লুকিয়ে ফেলুন আপনার গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার – আরেকটু নিরাপদে

আমরা অনেকেই অনেক সময় আমাদের পিসির কিছু সেনসিটিভ জিনিস হাইড করে রাখতে পছন্দ করি। যাতে কারো হাতেই না পড়ে। তবে উইন্ডোজের এই হাইড অপশনকে আনহাইড করা বাচ্চাদের খেলা হয়ে গেছে। তাই এভাবে হাইড করে আর শান্তিতে ঘুমানো যায় না। দরকার একটু বাড়তি নিরাপত্তার। আর তাই আজ টিউনার বন্ধুদের সাথে সেই রকম টুলের পরিচয় করিয়ে দেব।

উইনমেন্ড

clip-image002-thumb1.jpg

উইনমেন্ড হচ্ছে এমনই একটি ফ্রিওয়্যার যার সাহায্যে আপনি আপনার সেনসিটিভ ডেটা হাইড করতে পারবেন। আসুন এক ঝলকে হাইড এবং আনহাইডিং প্রসেস দেখে নেয়া যাক -

ফোল্ডার হাইড করতে

2.jpg

আপনি যদি কোন ফাইল অথবা ফোল্ডার হাইড করতে চান তাহলে সফটওয়্যার জিইউআই এর ডান দিকে হাইড ফোল্ডারে ক্লিক করে নেভিগেট করে দিন। এবং OK প্রেস করে দিন

3.jpg

এর পরেই আসল মজাটা বোঝা যাবে। আপনার কম্পিউটারের সেটিংস অপশনে হিডেন ফাইল শো করার অপশন চেক করা থাকলেও কোন হিডেন ফাইল শো হবে না। আপনি আপনার হিডেন ফাইলে যে পাসওয়ার্ড সেট করে দিয়েছেন সেই পাসওয়ার্ড না দেয়া পর্যন্ত কোন হিডেন ফাইল শো হবে না।

আনহাইডিং প্রসেস

4.jpg

আনহাইড করতে আপনাকে আপনার কাঙ্খিত ফোল্ডারটি সিলেক্ট করে আনহাইড অপশনে প্রেস করতে হবে। একই প্রসেস অবলম্বন করে আপনি কোন ফাইলকেও আনহাইড করে দিতে পারেন।

5.jpg

clip-image012-thumb1.jpg

পুনশ্চ - এই টুলটি মূলত হোম ইউজারদের জন্যে ডেভেলাপ করা নরমাল লেভেল এর একটি ফ্রিওয়্যার। এ্যাডভান্স ইউজারদের ব্যবহার না করার জন্যে অনুরোধ করা হয়েছে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“এই টুলটি মূলত হোম ইউজারদের জন্যে ডেভেলাপ করা নরমাল লেভেল এর একটি ফ্রিওয়্যার। এ্যাডভান্স ইউজারদের ব্যবহার না করার জন্যে অনুরোধ করা হয়েছে।”
এর মানে কি এর সিকিউরিটি খুব Strong না ?
যা হোক, সুন্দর ও আপাতত কাজের টিউন, Thanks

আপনি যখন এ্যাডভান্স ইউজার হবেন ,……… আলটিমেটলি আমার কমিউনিটি ও হবে এ্যাডভান্স। এই অবস্থায় আপনার কমিউনিটির কেউ যদি কয়েকদিনের জন্যে আপনার পিসি বা ল্যাপটপটি ব্যবহার করে, তখন কি হবে বলার অপেক্ষা রাখেনা।
তবে হোম ইউজারদের জন্যে এটি একটি পারফেক্ট চয়েজ

ধন্যবাদ আপনাকে। তবে ডাউনলোড লিংকটা মনে হয় দেখলাম না।যেহেতু সফটওয়্যার টা আমি আগে থেকেই ইউজ্‌ করতাম তাই এটি আমি আমার ওয়েব সাইট এ আপলোড করে রেখেছিলাম, কারো দরকার হলে এখান থেকে ফ্রী ডাউনলোড করে নিতে পারেন। http://www.linkinworld.com/softwares_collection/file_hide_software_Winmend.htm (মাত্র 1.63 MB)

টিনটিন ভাই আপনাকে ধন্যবাদ ।
আর linkinworld ভাই টিউন ভাল ভাবে দেখে com: করবেন……

আপনাকে ধন্যবাদ ।

English Diya Bangla Lekhar Jonno Sorry!! Ai Software ti Onekai Hoi to Use Koren.Valo Software.
Aitite Aro ekti Subidha Ase Saiti Holo Windows Dileo File Show Hoi NA Aiti Akti Darun Dik.Try Kore Dakte Paren….
Thank you.

are abul naki. download file kothay?

Level 0

টিনটিন ভাইয়া, অনেক সমস্যায় পড়ে আপনাকে লিখতে বসছি।আমি আমার লেপটপ টা windows set up দিছিলাম।এর পরে winmend এ থাকা আমার সবগুলা ফোল্ডার আর খুজে পাইতেছিনা, আমার লেপটপে ও পাইতেছিনা, winmend এর ভিতরেও পাইতেছিনা,পরে winmend ও নতুন করে download করে আবার reinstall করেছিলাম। দয়া করে আমাকে একটু সাহায্য করেন।ফোল্ডার গুলা অনেক গুরুত্তপুর্ন ছিল।