সাজিয়ে ফেলুন আপনার সংগ্রহের সব মুভিকে আর পিসি কে বানিয়ে ফেলুন HBO!

আজকে আপনাদের আমি যে সফটওয়্যারটির কথা বলব তা মুভি প্রেমিক এবং সংগ্রাহকদের অনেক কাজে লাগবে আশা করছি। সফটওয়্যারটিকে কেবল আপনার মভির ফোল্ডারটি দেখিয়ে দিলেই তা ফোলডারটি স্ক্যান করে তারপর IMDb (internet movie database) থেকে মুভির কভার পেইজ, রেটিংস এবং তথ্য সংগ্রহ করে তা সাজিয়ে ফেলে। আমি মুলত এমন একটি সফটওয়্যার খুঁজছিলাম যেটি মুভিকে জেনার এবং রেটিংস এর ভিত্তিতে সাজাতে পারে, কারন একেক সময় আমার একেক জেনারের মুভি দেখতে ভাল লাগে যা সাজানো না থাকলে কয়েকশ মুভি থেকে বের করা কঠিন। তাই খোঁজা খুঁজি শুরু করলাম এমন একটি সফটওয়্যার। হাজারো Movie organizer  সফটওয়্যার এর ভিড়ে অনেক কষ্টে এই সফটওয়্যারটিকে খুঁজে পেলাম যা কিনা আমার পুরো পুরি মনের মত। আর সবচেয়ে আনন্দের বিষয় সফটওয়্যারটি হল একদম ফ্রী।

সফটওয়্যারটি হল Movie monkey. সরাসরি ডাউনলোড করুন এখান থেকে।

ইন্সটল করা হলে-

File>Import movies এ যান। আপনার মুভির ফোল্ডারটি দেখিয়ে দিন এবং Open দিন।

ইন্টারনেট কানেকশন ওপেন রাখুন যাতে সারভার থেকে তথ্য ডাউনলোড করতে পারে। কিছু মুভির নামের বানান ভুল থাকলে বা কোন এক্সটেনশন(dvdrip, xvid, dvdscr etc) থাকলে তা সব মুভি adding এর শেষে আপনাকে জানাবে, যে এই সব মুভিগুলো এ্যাড করা হয়নি এবং গেস করা নাম গুলো ও আপনাকে দেখাবে। আপনি চাইলে নাম পরিবর্তন ও করতে পারেন এবং তারপর এ্যাড করতে পারেন।

Level 2

আমি রিফাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি গান শুনতে, মুভ্যি দেখতে আর গীটার বাজাতে। ভাললাগে জানতে। ইলেক্ট্রনিক্স আর টেকনোলজি আমার মূল আ্কর্ষন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সফটওয়্যার এক্সপি তে কাজ করবে?

ধন্যবাদ। কাজে লাগবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

মুন্না ভাই কি বলে যে ধন্যবাদ দিব যটিল টিউন করছেন । আমার ১ টেরা হাড ডিস্কে এই কাজের খুব অভাব ছিল দেখি করতে পারি কি না । আর এফ বি তে এত কম দেখা যায় কেন ??

    ধন্যবাদ রাজিব ভাই।
    আর এফ বি তে দরকার হলে যাই আর কি, এফ বি থেকে টেকটিউন্স বেশি প্রিয়…

আসলেই জটিল জিনিষ। 😀 :mrgreen:

ইনষ্টল করে ইউজ করে তারপর মন্তব্য লিখতে বসলাম। ভাই আপনাকে শুধু ধন্যবাদ দিলে কম হয়! কী খাবেন বলেন।। 🙂

অসাধারণ একটা জিনিস শেয়ার করেছেন। মনে মনে এতদিন বোধহয় এ সফটওয়্যারটাই খুঁজেছি।

    ভাই আপনার মন্তব্য পরে মজা পাইলাম, কিছু খাওয়ানো লাগবেনা দোয়া করেন যেনো এরকম কিছু পরবর্তিতে শেয়ার করতে পারি। ধন্যবাদ

Level 0

চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম চরম !!!!!!!!!!!!!!!!

Level 0

ইন্সটল করার পর চলে না। মেসেজ আসে This application has failed to start because the application configuration is incorrect. Reinstalling the application may fix this problem.
কিন্তু Reinstall করার পরও একই প্রবলেম। কি করব???

    vai amar to ei problem hoi ni, apnar os ki? mone hoi virus related problem.

অনেক অনেক ধন্যবাদ ..
এই ধরনের একটা কিছু দরকার ছিল ..
ব্যাবহার করে আবার জানাবো .. 🙂

Level 0

আমার অনেক কাজে আসবে মনে হয়।ধন্যবাদ মুন্না ভাই ।

দারৃন।এ ধরনের আরও টিউন করবেন এই আশাই করি।

Level 2

ধন্যবাদ

Level 0

thank you vai,,khub dorkar silo amon akta software

Level 0

টিউনটা ভাল লাগল ভাইয়া। আমিও মুভি জমাই, তবে আলাদা হার্ডডিস্কে না, ডিভিডিতে ডাউনলোড করা দুষ্প্রাপ্য মুভিগুলো রেখে দেই। কম্পিউটারে খুব বেশি রাখি না, স্লো হয়ে যাবার ভয়ে। তবুও সফটওয়্যারটা রেখে দেয়া যায়, আমার মত মুভিবাফদের জন্য লোভনীয় বৈকি।

Level 0

ভাই এটা কি 7 এ কাজ করবে।

কাজের জিনিস সংগ্রহে রাখলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য

vai ami onk try krlm bt prlm na…. folder select kre dle shb gular ii nam chng krte ble.. nam chng o krlm.. bt trpr o show kre chng krar jnno…jtobr ii kri ksui ashe na… kindly screenshot dte paren ko 1ta????? nyle apnr sthe cntct krar upai blen????

ভাই মুভি নেট থেকে ডাউনলোড করা বোকামি যদি না আপনার অন্তত ৫৬কিঃবাঃপাঃসেঃ স্পীড থাকে, বরং কষ্ট করে একটি ৮০ জিবি হলেও পোর্টেবল হার্ডডিস্ক, ল্যাপটপ হার্ডডিস্ক কিনে নিন আর তারপর বন্ধুদের থেকে সংগ্রহ করুন।

সফ্টওয়ার টি আমার কাজে আসবে, টিউনের জন্য অনেক ধন্যবাদ
মুন্না ভাই ,
আমিও মুভি জমাই
এ ব্যপারে আপনি কি সাহায্য করবেন?
আমার কাছে ৫০০ জিবি পোর্টেবল হার্ডডিস্ক আছে
আপনার সংগ্রহশালা থেকে, আমার কাছে কিছু শেয়ার করবেন?

হাসিব ভাই, হার্ডডিস্ক নিয়ে আমার সাথে যোগাযোগ করে একদিন বাসায় চলে আসুন। কোন সমস্যা নাই, আমিও sharing/caring এ বিশ্বাসি।