উইন্ডোজ ৭ এর জন্য আমার দেখা খুব সুন্দর একটি গেজেট

টেকটিউনসের সবাইকে  শুভেচ্ছা। অনেক দিন ধরেই টেকটিউনসের সাথে আছি কিন্তু কখনও টিউন করা হয় নি, সত্যি কথা কি সাহস হয়ে উঠেনি। আজকে করে ফেললাম। বিশ্বাস রাখি টিউনার ভাইদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবো। প্রথম টিউন হিসেবে যে কোন ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার টিউনটি হচ্ছে HTC Home এই গেজেটটি নিয়ে। এর আগে এটা নিয়ে কেউ টিউন করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে টেকটিউনসে সার্চ করে আমি কিছু পাইনি। আমি অনেক টিউনারদের স্ক্রীন শটে এই গেজেটটি দেখেছি তাই যাদের নেই তাদের জন্যই এই টিউন।

HTC Home গেজেটটি সাধারণত htc মোবাইল এ পাওয়া যায় তবে এটি উইন্ডোজ ৭ এবং ভিস্তাতেও সাপোর্ট করে। অসাধারণ এই গেজেটটি ঘড়ি ও আবহাওয়া তথ্য নিয়ে। এক পলক দেখেই নিন না।

এখন বলে দেই কিভাবে করবেন। প্রথমে ডাউনলোড করে নিন এখান থেকে। নাম দেয়া আছে HTC Home Apis। ডাউনলোড করে ইন্সটল করার পর আপনার ডেস্কটপ এ ঘড়ি ও আবহাওয়া এই দুইটি আইকন পাবেন।

photos টা বাদ দিয়ে দেন কারন ভাল লাগবে বলে মনে হয় না। আমার লাগে নি। প্রথমে আসি ঘড়ি সেটিংস্‌ এ। clock.exe  ডাবল ক্লিক করলে নিচের ছবিটি আসবে।

এর উপর রাইট মাউস ক্লিক করে অপশন এ যান। এই ছবিটি পাবেন।

এবার  use non specific time সিলেক্ট করে টাইম জোন বক্স থেকে ঢাকা সিলেক্ট করুন। show icon on taskbar এর টিক চিহ্ন তুলে দিন। একটু নিচে দেখবেন autostart  নামে একটি বক্স আছে এবং সেটি সিলেক্ট করুন।  এবার weather অপশন এ গেলে  নিচের ছবিটির মত পাবেন।

এবার আপনার location সেট করে নিন, যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। এখানে আরও অনেক অপশন আছে যা আপনারা নিজেরাই খুব সহজে সেট করে নিতে পারবেন। এবার আসি পাশের style অপশন এ। এইখানে ক্লিক করলে আপনি নিচের ছবিটার মত পাবেন। সেখান থেকে আপনার যে স্টাইল ভালো লাগে সেটাই সিলেক্ট করে নেন।

সব ঠিকঠাক মত হয়ে গেলে ডেস্কটপ এ আপনার গেজেটটি এমন দেখাবে।

এবার আসি আবহাওয়া weather.exe গেজেটটি নিয়ে। আগের মতো ইন্সটল করে রাইট ক্লিক করে অপশন এ যান এবং লোকেশান সিলেক্ট করুন। style অপশন থেকে নিজের ইচ্ছে মতো সিলেক্ট করুন। যেমন

সবশেষে এবার এই দুটি গেজেট আপনার ডেস্কটপ এ এমন দেখাবে।

যদি আপনি এই গেজেট দুটি একসাথে রাখতে চান তাহলে weather গেজেট বন্ধ করে দিন এবং clock এর উপর রাইট মাউস ক্লিক করে show forecast bar সিলেক্ট করে নিন। এমনকি style অপশন এ যেয়ে ইচ্ছেমত স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন কেমন লাগে

আমার ল্যাপটপে গেজেটটি দেখতে এই রকম।

এই হল আপনার প্রথম টিউন যদি গেজেটটি কারও ভাল লেগে থাকে তাহলেই আমার সব আনন্দ। ইন্সটল করুন আর রাঙিয়ে তুলুন আপনার কম্পিউটারকে। পরিষ্কার আকাশ কিংবা মেঘলা দিন যাই হক না কেন এটি আপনার কম্পিউটারকে বাইরের আবহাওয়ার মতোই করে তুলবে।

আমি লিঙ্ক attached/rename করতে ভাল পারিনা, চেষ্টা করেছি তাও যদি উপরের ডাউনলোড লিঙ্কের মাধ্যমে  সফটওয়্যারটির মূলপেজ এ না যাওয়া যায় তাহলে একটু কষ্ট  করে google এ " HTC Home" লিখে সার্চ দিবেন। ইনশাল্লাহ প্রথম লাইনেই পেয়ে যাবেন।

প্রচুর ভুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, আশা করি টেকটিউনসের বন্ধুরাই তা শুধরে দিতে সাহায্য করবে। সবাই ভাল থাকবেন। সবসময়।

Level 0

আমি জাবেদ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"I will be the one"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo likhsen, prio te rakhlam.

ভালো হয়েছে……………চালিয়ে যান……………ধন্যবাদ

এইটা নিয়া আমার টিউন করার খায়েশ ছিলও, আপনি আমার আগে কইরা ফালাইলেন, যাউক আমি বোধহয় এতো সুন্দর করে লিখতে পারতাম না 🙂

    টিপু ভাই আপনি দারুন একজন টিউনার। আপনার কথায় সাহস পেলাম। অনেক ধন্যবাদ

আপনাকে স্বাগতম। সামনে আরও টিউন চাই।

আর হাঁ আপনার এই টিউনটি ভাল হয়েছে।

Thank You Viya….

প্রথম টিউন হিসাবে যথেষ্ট ভাল। চালিয়ে যান।

অনেক ধন্যবাদ বিপু ভাইকে। সবসময় পাশে চাই।

গেজেটটা দারুন লাগল।
ধন্যবাদ।
এগিয়ে যান।

    সাইফুল ভাই আপনি আমার ভীষণ ভীষণ প্রিয় একজন টিউনার। আমার প্রথম টিউনে আপনাকে দেখে নাচতে মন চাচ্ছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

Level 0

টিটিতে স্বাগতম,
লেখা ভালো
এগিয়ে যান।

    পাশে থাকবেন মিঠু ভাই। আপনার লেখা গুলো সবসময় পড়া হয়। অনেক ধন্যবাদ।

Level 0

so many thanks

ধন্যবাদ।ভালো হয়েছে.

গেডগেট টা অনেক সুন্দর।ধন্যবাদ শেয়ারের জন্য।টেকটিউনস পরিবারে স্বাগতম।

Vai ami ata use korsi, Ottonto faltu jinish. But post ta sundor hoyse.

    ধন্যবাদ শুভ ভাই। আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি।

    vai duidin age ata forcast korse Sylhet er akash pura fokfoka thakbe, surjo utbe , but saradin bristi hoise. Ay rokom nana problem kore.
    Tai uninstall korsi. 🙁

ভাইয়া এইটা XP তেও ইউজ করা যায় । অনেক দিন আগে টিটি তে এই নিয়ে একটা টিউন হয়ে ছিল । জিনিস্টা আসলেই জোস ।আমি তখন থেকেই ইউজ করি । ধন্যবাদ অনেকের কাজে লাগবে ।

    এটা নিয়ে যদি টিটি তে আগে টিউন হয়ে থাকে তাহলে আমি সরি রাজিব ভাই। আমি সার্চ দিয়েছিলাম কিন্তু পাইনি। আমার ভুল হতে পারে। আর যিনি টিউন টা করেছিলেন উনার কাছেও সরি। উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

হুম… ভাল জিনিস ..

http://www.htchome.org/gvYGB

অনেকদিন থেকেই ব্যবহার করছি। দারুণ এতটা গ্যাজেট। আপনার টিউনটাও চমৎকার হয়েছে। আমি শুধু Clock টাই ব্যবহার করি, তাতে clock + weather দু'টাই পাওয়া যায়।

<span style="text-decoration: underline;"><strong>এখানে ছোট আরেকটি জিনিস যোগ করতে চাই। তা হলঃ</strong></span>

— গ্যাজেটের মধ্যে আবহাওয়ার এনিমেটেড দৃশ্য দেখতে চাইলে <a href="http://www.htchome.org/yOwpU&quot; target="_blank">এডঅনটা</a> ইনস্টল করে নিন। চমৎকার একটি জিনিস, বাইরে বৃষ্টি হলে আপনার ডেস্কটপেও বৃষ্টি পড়বে, বিদ্যুৎ চমকবে।

    সরি, HTML ট্যাগগুলো ঠিকমত আসল না, তাই আবার দিলামঃ

    অনেকদিন থেকেই ব্যবহার করছি। দারুণ এতটা গ্যাজেট। আপনার টিউনটাও চমৎকার হয়েছে। আমি শুধু Clock টাই ব্যবহার করি, তাতে clock + weather দু'টাই পাওয়া যায়।

    এখানে ছোট আরেকটি জিনিস যোগ করতে চাই। তা হলঃ

    — গ্যাজেটের মধ্যে আবহাওয়ার এনিমেটেড দৃশ্য দেখতে চাইলে এডঅনটা ইনস্টল করে নিন। চমৎকার একটি জিনিস, বাইরে বৃষ্টি হলে আপনার ডেস্কটপেও বৃষ্টি পড়বে, বিদ্যুৎ চমকবে।

    এডঅন ডাউনলোড লিংকঃ http://www.htchome.org/yOwpU

    পথিক ভাইকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    ভাই আপনার দেয়া ফাইলটা ওপেন করব কিভাবে ? ওপেন করতেই তো পারতেছি না,Install দিবো কিভাবে ? File এর টাইপ হল HHPACK File . কিভাবে কি করব একটু বলে দিলে ভাল হয় ।

Level 0

Tune ta onek gochano ar chorom hoise…
but badluck amar!
install korar poro kaj kortese na!
🙁
Microsoft.Net 4 version lagbe….:-(

    আমারও মনটা খারাপ হয়ে গেল। উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

টিউনটা অনেক সুন্দর হয়েছে কিন্তু গেজেট টার সাইজ এত বড় কেনো ?!!!!
৯.২৮ মেগা !!!
আর এডনটা ২০ মেগা !!!!!!!

    সুন্দর জিনিস একটু বড়ই হয়….

    শ্যাম ভাইকে সুন্দর করে একটা ধন্যবাদ। একটু কষ্ট করে নামিয়ে নিন। দেখবেন ভালো লাগবে।

    একদম খাটি কথা @ইশতিয়াক ভাই

    গেজেট টা নামিয়েছি কিন্তু এডন টা নামাতে সাহস পেলাম না |ব্যান্ডউইথ প্রায় শেষের পথে তো তাই |সামনের মাসে মনে থাকলে নামিয়ে ফেলব | কী জেন হয়েছে কিছু মনে রাখতে পারিনা |
    :'(
    দোয়া করবেন যেনো মনের রাখার শক্তিটা ফিরে আসে |

ধন্যবাদ। সাহস করে টিউন করার জন্য।

প্রথম টিউনটাই চমৎকার করেছেন…চালিয়ে যান 🙂

Zabed,Great job!!!!!!!!!!!!
1st tune hisabe onek valo hoyase.
keep it up.We want more from U in the future.

Zabed,Great job!!!!!!!!!!!!
1st tune hisabe onek valo hoyase.
keep it up.We want more from U in the future.

টাইটেল দেখে এক পলকেই মনের মধ্যে একটা পপ- আপ আসল "জাবেদ" এর lappy তে এইটা অনেক আগেই দেখছি । দোস্ত , টিউন এর ভেতরে ঢুকে টাশকী খাইলাম তোমারে দেখে। অনেক গুছানো টিউন। Keep it up bro.

চরম গেজেট ……

ভাইয়া ………অতি সুন্দর টিউন করার জন্য অনেক ধন্যবাদ…………………আপনার desktop এ dock software এর নাম কি……(ছবিতে quick links আর softwares)
জানালে উপকৃত হব।

    প্রান্তিক ভাইকে ধন্যবাদ। আপনি যেটার কথা বলছেন টা হচ্ছে fences. এটা একটা desktop customization software. নিচের লিঙ্কটা থেকে নামিয়ে নিন। http://www.filehippo.com/search?q=fences

Level 0

সুন্দর করে লিখার জন্য ধন্যবাদ।আমিও 7 ব্যবহার করি।দেখি কেমন হয়।

Level 0

ফাইন তো ! আঙ্গুল উচাইলাম 🙂

অনেক সুন্দর করে গোছায়ে লিখেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

ভাই, application supplier মানে আপনার সাথে যোগাযোগ করতে বলে। Open হয়না।

    ভাই আমি এখন চেক করে দেখলাম, কোন সমস্যা তো দেখলাম না। আপনি বোধহয় add on টা ডাউনলোড করছেন। যেটা পথিক ভাই দিছেন। আপনি মূল গেজেটটি ডাউনলোড করে নেন। টিউনের প্রথমেই দেয়া আছে। আবার দিয়ে দিলাম।
    http://www.htchome.org/en/

অসাধারন অসাধারন অসাধারন অসাধারন অসাধারন অসাধারন অসাধারন ! আরও কিছু আশা করছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

    শিমুল ভাইকেও অসাধারন অসাধারন অসাধারন অসাধারন অসাধারন অসাধারন অসাধারন ধন্যবাদ ।

ভালো হোয়েছে

Level 0

স্বাগতম আপনাকে, আমি কিন্তু ইনষ্টল করতে পারছিনা। ইনষ্টল করতে গেলে দেখায় : To run this application, you first install one of the following versions of the. NET Framework
contact your application publisher for instructions abut obtaining the appropriate version of the.NET Framework
এর সমাধান কি?
ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

Level 0

ধন্যবাদ জাবেদ ভাই।
আমি কখনও ই গেজেট একটিভ রাখতাম না। এই প্রথম আপনার suggest করা গেজেটটি ভাল লাগলো এবং একটিভ রাখলাম।
ভাল থাকবেন….. খুব ভাল।

আপনাকেও ধন্যবাদ নীল ক্যাকটাস। ভালো থাকবেন। সবসময়।

Level 0

সুন্দর খুব ভাল চালিয়ে যান

দারুন!

Level 0

Boss……darun………….aro chai.

Level 0

Pothik vai er add on ta ki kore install korte hoy janaben plz…….ami parchina….oikhane kichu mp4 file chara kichui nai……….