দিন দিন সব কিছু ওয়েব বেসড হয়ে যাচ্ছে যেখানে আগে ছিল ডেক্সটপ বেসড। আর ওয়েব বেসড হওয়ার কারনে তৈরি হচ্ছে শক্তিশালী সব ওয়েব এপলিকেশন। এমনি একটি ওয়েব এপলিকেশন হচ্ছে SeaMonkey internet application suit। এটির মধ্যে এক সাথে অনেক গুলো সফটওয়ারের কাজ করা যায়। যেমন এর মধ্যে রয়েছে ওয়েব ব্রাউজার, ইমেইল ক্লায়েন্ট, চ্যাট ক্লায়েন্ট, এইচটিএমএল এডিটর, ওয়েব ডেভলপিং টুলস ইত্যাদি।
SeaMonkey ব্রাউজারের সুবিদা গুলো হচ্ছেঃ
ছবি - ম্যাসেঞ্জার
রয়েছে বিল্টইন ডাউনলোডার।
অন্যান্য সুবিধা গুলো মধ্যে রয়েছে এইচটিএমএল এডিটর, Multiple মেইল একাউন্ট এক সাথে ম্যানেজ করার সুবিধা। রয়েছে JavaScript Debugger ইত্যাদি। বিস্তারিত জানতে পারবেন http://www.seamonkey-project.org সাইটে গিয়ে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ভাল তবে মজিলাই সেরা।