SeaMonkey ইন্টারনেট এপলিকেশন সুইট

দিন দিন সব কিছু ওয়েব বেসড হয়ে যাচ্ছে যেখানে আগে ছিল ডেক্সটপ বেসড। আর ওয়েব বেসড হওয়ার কারনে তৈরি হচ্ছে শক্তিশালী সব ওয়েব এপলিকেশন। এমনি একটি ওয়েব এপলিকেশন হচ্ছে SeaMonkey internet application suit। এটির মধ্যে এক সাথে অনেক গুলো সফটওয়ারের কাজ করা যায়। যেমন এর মধ্যে রয়েছে ওয়েব ব্রাউজার, ইমেইল ক্লায়েন্ট, চ্যাট ক্লায়েন্ট, এইচটিএমএল এডিটর, ওয়েব ডেভলপিং টুলস ইত্যাদি।

SeaMonkey ব্রাউজারের সুবিদা গুলো হচ্ছেঃ

ছবি- ব্রাউজার

  • Tabbed browsing – মাল্টি ট্যাব খোলা ব্যবস্থা।
  • Session restore – কম্পিউটার বন্ধ বা হ্যাং হয়ে গেলে পুনরায় ব্রাউজারের ট্যাব গুলো রিস্টোর করার সুবিধা।
  • Lightweight themes- রয়েছে অনেক গুলো সুন্দর সুন্দর থিম।
  • Feed detection – কোন সাইটের Feed অফশন থাকলে অটোমেটিক জানতে পারবেন এবং ইচ্ছে করলে সাবস্ক্রাইব করতে পারবেন।
  • Popup blocker – কোন পপ আপ থাকলে তাকে ব্লক করার সুবিধা
  • Safe Mode – আছে Safe Mode ব্রাউজিং।

ছবি - ম্যাসেঞ্জার

রয়েছে বিল্টইন ডাউনলোডার।

অন্যান্য সুবিধা গুলো মধ্যে রয়েছে এইচটিএমএল এডিটর,  Multiple মেইল একাউন্ট এক সাথে ম্যানেজ করার সুবিধা। রয়েছে JavaScript Debugger ইত্যাদি। বিস্তারিত জানতে পারবেন http://www.seamonkey-project.org সাইটে গিয়ে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল তবে মজিলাই সেরা।

চরম টিউন। শেয়ারের জন্য ধন্যবাদ

Level 0

Dhannobad Jakir bhai.
amim niyomito Seamonkey use kori.
USER AGENT SWITCHER add on use kore Wap site browse kori, jeta Firefox a tikh hoi na.

Level 0

thnks 4 sharing……but i like mozilla

Level 0

adblock+ আছে???

Level 0

বেশ ভালো মনে হচ্ছে , ডাউনলোড করলাম দেখি কয়েকদিন ব্যবহার করে , তখন প্রকৃত ব্যাপারটি বোঝা যাবে।।

ধন্যবাদ সুন্দর টিউনটি শেয়ার করার জন্য