকে নিজের ইচ্ছে মতো সিলেক্ট করুন। যেমন
সবশেষে এবার এই দুটি গেজেট আপনার ডেস্কটপ এ এমন দেখাবে।
যদি আপনি এই গেজেট দুটি একসাথে রাখতে চান তাহলে weather গেজেট বন্ধ করে দিন এবং clock এর উপর রাইট মাউস ক্লিক করে show forecast bar সিলেক্ট করে নিন। এমনকি style অপশন এ যেয়ে ইচ্ছেমত স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন কেমন লাগে
আমার ল্যাপটপে গেজেটটি দেখতে এই রকম।
এই হল আপনার প্রথম টিউন যদি গেজেটটি কারও ভাল লেগে থাকে তাহলেই আমার সব আনন্দ। ইন্সটল করুন আর রাঙিয়ে তুলুন আপনার কম্পিউটারকে। পরিষ্কার আকাশ কিংবা মেঘলা দিন যাই হক না কেন এটি আপনার কম্পিউটারকে বাইরের আবহাওয়ার মতোই করে তুলবে।
আমি লিঙ্ক attached/rename করতে ভাল পারিনা, চেষ্টা করেছি তাও যদি উপরের ডাউনলোড লিঙ্কের মাধ্যমে সফটওয়্যারটির মূলপেজ এ না যাওয়া যায় তাহলে একটু কষ্ট করে google এ " HTC Home" লিখে সার্চ দিবেন। ইনশাল্লাহ প্রথম লাইনেই পেয়ে যাবেন।
প্রচুর ভুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, আশা করি টেকটিউনসের বন্ধুরাই তা শুধরে দিতে সাহায্য করবে। সবাই ভাল থাকবেন। সবসময়।
আমি জাবেদ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"I will be the one"
valo likhsen, prio te rakhlam.