টিউনটি উৎসর্গ করলাম সজীব দা (সজীব রহমান) এবং হাসান যোবায়ের কে, যাদের আমার মত ক্যাস্পারস্কি ছাড়া একদিন ও চলেনা।
আশা করি সবাই ভালো আছেন। নতুন রুপে টেকটিউনস কে দেখতে পেয়ে আপনাদের সবার মত আমিও অনেক খুশি। স্পীড ও এক্সট্রিম! তাই একটা টিউন করার লোভ সামলাতে পারলাম না। এখানেও দেখি নতুন এক্সপিরিয়েন্স। টিউন করার সময় যে বিরক্তিকর সমস্যা গুলো ফেস করতাম, সেগুলো অনেকটাই ওপ্টিমাইজড। যাই হোক অনেক বক বক করে ফেললাম, এবার কাজের কথায় আসি।
আমার আজকের টিউনের বিষয় ক্যাস্পারস্কি। আমি একজন ক্যাস্পারস্কি প্রেমী। সেই ২০০৭ সাল থেকে ক্যাস্পারস্কি ইউজ করছি। আপনারা বিশ্বাস করবেন কি না জানিনা যে এই ৪ বছরে পিসিতে ভাইরাসজনিত কোন কারনে এক্সপি সেটআপ দিতে হয়নি। কিছুদিন আগে বাজারে এসেছে ক্যাস্পারস্কি ২০১২, টেকটিউন্সে মনে হয় গোটা তিনেক টিউন হয়েছিলো বাট কোনটাই আমার কাছে জুতের মনে হয়নি। আরো একটা সিক্রেট আপনাদের বলি, এই পর্যন্ত একবার ও ক্যাস্পারস্কি আমি কিনে ইউজ করিনি। আশা করি আমি যতদিন আছি ততদিন আপনাদের কাউকে ক্যাস্পারস্কি কিনে ইউজ করতে হবে না। এবারের ক্যাস্পারস্কি আগের সব ভার্সনের তুলনায় অনেক শক্তিশালী। এর ইন্টারফেস ও আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে। একবার ইউজ করা শুরু করলে ছাড়তে মন চাইবে না। এবারের ভার্সনে যুক্ত হয়েছে নতুন ক্লাউড প্রোটেকশন যার ফলে ২০১২ভার্সন পেয়েছে প্রোটেকশনের ক্ষেত্রে অন্য রকম এক মাত্রা। এই ভার্সনে ক্যাস্পারস্কি আপডেট থাকলে ১০০% নিরাপদ ভাবে অনলাইনে লেনদেন বা মার্কেটিং করা যাবে। চলুন দেখি কিছু স্ক্রীনশট সহ কিছু বিস্তারিত.................
১. ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটির ওয়েলকাম স্ক্রীন এটি।
২. নতুন ইনক্লুডেড ক্লাউড প্রোটেকশন টেকনোলজি।
৩. সম্পুর্ন নতুন ইন্টারফেস!!!!
২. আছে অনেক গুলো স্ট্রং সিকিউরিটি অপশন।
৩. তিন ধরনের Scan option এতে আছে।
৪. Update এর মাধ্যমে আপনার PC কে নিরাপদ রাখতে পারবেন latest সব ভাইরাস এর হাত থেকে।
৫. এর আছে Parental Pontrol যেটি বিভিন্য অনাকাংখিত সাইট যেমন সকল পর্ন সাইট সহ বিভিন্য ক্ষতিকর সাইটকে ব্লক করে রাখবে। এটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। যার ফলে ওইসব সাইট আপনি ব্যাতিত আর কেউ আনব্লক করতে পারবে না।
৬. এছাড়া আছে Privacy cleaner , system restore সহ ইত্যাদি Option.
৭. আছে Safe run option. এর মাধ্যমে যে কোন প্রোগ্রাম রান করলে তা পিসির কোন ক্ষতি করতে পারেনা।
৮. এর সাহায্যে আপনি সব রকম virus,worm,Trojan,ad-ware, এবং বিভিন্য কিলগার হতে মুক্ত ত্থাকবেন।
-------------------------------------------------------------------------------------------------------------------
তো ঝটপট ডাউনলোড করে ফেলুন ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ২০১২ অথবা ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২
এবার আসি লাইফ টাইম লাইসেন্সের ব্যাপারে, এবার আসা যাক লাইসেন্স এর ব্যাপারে।এর আছে একটি শক্তিশালী self defense যার ফলে এটি কে crack বা patch করা কঠিন। নকল "কী" দিলে এটির Server কিছুদিন পর তা blacklisted করে ফেলে। তবু ভাই আমরা বাঙ্গালী। টাকা দিয়ে software আমরা ইউজ করিনা। যত মুস্কিল তত আসান। ক্যস্পারস্কি শুরুতে ৩০দিনের একটা ট্রায়াল লাইসেন্স দেয়। এবং জাস্ট এই জিনিশ কে কাজে লাগিয়ে বানানো হয়েছে Kaspersky Trial Resetter.
এখানে বলে রাখা ভালো যে ক্যাস্পারস্কির ট্রায়াল এবং ফুল ভার্সনের মাঝে কোন পার্থক্য নাই। ফুল ভার্সনের সব ফিচারই ট্রায়াল ভার্সনে ৩০দিনের জন্য পাওয়া যায়, উপরের চিত্রটি লক্ষ করুন।
ট্রায়াল রিসেটারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।
ট্রায়াল রিসেটার চালাতে Dot net Framework 2 অথবা লেটেস্ট ভার্সন লাগবে।
প্রথমে 30 দিনের আপনার পাওনা লাইসেন্স উপভোগ করুন। ৩০দিনের লাইসেন্স শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
১. প্রথমে Settings এ যান এবং Self-Defense এর টিক উঠান। Apply then OK করুন।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
--------------------------------------------------------------------
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
**************************************** অসাধারণ ***********************************************************
দাদা তুমি বলেছিলে একটা সারপ্রাইজ দিবা কিন্তু এটা যে এত বড় সারপ্রাইজ হবে তা কখনোই ভাবি নাই।আমার জীবনের বেস্ট বেস্টা সারপ্রাইজের মধ্যে আজ এটাও যুক্ত হলো।জটিল একটা গিফট দিলা আকাশ… অনেক অনেক ধন্যবাদ প্রিয়দা 🙂