এসে গেছে ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি/এন্টিভাইরাস ২০১২, এবার আরো শক্তিশালী ক্লাউড প্রোটেকশন সহ, ডাউনলোড করুন আজীবন মেয়াদ সহ একদমই ফ্রি!!!

টিউনটি উৎসর্গ করলাম সজীব দা (সজীব রহমান) এবং হাসান যোবায়ের কে, যাদের আমার মত ক্যাস্পারস্কি ছাড়া একদিন ও চলেনা।

আশা করি সবাই  ভালো আছেন। নতুন রুপে টেকটিউনস কে দেখতে পেয়ে আপনাদের সবার মত আমিও অনেক খুশি। স্পীড ও এক্সট্রিম! তাই একটা টিউন করার লোভ সামলাতে পারলাম না। এখানেও দেখি নতুন এক্সপিরিয়েন্স। টিউন করার সময় যে বিরক্তিকর সমস্যা গুলো ফেস করতাম, সেগুলো অনেকটাই ওপ্টিমাইজড। যাই হোক অনেক বক বক করে ফেললাম, এবার কাজের কথায় আসি।

আমার আজকের টিউনের বিষয় ক্যাস্পারস্কি। আমি একজন ক্যাস্পারস্কি প্রেমী। সেই ২০০৭ সাল থেকে ক্যাস্পারস্কি ইউজ করছি। আপনারা বিশ্বাস করবেন কি না জানিনা যে এই ৪ বছরে  পিসিতে ভাইরাসজনিত কোন কারনে এক্সপি সেটআপ দিতে হয়নি। কিছুদিন আগে বাজারে এসেছে ক্যাস্পারস্কি ২০১২, টেকটিউন্সে মনে হয় গোটা তিনেক টিউন হয়েছিলো বাট কোনটাই আমার কাছে জুতের মনে হয়নি। আরো একটা সিক্রেট আপনাদের বলি, এই পর্যন্ত একবার ও ক্যাস্পারস্কি আমি কিনে ইউজ করিনি। আশা করি আমি যতদিন আছি ততদিন আপনাদের কাউকে  ক্যাস্পারস্কি কিনে ইউজ করতে হবে না। এবারের ক্যাস্পারস্কি আগের সব ভার্সনের তুলনায় অনেক শক্তিশালী। এর ইন্টারফেস ও আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে। একবার ইউজ করা শুরু করলে ছাড়তে মন চাইবে না। এবারের ভার্সনে যুক্ত হয়েছে নতুন ক্লাউড প্রোটেকশন যার ফলে ২০১২ভার্সন পেয়েছে প্রোটেকশনের ক্ষেত্রে অন্য রকম এক মাত্রা। এই ভার্সনে ক্যাস্পারস্কি আপডেট থাকলে ১০০% নিরাপদ ভাবে অনলাইনে লেনদেন বা মার্কেটিং করা যাবে। চলুন দেখি কিছু স্ক্রীনশট সহ কিছু বিস্তারিত.................

১. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটির ওয়েলকাম স্ক্রীন এটি।

২. নতুন ইনক্লুডেড ক্লাউড প্রোটেকশন টেকনোলজি।

৩. সম্পুর্ন নতুন ইন্টারফেস!!!!

২. আছে অনেক গুলো স্ট্রং সিকিউরিটি অপশন।

৩. তিন ধরনের Scan option এতে আছে।

৪. Update এর মাধ্যমে আপনার PC কে নিরাপদ রাখতে পারবেন latest সব ভাইরাস এর হাত থেকে।

৫. এর  আছে Parental Pontrol যেটি বিভিন্য অনাকাংখিত সাইট যেমন সকল পর্ন সাইট সহ বিভিন্য ক্ষতিকর সাইটকে ব্লক করে রাখবে। এটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। যার ফলে ওইসব সাইট আপনি ব্যাতিত আর কেউ আনব্লক করতে পারবে না।

৬. এছাড়া আছে  Privacy cleaner , system restore সহ ইত্যাদি Option.

৭. আছে  Safe run option. এর মাধ্যমে যে কোন প্রোগ্রাম রান করলে তা পিসির কোন ক্ষতি করতে পারেনা।

৮. এর সাহায্যে আপনি সব রকম virus,worm,Trojan,ad-ware, এবং বিভিন্য কিলগার হতে মুক্ত ত্থাকবেন।

৯. এর আছে শক্তিশালী Internet Security , firewall এবং  network Attack blocker যার মাধ্যমে আপনি সহজেই থাকবেন Internet virus এবং হ্যাকার দের কাছ থেকে মুক্ত।
১০. আরো আছে একটি চমৎকার নেটওয়ার্ক মনিটর সিস্টেম যা আপনাকে রক্ষা করবে হ্যাকারদের কাছ থেকে।
১১.  দেখতে পারবেন আপনার পিসিতে ইন্সটলকৃত অ্যাপ্লিকেশান গুলোর এক্টিভিটি, কোন এক্টিভিটি সন্দেহজনক থাকলে ক্যাস্পারস্কি আপনাকে ইনফরম করবে।
১২. এখানে পাবেন সেফ রান ফর ওয়েবসাইট, যেটির কনসেপ্ট একদম নতুন। এর মাধ্যমে আপনি নিরাপদে অনলাইন ব্যাংকিং/ মার্কেটিং সহ যে কোন অনলাইন লেনদেন করতে পারবেন। ফেক সাইট বা ফিশিং এর মাধ্যমে প্রতারিত হবার কোন চান্সই নেই।
১৩. এর আছে একটি Strong USB drive security, যার ফলে আপনাকে আর কোন USB anti virus ইউজ করতে হবেনা। এটি আপনার USB এর সকল প্রকার autorun close করবে এবং সকল শক্তিশালী autorun virus সাথে সাথে remove করবে আর পরে scan করে বাকি সব threat , remove করবে।আপনার PC তে কোন USB drive লাগানো হলে এটি Auto Detect করে.এবং আপনার USB Drive কে রাখে ভাইরাস মুক্ত।

-------------------------------------------------------------------------------------------------------------------

কিছু এক্সট্রা ফিচার

  • ২০১২ ভার্সনে আছে শক্তিশালী data recovery system, যার ফলে infected file হতে যতটা সম্ভব বেশি data recover করা যায়, এছাড়া আগের সব ভার্সনের তুলনায় এটি পিসি কে কম slow করে.যাদের RAM ১জিবি তারা নিশ্চিন্তে এটি use করতে পারেন।
  • আরো আছে ভার্চুয়াল কি বোর্ড যেটি রক্ষা করবে অনাকাংখিত কিলগারের কাছ থেকে।
  • ক্যাস্পারস্কির একটি বড় সুবিধা হলো এটি বেশিরভাগ প্রয়োজনীয় software, keygen, patch, crack কে ভাইরাস হিসাবে detect করেনা। বেশি হলে "Unwanted software" হিসাবে ধরে। তখন Add to trusted zone এ দিলে ক্যাস্পারস্কি আর ঝামেলা করেনা।

** আমি আপনাদের ৯৯% surety দিতে পারি যে এটি ইন্সটল করলে আপনি থাকবেন সম্পুর্ন ভাইরাস আর ট্রোজান মুক্ত

তো ঝটপট ডাউনলোড করে ফেলুন ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২ অথবা ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

১. ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২

২. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২

লাইফ টাইম লাইসেন্স

এবার আসি লাইফ টাইম লাইসেন্সের ব্যাপারে, এবার আসা যাক লাইসেন্স এর ব্যাপারে।এর আছে একটি শক্তিশালী self defense যার ফলে এটি কে crack বা patch করা কঠিন। নকল "কী" দিলে এটির Server কিছুদিন পর তা  blacklisted করে ফেলে। তবু ভাই আমরা বাঙ্গালী। টাকা দিয়ে software আমরা ইউজ করিনা। যত মুস্কিল তত আসান। ক্যস্পারস্কি শুরুতে ৩০দিনের একটা ট্রায়াল লাইসেন্স দেয়। এবং জাস্ট এই জিনিশ কে কাজে লাগিয়ে বানানো হয়েছে Kaspersky Trial Resetter.

এখানে বলে রাখা ভালো যে ক্যাস্পারস্কির ট্রায়াল এবং ফুল ভার্সনের মাঝে কোন পার্থক্য নাই। ফুল ভার্সনের সব ফিচারই ট্রায়াল ভার্সনে ৩০দিনের জন্য পাওয়া যায়, উপরের চিত্রটি লক্ষ করুন।

ট্রায়াল রিসেটারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

Trial Resetter v1.1B

ট্রায়াল রিসেটার চালাতে Dot net Framework 2 অথবা লেটেস্ট ভার্সন লাগবে।

Dot net Framework 2

Dot net Framework 4.0

এবার দেখি এটি কিভাবে কাজ করে

প্রথমে 30 দিনের আপনার পাওনা লাইসেন্স উপভোগ করুন। ৩০দিনের লাইসেন্স শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।

১. প্রথমে Settings এ যান এবং Self-Defense এর টিক উঠান। Apply then OK করুন।

২.  নিচের সিস্টেম ট্রের Icon থেকে Kaspersky, Exit করুন। লক্ষ রাখুন যেনো কোন ভাবেই এটি চালু না থাকে।
৩. এবার Trial Re-setter টি run করান সব ঠিক থাকলে উপরের মত চিত্র শো করবে। তারপর Reset এ click করুন।
৪. Process শুরু হবে।
৫. এরপর পিসি রিস্টার্ট নিবে।
৬. স্টার্ট মেনু থেকে ক্যাস্পারস্কি চালু করুন। নেট কানেকশন দিন।
৭.  এই Activation wizard আসবে। সিম্পলি "Active Trial Version" click করুন এবং "Next" button press করুন।
৮. কাজ হচ্ছে.....................
৯. ব্যস পেয়ে গেলেন আরো ৩০দিনের লাইসেন্স। "Next" click করুন.
  • ৩০ দিন পর এক ই পদ্ধতি অনুসরন করুন পেয়ে যাবেন আরো ৩০দিনের লাইসেন্স। এভাবে চলুন আজীবন।

--------------------------------------------------------------------------------------------

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

--------------------------------------------------------------------

আমার কিছু জনপ্রিয় টিউন

১.  প্রাণী জগতের গরম ঠান্ডার ব্যাপার স্যাপার ও গরম এবং শীতের হাত থেকে বাঁচা (টেরা টিউন)।

২. আবারও রহস্য!!!! চলুন জেনে নেই ৮০০ বছর আগে ধংস হয়ে যাওয়া একটি রহস্যময় সভ্যতা, “ইনকা সভ্যতা” সম্পর্কে। (গিগা টিউন)

৩. চলুন জানি একটি রহস্যময় প্রাচীন চায়না সভ্যতা এবং অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য সম্পর্কে।(মেগা টিউন)

৪.  চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

**************************************** অসাধারণ ***********************************************************
দাদা তুমি বলেছিলে একটা সারপ্রাইজ দিবা কিন্তু এটা যে এত বড় সারপ্রাইজ হবে তা কখনোই ভাবি নাই।আমার জীবনের বেস্ট বেস্টা সারপ্রাইজের মধ্যে আজ এটাও যুক্ত হলো।জটিল একটা গিফট দিলা আকাশ… অনেক অনেক ধন্যবাদ প্রিয়দা 🙂

    অনেক ধন্যবাদ সজীব দা।

    bhai kaj to hoi na. kisokhon por trial version expire hoy jai. ki korbo? akto solved den.

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য…………….কাজে লাগবে

    ধন্যবাদ রাসেল ভাই।

Level 0

off line-এ আপডেট করা যায় ?????

    করা যেতে পারে বাট প্রোসেসটা জানা নাই। ধন্যবাদ।

আরে… আমি AVG Internet Security 2011 (Licence 2018) ইয়ুস করছি… কাস্পারস্কি আমার খুব ই দরকার ছিল। ধন্যবাদ আকাশ ভাই। অনেক অনেক ধন্যবাদ। Unlimited Thanks !

    আপনাকেও অনেক ধন্যবাদ শাওন ভাই।

নতুন OS Set Up দেওয়ার পর ৩ মাস হলো Anti Virus ছাড়া চালাচ্ছি, না জানি কত কিছু ঢুকেছে? এখনই Download করছি…

    তাড়াতাড়ি করুন, অনেক ধন্যবাদ।

ধন্যবাদ রাসেল ভাই।

ওয়েব সাইটে kaspersky 2012 এর virtual key দিয়ে লিখতে পারছিনা কিন্তু ms word অন্যান্ন যায়গায় লেখা যাচ্ছে। এই বিষয়ে কি হেল্প করতে পারবেন ?

    টেস্ট করিনি, করে জানাবো, ধন্যবাদ রাজু ভাই।

অনেক সুন্দর টিউন করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

    অনেক ধন্যবাদ মালেক ভাই।

খুবই সাজানো পরিপাটি একটা টিউন । ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও অনেক ধন্যবাদ দরদরিয়া ভাই।

ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ নাকি ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২ কোনটা ডাউনলোড করবো। আই মিন কোনটায় সুজুগ সুবিধা বেশী ?
আমার জানা মতে ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড করে ক্যাস্পারস্কি এন্টিভাইরাস এর সব সুবিধাই পাওয়া যায়। প্লাস নেত ইউজারদের আরও লাভ।
সঠিক ইনফো দরকার। ডাউনলোড করার আগে সিওর হতে চাই যে কোনটা ডাউনলোড দিব।

    সুযোগ সুবিধা ইন্টারনেট সিকুরিটিতে বেশি, যারা নেট ইউজ করেন না শুধু তাদের জন্য এন্টিভাইরাস। ধন্যবাদ।

Level 0

টেকটিউনস এর আকাশে তুমি সুন্দর নক্ষত্র। ধন্যবাদ সুন্দর সুন্দর সফটওয়ার শেয়ার করার জন্য। ধন্যবাদ।

    ধন্যবাদ মোস্তফা ভাই।

windows 7 use kori..
Trial Resetter ki kaj korbe????

    করবে, ট্রায়াল রিসেটার এর উপর রাইট ক্লিক করুন তারপর "Run as Administrator" ক্লিক করে প্রোগ্রামটি রান করান, এবং সিমপ্লি কাজ করুন।

vai ek kothai fatafati …but ami use korte parbo na as my RAM-256MB…..ei requirement er pc'r jonno konta valo ….now i use avast….

    পিসি আপগ্রেড করে ফেলেন, ধন্যবাদ।

তোমার টিউনের আশাতেই ছিলাম। এখন ডাউনলোড করে ব্যবহার করবো। 😀
ধইন্না!

    আপনাকেও অনেক ধইন্না হাসান ভাই,

    windows 7 এ কি dotnet framewark প্রয়োজন হয় ? না’কি রিসেটার টি এমনিতেই চলবে হাসান ভাই ?

ভাই system slow হয় নাত

    এন্টিভাইরাস ইউজ করলে একটু তো স্লো হবেই, ধন্যবাদ।

Level 0

Very nice tune akash vai……..tobe update ta off line hole valo hoto

    কি আর করবেন? কস্ট করে অনলাইনেই আপডেট করুন।

ভাই আমারটা আপডেট করলে বলে "Database are Obsolete". এর মানে কি? আপডেট পুরো ১০০% ই হইছে…প্রায় ১১০ mb এর মত ঃ-(

    কিছু ফাইল হয় তো কোন কারনে আপডেট হইনি, আবার আপডেট দিন, ফাইল গুলো আপডেট হলেই হয়ে যাবে।

    কাজ হয় না…চেষ্টা করে দেখেছি…৩ বার!!!! আমার পুরো ৩০০+ mb শেষ!! ঃ-(

    আমার বেলায় ও একই সমস্যা হয়েছে।

অনেক ভালো করেছেন আকাশ ভাই… অনেকেই প্রায়শই এগুলো খুজে থাকেন, তাদেরকে এখন এই টিউনে রেফার করে দিবো… 😛 আমি অরিজিনাল ইন্টারনেট সিকিউরিটি ইউজ করি… সেরকম সার্ভিস পাচ্ছি… 😀

    😀 😀 😀 আমি যেটা দিলাম সেটা কি ডুপ্লিকেট? ট্রায়াল হলেও প্রোটেকশন কিন্তু সেম।

windows 7 এ কি dotnet framewark প্রয়োজন হয় ? না'কি রিসেটার টি এমনিতেই চলবে?

    ধন্যবাদ, 7 এর বিষয় টা জানা নাই।

    Level 0

    bipodey fellen akas vai..:(

many thanks for the tune.

akta problem hoitese.
ami age eivabe previous version use kortam.
setate exit dile password chaito, kintu eitate password chara exit hoe jay. parental control e password disi. ar kisu kora lagbe?

waiting for reply.

( sorry, bangla typing suru kortesi tai evabe likhlam)

Level 0

আমার মনে হয় টিউনটা কতটা মারাত্মক হইছে তা আপনিও জানেন না। এক কথায় ভাইয়া অসাধারন। ধন্যবাদ।

    ধন্যবাদ কাজী ভাই

Download link কাজ করে না

    এত গুলা লোক ডাউনলোড করলো, আর আপনি বলছেন লিঙ্ক কাজ করে না। চেক করে দেখেছেন তো?

Mase mase ki update korte hobe naki akbar down korley hobe?

    আপনার ইচ্ছা, আমি সপ্তাহে একবার আপডেট করি। ধন্যবাদ।

কত দিন পরপর আপডেট করতে হবে?
প্রথম ইন্সটলের পর ও কি আপডেট করতে হবে?

    প্রথম ইন্সটল এর পর আপডেট দিবেন, আর কত দিন পর পর আপডেট করবেন তা আপনার ইচ্ছা। আমি সপ্তাহে একবার আপডেট করি। ধন্যবাদ।

ভাই, আসলেই তো লিংক কাজ করে না। লিংকটা ঠিক করে দেন না হলে সব বৃথা হয়ে যাবে।

    সব গুলা লিঙ্ক এই মাত্র চেক করেছি, কই কোন সমস্যা তো চোখে পড়েনি। আবার ট্রাই করুন।

thanks vai. amader moto ashohay userder jonno khub e kajer jinish. kintu ekta jinish jante chacce seta holo self defence chk box er tik tule diye tryel reset deye reset korar pore ki self-defence enabel ki again tik diye idte hobe naki autometic hoye jabe? thanks again.

    ধন্যবাদ ভাই, সেলফ ডিফেন্স অটো ঠিক হয়ে যাবে।

চমৎকার ও সহজ করে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ মুন্না ভাই।

Level 0

সোজা প্রিয়তে, ভাল থাইকেন… ধন্যবাদ নিয়া ধন্য করুন।

    অনেক ধন্যবাদ তাপস ভাই।

Level 0

vai ,,,boraborer moto apner tune ti josh hoyese….priyo te rakhlam

    অনেক ধন্যবাদ jaanakcc ভাই।

আকাশ ভাই অসম্ভব সুন্দর। আপনার শুভ কামনা করি। চালিয়ে যান।

    ধন্যবাদ বিপু ভাই, আপনার জন্যও অনেক শুভ কামনা রইলো।

Level 0

ভাই এত দিন norton ইউস করেছি, খুবই কাজের এন্টিভাইরাস, kaspersky দিলে আমার কাছে পিসি কিছুটা স্লো লাগে, কিন্তু এত কষ্ট করে দিয়েছেন তাই ডাউনলোড দিয়ে ইউস করছি, আচ্ছা এন্টিভাইরাস ইন্সটল দিলে বেশি ভালো হবে না ইন্টারনেট সিকিউরিটি ?? আমি দুটোই ডাউনলোড করেছি, এখন kaspersky antivirous টা ইন্সটল করা।

    ধন্যবাদ। এন্টিভাইরাস কম বেশি পিসি স্লো করেই, পিসিকে লেটেস্ট সব ভাইরাসের হাত থেকে বাচাতে হলে এতটুকু ছাড় তো আপনাকে দিতেই হবে। যদি নেট চালান তবে ইন্টারনেট সিকিউরিটি ইন্সটল করা উত্তম।

Level 0

আমাদের জন্য কষ্ট করার জন্য ধন্নবাদ

    আমার এই কস্ট স্বার্থক, কস্ট আপনাদের জন্যই করি, আর যখন তা আপনাদের ভালো লাগে তখন সেই কস্ট আর কস্ট থাকেনা।

ভাইয়া আমিও একজন kaspersky প্রেমী ,
ধন্যবাদ সুন্দর টিউন ঊপহার দেওয়ার জন্য …………

    আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

আমি জানি প্রশ্ন গুলো বোকাদের মত হয়ে যাচ্ছে …তাও প্রশ্ন করছি..
ট্রায়াল এবং লাইসেন্স করা ভার্সনের কার্যক্ষমতা কি একই রকম ????
আর আমি এন্টিভাইরাস ভার্সন ইনস্টল করছি। এটাতে কি আমার ইন্টারনেট সুরক্ষিত??
টিউনটার জন্য অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ 😀 😀

    ক্যাস্পারস্কির ক্ষেত্রে ট্রায়াল এবং ফুল ভার্সনের কার্যক্ষমতা একই। ফুল ভার্সনকেই ৩০দিনের জন্য ট্রায়াল হিসাবে দেওয়া হয়। নেট চালালে ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ভার্সন ইন্সটল করা উত্তম।

আকাশ ভাই, আমার একটা অনুরোধ রাখুন। আমি ট্রায়াল রিসেট করার সফটটা নামাতে পারছি না। আপনি কষ্ট করে যদি মিডিয়া ফায়ার লিংক দিতেন।

akas bhai tomar pottekta tune jotil.Dot net Framework 4.0 kevabe kaj kore ba eta kivabe ke korte hobe ekto bistareto bolo

    ধন্যবাদ, জাস্ট ইন্সটল দিবেন, তোমাকে আর কিছুই করতে হবেনা।

Level 0

ভাই,
ওনেক ওনেক Thanks.

বস জোস হইসে। অনেক সুখ লাগছে। ব্যটা ক্যাসপারস্কি এখন কান্না করছে

    অনেক ধন্যবাদ সেলিম ভাই।

Level 0

thanx share korara jonno

    আপনাকেও অনেক ধন্যবাদ nislamnur ভাই।

Level 0

আকাশ ভাই, আপনার লেখা আমার খুব খুব ভাল লাগে। আমি ভাল বুঝিনাতো ! আপনার কাছ মাঝে মাঝে কিছু পরামর্শ পেলে খুব উপকৃত হতাম! যদি মোবাইল নং দিতেন। আমার ইমেইল [email protected]

    অনেক ধন্যবাদ আশরাফ ভাই, আমাকে একটি মেইল করেন, মেইলে নাম্বার দিয়ে দিব।

Level 0

ভাই আপনার trial reset এর মধ্যেই ত virus আছে বলে kaspersky ই দেখাছে, প্রমান দেখুন নিচে
http://postimage.org/image/1poez00w4/

    ভাইজান, ট্রায়াল রিসেট ত আর ক্যাস্পারস্কি কোম্পানী বের করে নাই, এটি একটি ক্র্যাকড প্রোগ্রাম নিজের ব্যাবসার লস কে চায় বলেন? তাই ফাইলে ভাইরাস দেখাচ্ছে। আসলে এটি ভাইরাস না। নিশ্চিন্তে ইউজ করেন।

Level 0

ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ। 😀 😀 😀

Level 3

thanks u vaih

    ধন্যবাদ অপু ভাই।

vai download hoccena. link ta thik kore den.

আকাশ ভাই আমিতো একটা মহা সমস্যায় পড়ে গেলাম। ৩০ দিনের ট্রায়াল শেষে আপনার সিস্টেম মত নতুন করে আবার ৩০ দিনের ট্রায়াল একটিভেট করার একটু পর ক্যাস্পারস্কি থেকে একটা উইন্ডো আসে। যেখানে লেখা আছে যে protection is paused. licence expired. একটা বড় লাল ক্রস ক্যাস্পারস্কি উইন্ডোতে। আমি আপনার সিস্টেমটা পুনরায় করলাম। আবারও একই সমস্যা। আমার মনে হয় সাময়িক ভাবে ক্যাস্পারস্কি থেকে ৩০ দিনের ট্রায়াল ভার্শন একটিভেট করলেও একটু পরেই আবার stop করে দিচ্ছে। কারন আমার মনে হয় একটা কম্পিউটারে একবারের বেশি ট্রায়াল ভার্সন একটিভ করা যায়না। কি করা যায় একটু সাহায্য করবেন প্লিজ…।।

@Mubinur rahman bhai amio to aponer moto problem a pory gasi. ami to agy 1 month por por kaspersky full uninstall kory trial version use kortam, but akash bhai ar system use korer pory to akhon amar system tao kaj kory na. akhon install korly kisokhon por abar akta message ashy. taty lakha thaky trial version expire and buy now. akhon ki korbo? akash bhai plz akta solved den.

thanks akash bi.

akash vai DOWNLOAD LINK KAJ KORSANA aktu check korun please odik aggroho nia chesta korlam holona tar mana ki apnar upokar theka boncito …………………………………

Level 0

অসাধারন, জবরদস্ত, এক কথায় অদ্ভুত …………..অসংখ্য ধন্যবাদ!

Level 0

I failed to run “Trial Re-setter” ,pl tell me how i can do.

খুবই ভাল জিনিষ

আরে, এ এ তো দেখি জঠিল একখানা টিউন। আপনাকে কিভাবে ধন্যবাদ দেওয়া যায় বলুন তো !

Level 0

আকাশ ভাই আপনার দেওয়া Reseter-এর লিঙ্ক কাজ করছে না। কি করব?