আমরা অনেকেই উইন্ডোজ 7 এ বিভিন্ন থিম ইউজ করি, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে তেমনি একটি থিমের। এটি মুলত একটি transformation packযা আপনার উইন্ডোজ 7 কে পুরোপুরি উবুন্টু ১১.০৪ এর রুপ দিবে, কিন্তু কাজে-কর্মে উইন্ডোজ 7 ই থাকবে । আসুন দেখে নেই এর রুপ।
এখান থেকে ডাউনলোড করুন ৩৬ মেগাবাইটের এই transformation pack টি।ইন্সটল করুন, ইন্সটলের শেষের দিকে castro pack নামাতে বলবে, কোনও দরকার নাই, cancel korun, ওটা ফারদার কাস্টোমাইজেশনের জন্য।
* এখানে বলে রাখা ভালো অনেকেরি অভিযোগ transformation pack ইউজ করলে পিসি স্লো হয়ে যায়। আপনারা transformation pack টি ইন্সটল করার পর এই কাজগুলু করবেন তাহলে ার পিসি স্লো হবার সম্ভাবনা নেই। Start menu তে ক্লিক করে সার্চের যায়গায় টাইপ করুন msconfig এবং Enter চাপুন, ছবির মত
এবার System Configuration tool থেকে Startup সিলেক্ট করে ওখান থেকে Rain meter, Smart flip, Virtuawin, Yod3m এগুলু থেকে টিকমার্ক উঠিয়ে দিন, সোজা কথা এগুলু ডিজএবল করুন। OK ক্লিক করে Windows রিস্টার্ট করুন।এগুলো মুলত উবুন্টুর বিভিন্ন সুবিধা, যার সাথে আমরা জানালা ব্যাবহারকারিরা খুব একটা অভ্যস্ত নই।
* transformation pack টি ভালো না লাগলে নরমাল প্রোগ্রামের মতই আনইন্সটল করুন
* অবশেষে কিছু কথা। এটি উবুন্টু ১১।০৪ এর একটি transformation pack মাত্র। এটি ব্যাবহার করলেই বুঝতে পারবেন উবুন্টুর ইউজার ইন্টারফেইস জানালার চেয়ে কত ভালো , এবং উবুন্টু ফ্রী । আমরা অধিকাংশই জানালা ব্যাবহার করি ক্র্যাক করে, যা একরকম চুরি করা। আমরা পৃথিবীর অন্যতম প্রধান পাইরেটেড সফট ইউজার, যা লজ্জাজনক । এটি আমরা এখনো করতে পারছি ঠিকই, তার মানেযে আমরা অনেক চালাক তা কিন্তু না। সফটওয়্যার কোম্পানিগুলুও জানে আমরা ক্রাক করে ইউজ করছি। কিন্তু আমার জানা মতে একটি চুক্তি আছে যাতে আছে ২০১৩/১৪ সালের পর আমাদের এখানে কেউ পাইরেটেড সফট ইউজ করলে উক্ত কোম্পানি মামলা করতে পারবে। তাই আমাদের এখন থেকেই ওপেনসোর্স সফট ইউজ করে অভ্যস্ত হওয়া উচিত। উবুন্টুর চেহারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একসময় উবুন্টু OS ট্রাই করবেন। চেহারা ভালো লাগলে পারফরমেন্স অবশ্যই আরও ভালো লাগবে।
শেষমেষ চান্সে আমার ডেস্কটপের ছবিটা আপনাদের দেখাইয়া দেই
পূর্বে আমার সামু ব্লগে প্রকাশিত
আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি
বাংলাদেশে ঝুলন্ত মামলাই হবে ।