IDM দিয়েই ডাউনলোড করুন যেকোন torrent ফাইল

টরেন্ট কি? টরেন্ট দিয়ে কি হয়? টরেন্ট খায় না মাখে? নাকি পিন্দে? এইরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে টেকটিউনসে টরেন্ট নিয়ে বেশ কয়েকটি ভাল ভাল টিউন হয়েছে। তাই এখন আপনারা হয়ত সবাই জানেন টরেন্ট কি জিনিস। আর যদি এখনো কারো কারো জানা না থাকে যে টরেন্ট আবার কি জিনিস? তাহলে আমাদের এক্সক্লুসিভ টিউনার "হিমায়িত দিহান" ভাইয়ার টিউনটি দেখতে পারেন। উনি টরেন্ট নিয়ে একটি বিস্তারিত টিউন করেছেন যেটি পড়লে টরেন্ট নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন।

টিউনটি এখনেঃ

টরেন্ট ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান [আপডেটেড মেগাটিউন]

আশা করি এখন টরেন্টকে নিয়ে আপনার বেশ ভাল ধারণা হয়ে গেছে।

এখন আসি মূল কথায়। টরেন্ট ডাউনলোড করতে মূলত টরেন্ট ডাউনলোডারগুলোকেই ব্যবহার করতে হয়। যেমনঃ µTorrent । কিন্তু টরেন্ট ডাউনলোড করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হয়, তা হল টরেন্টটিতে যেন সিডার বেশি থাকে। নাহলে ডাউনলোডে বেশি স্পীড পাওয়া যায় না 🙁 । আর তাছাড়া আমি কেন জানি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে স্বাচ্ছন্দ বোধ করিনা। কেমন কেমন যেন লাগে।  তাই মনে মনে আপসোস হয় যে, ইসস ! টরেন্টগুলা যদি Internet Download Manager (IDM) দিয়ে ডাউনলোড করা যেত তাহলে অনেক সময় বাচত। খুজতে খুজতে পেয়ে গেলাম সলুশন 🙂 । আজ সেটি নিয়েই আমার এই টিউন।

কিভাবে IDM দিয়ে টরেন্ট ডাউনলোড করবেন?

প্রথমে আপনি যে টরেন্টটি ডাউনলোড করতে চান সেটির লিংকটি কপি করুন।

ধরুন আপনি জাস্টিন বিবারের হাই কোয়ালিটির ভিডিও গানগুলি ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনি টরেন্টস সার্চ ইঞ্জিনগুলিতে যান। যেমন আমি http://thepiratebay.org/ এ গেলাম। এবং আমার চাহিদা অনুযায়ী টরেন্স সার্চ দিলাম।

সার্চ রেজাল্ট থেকে আপনার পছন্দমত যেকোন একটি সার্চ রেজাল্টে ক্লিক করুন

এরপর টরেন্ট এর ডাউনলোড লিংকটি কপি করুন

এবার http://torrific.com/signup/ লিংকটিতে গিয়ে আপনার ইমেল এড্রেস ও আপনার পছন্দমত একটি পাসওয়ার্ড দিয়ে Sign Up এ ক্লিক করুন। ব্যাস আর কিছু করতে হবে না। এমনকি আপনাকে ইমেল এড্রেস ভেরিফিকেশনও করতে হবে না। অটোমটিক রেজিষ্ট্রেশন হয়ে যাবে।

এবার http://torrific.com/ লিংকটিতে গিয়ে আপনার কপিকরা টরেন্ট এর ডাউনলোড লিংকটির এড্রেস পেষ্ট করুন। তারপর Get এ ক্লিক করুন।

এবার আপনার টরেন্ট এ কি কি আছে তার নাড়িভূড়ি সব বের হয়ে যাবে। এখন " initiate bittorrent transmission " বাটনটিতে ক্লিক করুন।

এখন আপনার টরেন্টটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে লিষ্ট দেখাবে এবং বলবে " your torrent is available " 🙂 । এখন আপনার ডান সাইডে লিষ্ট থেকে আপনার যেইটাতে ক্লিক করবেন সেটাই ডাউনলোড হওয়া শুরু করবে। আর সবগুলি যদি একসাথে ডাউনলোড করতে চান তাহলে Download checked files as .zip তে ক্লিক করুন। ভয় পাবেন না। কারণ ডাউনলোড লিংকগুলি রিজিউম সাপোর্টেট এবং ফুল স্পীডের 😉 ।

ইন কেস যদি আপনার টরেন্টটি ওদের কাছে না থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। বেশিক্ষণ লাগবে না ১ থেকে দেড় ঘণ্টাতেই হবে। বেশিও লাগতে পারে।

সহজভাবে বুঝাতে চেষ্টা করেছি তবুও বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটিতে চোখ বুলাতে পারেন-

http://www.youtube.com/watch?v=GVqPVwhJ86A

এখন মনে সুখে ডাউনলোড করুন। আমিও ডাউনলোড করতেছি 😀

==============================

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

==============================

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক! সিম্বিয়ান ফোন না থাকার দুঃখে টিউন দেখেই যেতাম, আজ বলার মত কিছু পাইসি 😀

অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল ………………ধন্ন

অসাধারণ সাইফুল…
খুব উপকার করলেন। জানা ছিল না ব্যাপার টা।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

সুন্দর টিউন, যারা জানেনা তাদের কাজে আসবে, স্ক্রিনশট সহ দেয়াতে আরও সহজ হইছে 😉

তোমার লগে আইজকা জাস্টিন বাইবারের থুক্কু বিবারের কালেকশন নিয়া কথা হইতাসিলো… কইসিলাম আরেকজনরে দিয়া নামামু, কিন্তু এহন নিজেই নামামূ>… :mrgreen:

    ওই মিয়া 👿 ! তুমি পাইছোটা কি? অ্যা?
    আমারে এঙ্গেল কও এইটাতে আমি তোমারে কিছু কই না।
    বাট তুমি আমার "জাস্টিন বিবার" কে "জাস্টিন বাইবার" বনাইলা?
    তোমার এত বড় আসপর্ধা? ছাড়মু না তোমারে 😡

    আয়ো আইজকা… আমি জানতাম তুমি খেপবা, ক্ষেপানের লিগাই লিখসি… ক্ষেপলে তুমারে কেমন লাগে দেহার শখ আসিলো… তয় সমস্যা নাই… Justin Bieber বাইসাপ দেহে নাই… :mrgreen:

    Level 0

    দা কুমড়ো শব্দটা কেমন জানি মাথায় এসে গেল….তয় ডিজে ভাইসাব এর কাছে জাস্টিন বিবার এর গান নাই…শুনতে কেমন লাগলো নাহ… 😉

    আমি সাইফুল মামারে কইতাছিলাম যে একটা রাগার ছবি শেয়ার করতে।

    আরে আন্নেরে কিডা কইসে আমার কাসে জাস্টিন বিবারের গান নাই? ভিডিও নাই… অডিও মহা কালেকশন আছে… আমার পছন্দের শিল্পীদের মধ্যে একজন সে… 😉 @Anto

দারুন। এরকম জিনিস বেশ কিছুদিন ধরে খুজছিলাম 🙂

Level 0

জটিল ভাই

Level 0

your torrent has not yet been queued

info hash: 43a1b6e65143ac0c60bad3247aa71851cbaa61d8

we received a dmca takedown notice for this torrent, so it can't be downloaded এইটা কয় কেন?

    আমি কখনো এইরকম ম্যাসেজ পাই নাই। তাই সঠিক কারণটি বলতে পারবো না।
    আপনি অন্য টরেন্ট খুজেন। 😉

    Level 0

    karate kid falcon টা dload দিলেই ঐ টা কয়।

    এটা আসে যখন নাকি কন্টেন্টের আসল মালিক টরেন্ট কোম্পানিকে টরেণ্টের মাধ্যমে যে ফাইলটি নামাবেন সেটিকে ঐ টরেন্ট সার্ভার থেকে সরিয়ে ফেলার আইনি আদেশ দেবে। এতে করে আপনি আর সেই টরেন্টটি খুজে পাবেন না, মানে হল সেই টরেন্টটি NOT AVAILABLE …
    সহজ জিনিস !

"ইন কেস যদি আপনার টরেন্টটি ওদের কাছে না থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। বেশিক্ষণ লাগবে না ১ থেকে দেড় ঘণ্টাতেই হবে। বেশিও লাগতে পারে"

ভাই কখন বুঝবো যে ওরা আমার টরেন্টটা দিয়া দিছে।

    ওরা আপনাকে যতক্ষণ ওয়েট করতে বলবে ততক্ষণ পর আবার চেষ্টা করলেই হবে যাবে।
    তবে আমি কখনো এই সমস্যায় পড়ি নাই।

    এটা তো খুবই সহজ! @অভীত
    কিভাবে?
    জাস্ট এই সাইটে রেজি করে নিন, এর পর লগিন করে তার পর কাজ শুরু করুন। পরে দেখবেন কি এরকম টাইম লাগলে পাশে একটা চেক বক্স থাকবে যাতে লেখা Inform Me via E-mail When torrent is available 😛

Level 0

ও ভাইজান, স্পীড তো ২২কেবি। এটা তো স্বাভাবিকভাবেই ডাউনলোড দিলে পাওয়া যায়। আরো বাড়ানো যায় না?

    আমার ইন্টারনেট প্রভাইডার আমাকে এর থেকে বেশি স্পীডে ডাউনলোড করতে দেয় না। তাই আমার ২২ কেবি স্পীড।
    আপনার ইন্টারনেট প্রভাইডার যদি বেশি স্পীডের হয় তাহলে আপনি বেশী স্পীডে ডাউনলোড করতে পারবেন।
    মানে আপনি যত স্পীডে ডাউনলোড করতে পারবেন তত স্পীডই আপনাকে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন।

এই ধরনের টপিক প্রথমে http://www.somewhereinblog.net/blog/pushkin/29371296
পড়েছি। আপনাকে ধন্যবাদ

    হুম অনেক জায়গায় এটি নিয়ে লেখা লিখি হয়েছে।
    ধন্যবাদ।

Level 0

ভাই এই পদ্ধতি তে ডাউনলোড করতে গিয়া একটা fake ফাইল নামিয়েছি একটু আগে্‌ (x-men first class নামাতে চাইছিলাম কিন্তু ফাইল টা fake ছিল, তাই এখন থেকে আর টরেন্ট নামাবো না।

Level 0

vai queue te diye rakhse 🙁 🙁 kokhon hoy ke jane 😐

Level 0

ভাই আর কিছু পাইলেন না, Justin Beiber..:P যাই হোক, টিউন টা ভ্যালা

    ক্যান? জাস্টিন বিবারের কি সমস্যা? আমার ফেভারিট পপ তারকা "জাস্টিন বিবার" নিয়া আপনার সমস্যা জানতে চাই?

Level 0

ধন্যবাদ ভাইয়া।

মনে রাখতে হবে এটা আমাদের সাইট। এখানে সকলকে বাংলা লেখা উচিত। কি বলেন ভাইয়া?

    অবশ্যই আমাদের সবাইকে বাংলায় লেখা উচিত ভাইয়া।

    ধন্যবাদ।

আমিও এইভাবেই টরেন্ট থেকে ডাউনলোড করছি বেশ কয়েকদিন আগে থেকে। বেশ ভালই লাগে।

valo tricks.
Thanks.

Level 0

osadharon ! ThanX Bhai.

ভালো জিনিস কাজে লাগবো

Level 0

একটা ছোট প্রশ্ন।IDM দিয়ে নামালে কি টরেন্ট এর মত যখন খুশি তখন Pause N Play করতে পারবো?

কিন্তু ভাই এটাতে লাভ যেমন আছে তেমনি সমস্যাও আছে। আপনার ব্যান্ডউইথ কিন্তু ডাবল যাবে। আমি দেখেছি যখন এটা টরেন্ট থেকে ফাইল হচ্ছে তখন কিন্তু আমার ব্যন্ডউইথ ব্যবহার করছে।

    সম্ভবত আপনার ধারণায় ভূল আছে। কারণ টরেন্টগুলি যখন ফাইল হয় তখন আপনার একটুও ব্যান্ডউইথ নষ্ট করে না। বরং যখন আপনি ওই টরেন্ট থেকে হওয়া ফাইলটিকে ডাউনলোড করবেন তখন আপনার ব্রান্ডউইথ খরচ হবে শুধুমাত্র ডাউনলোডের জন্য।

    এতে আমার অভিজ্ঞতায় কোন লস আমি দেখি নাই।

    হ্যা, জোবায়ের ভুল বলছেন।

অনেক ভাল লেগেছে আপনার পোষ্টটা। তবে রিজোম সাপোর্ট কি সব ফাইলেই পাব?? অসাধারন পোষ্টের জন্য ধন্যবাদ।

কাজের টিউন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

দারুন লাগলো,

how to download torrents direct(with IDM)
http://www.youtube.com/watch?v=GVqPVwhJ86A

    ধন্যবাদ ভিডিওটি দেওয়ার জন্য। টিউনটি আপডেট করে দিলাম।

ভালা জিনিস

Level 0

সাইফুল ভাই আপনারে পাইলে কিছুক্ষন মাথায় তুইলা নাচতাম ।।। torrent এ 17kpbs speed পাইতে খবর হয়ে যেত ।। আর এখন 25kpbs ..আমারে আর পায় কে ।।
ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাচ্ছি না ।। 😛

    ভাই তাইলে মনেহয় নাচানাটিতে বেশ এক্সপার্ট !
    আর আপনার নেট কানেশ যদি আরও স্পীডি হয় তাহলে আপনি আরও বেশি স্পীড পাবেন 🙂 ।

    আমি মাত্র ৭০ পাই

    Level 0

    জি সাইফুল ভাই আপিন ঠিক বলছেন 😛 😛
    দিহান ভাই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না…:D 😀

ধন্ন ধন্ন বলি তারে…

অনেক কাজের টিউন । অসীম ধন্যবাদ ! ! !

ভাই কমেন্ট না করে থাকতে পারলাম না কি করব বলেন আপনার টিউন এক কথায় অসাম….
টরেন্ট ডাউনলোড করতে বেশ সময় লাগত এখন লাগবে না।

Level 0

জটিল একটা জিনিস দিছেন। আপনাকে তো মিষ্টি খাওয়েতে মন চাইতাছে। আমার অফিসে টরেন্ট ডাউনলোড বন্ধ। এত দিন টরেন্ট ডাউনলোড করতে পারি নাই। আপনার টিউন অনুযায়ী কাজ করে এখন মনের আনন্দে ডাউনলোড করতাছি।

    মিষ্টি খাওয়াতে মুঞ্চাইতাছে মাগার একটা মিষ্টিও তো দিলেন না 🙁 ।

    আচ্ছা থাক মজা লুটেন 😀 ।

অসাধারান হয়েছে ২ খানা থেঙ্কু দিয়া গেলাম ।এরকম আরও চাই ।
ধন্যবাদ সেয়ার করার জন্যে ।

    ইনশাআল্লাহ এইরকম হট কিছু দেওয়ার চেষ্টা সবসময় থাকবে।

Level 0

আপনাকে ধন্যযোগ…ভাইজান….এখন সবাই ডাউনলোড করার জন্য…সবাই জাপিয়ে পড়বে…..

ভাল টিউন। আপনার পরিবেশনার কোয়ালিটি মারাত্মক ভাল। টিউনটা আগে পড়েছিলাম টেকটুইটসে, একজন নাকি সামুতেও পড়েছেন। এটা হতেই পারে, ব্লগ টু ব্লগ ভেরি করতেই পারে।
যাই হোক অনেক ধন্যবাদ সবাইকে জানানোর জন্য। সাথে আমার টিউনের প্রচার সাহায্য করায় কয়টা গোলাপফুলের শুভেচ্ছা নিয়ে নিয়েন

    হুম। এটি নিয়ে অনেক ব্লগেই অলরেডি লেখা হয়েছে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে টেকটিউনস এ একটি টিউনের অভাব অনুভব করতেছিলাম। তাই নিজেই করে ফেললাম 😉 ।

    আর আপনিই তো টরেন্ট এর মাস্টার। কারণ আপনার টিউন থেকেই জেনেছি টরেন্ট কি জিনিস 😉 । এইজন্য আপনাকেও গোলাপফুলের শুভেচ্ছা।

সাইফুল ইসলাম ভাই, আপনার টিউনটা বুকমার্ক করে রাখলাম। তবে এভাবে টরেন্ট ডাউনলোড করাকে আমি বলব “দুধের সাধ ঘোলে মেটানো“। কারণ টরেন্টের ডেটাগুলো torrific.com থেকে IDM বিটটরেন্টট প্রটোকলের সাহায্যে ডাউনলোড করে। IDM is not a BitTorrent client এবং আশা করি কখনো হবেও না। টরেন্টের ডেটা টরেন্ট প্রটোকলে ডাউনলোড করাটাই সর্বাধিক নিরাপদ। আমার সন্দেহ হয় torrific.com আমার ডাউনলোডের resume capability দিবে কি না। ওদেরকে কি পাগলা কুত্তায় কামড়াইছে। আমার একটা টরেন্টের সাইজ হলো 62 GB. বিটটরেন্ট দিয়ে 50 KB/sec স্পীডে রাতদিন ডাউনলোড চলছে। সাইফুল ভাই আপনার টিউনটিকে আমি appreciate করি, তবে মনে রাখবেন ওরা যদি আমার 62 GB ডেটার রিজিউম কেপাবিলিটি দেয় তবে এটাই সত্য যে তাদেরকে ‘পাগলা কুত্তায় কামড়াইছে‘। 🙂

    এভাবে টরেন্ট ডাউনলোড করাটাকে আপনি কিভাবে নিবেন সেটি আপনার ব্যাপার।
    আর torrific.com কে পাগলা কুত্তাই কামড়াক আর ভাল কুত্তাই কামড়াক আমার তাতে কোন যায় আসে না।

    আর হ্যা এরা কিন্তু রিজিউম সাপোর্ট দেয়। আর আমার মনে হয়না 62 GB ডেটার রিজিউম দেয়াটাও খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়।

    আরে ভাই এতভাবাভাবির কি আছে? যতদিন এই সার্ভিস পাচ্ছেন ততদিন মজা লুটেন। পরের কথা পরেই চিন্তা করা যাবে।

ভাল টিউন।ধন্যবাদ শেয়ারের জন্য।তবে টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।ওই সফটগুলো যেমন বড় নয় তেমনি পিসির উপরে তেমন চাপ ও পড়ে না।

    সম্ভবত আপনার কথা ঠিক। তবে আমার কাছে এই পদ্ধতিটিই ভাল লেগেছে।
    টিউনের প্রশংসা করার জন্য ধন্যবাদ।

Level 0

চমৎকার।অনেক ধন্যবাদ

এক কথায় অসাধারণ ।

Level 0

valo laglo

এই ট্রিকটা অনেক দিন ধরে আমি খুজছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 0

ভাই আমার মনে হয় এটা ৪৮ ঘন্টার রিজুম সাপোর্ট করে । আমি ২টা ফাইল ডাউনলোড করছি ২টাতেই এম্অন হইছে। কি করমু?

    হুম সম্ভবত। সমস্যা কোথায় আপনি আবার আপনার টরেন্টটিকে initiate bittorrent transmission করে তারপর রিজিউম করে দেন।

এতে অতিরিক্ত কি সুবিধা আছে??????????

    সীডারের ঝামলা নেই। অলটাইম ফুল স্পীডে ডাউলোড। এর থেকে আর কি চান?

টিউন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাই, আমার একটা ছবির ডাউনলোড লিঙ্ক দরকার। প্রিন্ট ভাল হতে হবে।
ছবিটার নাম Anari No.1 (1999) -2CD DVD Rip
http://www.imdb.com/title/tt0200435/ বুঝার জন্য ছবিটার লিঙ্ক দিলাম, একটু কষ্ট করে ডাউনলোড লিঙ্কটা দিবেন।

সাইফুল ভাই আমি সনি এরিকসন k800i মোবাইলে স্কাইপি ব্যবহার করতে চাই কিন্তু সফটয়্যারটা পাচ্ছি না, যদি একটু সাহায্য করেন খুব উপকার হয়। ধন্যবাদ

Level 0

কাজে লাগার মত টিউন, ধন্যবাদ।

শেয়ার করে ভাল করেছেন .আমি SUST-wi fi internet use করে প্রায় 100 kb/s এর উপর speed পায় ।but torent নিয়ে চিন্তা ছিল তাও দূর হলো thanks.

ওয়াও!!!

vai apnake onek dhoinna/…….lolzz

Level 0

ওয়াও!!! ভালো জিনিস কাজে লাগবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চমৎকার । অসংখ্য ধন্যবাদ ।

Level 0

your torrent has not yet been queued

info hash: d028b6388bf47191ca7145d163d756a4e4c8cb01

we received a dmca takedown notice for this torrent from the copyright owner.

please note that transmitting copyrighted material through torrific without authorization is a violation of torrific terms and repeat copyright infringers will be banned from the service

ভাই, এবার কি করব?

    @Muhal1: ওই টরেন্টটা এই সাইট থেকে নামাতে পারবেন না। ওইটার উপর ওদের কাছে কপিরাইট নিষেধাজ্ঞা আছে।
    অন্য টরেন্ট দিয়ে ট্রাই করুন। 🙂

টরিফিক আর কাজ করছে না। এফবিআই এর ভয়ে সাইট বন্ধ রাখছে। বিকল্প খুঁজতাছি।

Level 0

এত দিন আগের টিউন ❗ আর আমি দেখলাম আজকে( দুস্কে চিপ ছিরতে মন চাচ্ছে 😡 )
সত্যি সত্যি resume support থাকলে তো আর কোনো কথাই নাই । ম্যালা ম্যালা ধইন্যা সাইফুল বাই 😛

Level 0

ei site ti akhon zbigz name transfer hoisa.

Level 0

ভাই , Oops! Google Chrome could not find torrific.com
Try reloading: torrific.­com/­signup/­ সঠিক এড্রেস দেন।

Level 0

ভাই আমার একিই আবস্থা। কিছু একটা বলেন।

এড্রেস নট ফাউন্ড 🙁