মুভিপ্রেমিকেরা ডাউনলোড করুন ‘Source Code’ এর হাই-কোয়ালিটি প্রিন্ট (৪০০ মেগাবাইট)

Source Code ছবিটা একটি সাই-ফাই টাইপের মুভি, ছবিটার হল প্রিন্ট বের হওয়ার পর থেকেই নামানোর খুব শখ ছিলB-), এতদিন অপেক্ষায় ছিলাম কম মেগাতে ভালো প্রিন্টের B:-) , আজ পেয়ে গেলাম।ছবিটির IMDB রেটিং 7.7 এবং rottentomatoes রেটিং ৯১%

ডাউনলোড লিঙ্কঃ মিডিয়াফায়ার লিঙ্ক

পার্ট ১ পার্ট ২ পার্ট ৩

যারা পার্ট ফাইল জোরা লাগাতে পারেন না, তারা এখান থেকে  নামের ছোট একটা সফট নামিয়ে ইন্সটল করুন। এরপর আপনি যেই ৩ টি পার্ট নামালেন সেগুলু এক ফোল্ডারে রাখুন। এবার hj split ওপেন করে join এ ক্লিক করে input folder ক্লিক করে আপনি পার্টগুলু যেই ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারটাতে যান, আপনি ১ম পার্ট-টা দেখতে পারবেন ওইটাই সিলেক্ট করুন, আর জয়েন করুন, দেখবেন আপনি যেই ফোল্ডারে পার্টগুলু রেখেছিলেন সেখানে মুভিটা চলে এসেছে

*যেহেতু আমি আপলোড করিনি তাই সম্ভব হলে এখানে গিয়ে ধন্যবাদ জানাবেন । !:#P

*আর এই পোস্ট সরাসরি  টেকটিউন্সের সাথে যায়না, যেহেতু সাই-ফাই মুভি তাই শেয়ার করলাম, একজনের কাজে লাগলেও আমি সার্থক।

*পূর্বে আমার সামু ব্লগে প্রকাশিত।

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটি কি ধরনের মুভি ?

    সাই-ফাই টাইপের মুভি, IMDB লিঙ্কে গেলেই বিস্তারিত জানতে পারবেন, ভালোই লাগবে আশা করি 🙂

Level 0

হায় হায় রে ডাউনলোড করতে করতে মইরা যামু। কেবল মাত্র ২.৫০ জিবির একটা মুভি ডাউনলোড করলাম। আবারও ডাউনলোড 🙁 কিউবি তো আমাকে মাইর দিবো। 😛

    ২.৫০ জিবির একটা মুভি !!! এত্ত বড় সাইজের নামান কেন? ছোট সাইজের BR RIP প্রিন্ট নামালেইতো পারেন, ২.৫০ জিবিতে ৬ টা মুভি নামাতে পারতেন, তবে 720p/1080p চাইলে বড় সাইজেই নামাতে হবে 😉

    Level 0

    2.5GB তে মুভি যে কোয়ালিটির এবং দেখে যে মজা পাবেন হবে সেটা ৪০০ মেগাবাইট এ পাবেন না।আমি আভাটার টরেন্ট থেকে নামিয়েছি।সাইয কত জানেন? ৩.৫জিবি।LED মনিটর এ দেখলে মুখ হা করে রাখবেন।চোখ সরাতে ইচ্ছা হবেনা।

    মুকুট ভাই কি বলতে চান ব্লু-রে কোয়ালিটি আমি দেখিনি !!! 😉 আমি ছোট সাইজেই মুভি নামাই ব্যান্ডউইথ এবং হার্ডডিস্কের জায়গা বাচানোর জন্য, টরেন্টের মত স্লো-স্পীডের সোর্স থেকে ৩.৫জিবি নামানোর মত ধৈর্য কখনই বোধহয় হবেনা, আমারও LED মনিটর 😛
    কমেন্টের জন্য ধন্যবাদ মুকুট ভাই।ভালো থাকবেন।

    Level 0

    আমার হার্ড ডিস্ক মাত্র ৮০ জিবি।প্রসেসর সেলেরন।এখন বুঝেন অবস্থা।তার পরেও নামাই।নামিয়ে ল্যাপ্টপ দেখি।আমার ধইর্য আছে।৭ থেকে ৮ দিন লাগে নামতে।হাহাহাহা

    Level 2

    vai,amake hd moovie download korar link diben plz?

Level 0

ভাই দুষ্ট সামু আমাকে ব্যান করে দিছে। শুধু নিজের ব্লগ ছাড়া অন্য কারো ব্লগে কিছু করতে পারি না 🙁

    ভাইরে আপনিতো সেফ হবার পড়ে ব্যান হইছেন, আর আমি সেইফ হইতে না পাইরা সামুতে কান্তাছি

    গতকালকেও সেফ করার জন্য "এই সময়টুকু গার্লফ্রেন্ডের জল্লাদ বাপেরে দিলেও মাইয়াটা আমার হাতে তুইল্লা দিতোমহামান্য মডুগন আমাকে ব্যান করুন" এই শিরোনামে একটা পোস্ট করছি 🙁

    পারলে পোস্টটা দেইখা আইসেন

    http://www.somewhereinblog.net/blog/ismail1971/29394957

    পুরোপুরি ফালতু System, আমি তো ৮ মাস ২ ঘন্টা ধরে ঝুলছি…

    আমার প্রশ্ন: সামুতে Safe হতে গেলে কি করতে হয়?

    @D!pu >>> এখনও বৃষ্টি পড়ে ভাইয়া একটা সত্যি কথা হলও সামু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগ। যতদূর জানি, সামুর মডারেটররা নতুন নিক রেজিস্ট্রেশনের পর প্রথম ৭দিন watch এ রাখে্ন। সেফ না করার একটা কারণ হতে পারে এই ওয়াচ টাইম এর ভিতর যথাসংখ্যক পোস্ট না দেয়া। ওয়াচের বাইরে চলে গেলে হয়ত এর পরের লেখাগুলো মডুরা আমলেই নেন না…… এই সেইফ না হওয়া নিয়ে যে কি দুঃখে আছি তা বলে বুঝানো কঠিন 🙁
    পারলে আমার উপরে লিঙ্কে গিয়ে একটু দেখে আসবেন

    r ame 2bosor 3 mas dore opekkhai ace ,ekto deaka asen
    http://www.somewhereinblog.net/blog/jado
    পোস্ট করেছেন: ৬টি
    মন্তব্য করেছেন: ২টি
    মন্তব্য পেয়েছেন: ৪টি
    ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস
    ব্লগটি মোট ৭৬ বার দেখা হয়েছে
    ekono amar samne jole
    দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।
    লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা – নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।
    bhai ame kobe poraton hobo??????ame ke flooding kore?????????/aschorjo rokom kotabarta.ora pagool hoe gece

    আমি ত কুনো পোস্ট না করেই সেফ হইসি

ভাইগো কি মুভির লিঙ্ক চাইলেন বুঝা গেলো না, মনে হলও herry porter সিরিজের মুভিগুলুর লিঙ্ক চাচ্ছেন, যদি নামগুলু উল্লেখ্য করে দেন ভালো হয়, আজ রাত হয়ে গেলো, আপনি নামগুলু লিখে যাবেন, আমি ছোট সাইজের মধ্যে ভালো লিঙ্ক খুজে দেয়ার চেষ্টা করবো

ধুর ৩ দিন আগে দিতে পারলেন না!!!
আজ আমার জিপির P3 শেষ হয়ে গেল |
এখন রবির ৫১৭ টাকায় ৩ জিবি নিছি |
স্পীড খারাপ না |

    হুম রবির স্পীড এভারেজে সব যায়গাতেই ভালো, আর জিপির নাকি ইদানিং নেটে সমস্যা হচ্ছে কারন ওরা ওদের নেটওয়ার্ক 3G তে আপগ্রেড করছে, আমি এই মাসে কিউবি আনলিমিটেড থেকে ১২ জিবিতে আসলাম, ১২ জিবি নিয়েই এইটা ডাউনলোডের সাহস করিনাই, বন্ধুকে দিয়ে ডাউনলোডাইছি 😉

    আপনিও একি পদ্ধতি অবলম্বন করুন 😛

Level 3

ভাই Moner_Manush_(2010)_-_Bangla_Movie_-_DVDRip_-_x264_-_AAC_-_[DET].m4v.004 এটা কোন প্লেয়ারে চলবে?

    ভাই, এটাতো একটা Part, সবগুলো Part নামিয়ে HJSplit অথবা 7zip দিয়ে জোড়া লাগাতে হবে…

    VLC বা KM player-i সাধারনত সব ফরমেট চলে, না চললে K-Lite Codec Pack নামিয়ে নিন

    Level 0

    ভাই যে লিঙ্কটা দিয়েছেন সেটা HJ split (লিঙ্কটি উপরে দেয়া আছে) দিয়ে টুকরো করা কয়েকটি টুকরোর একটি, সব গুলো টুকরো জোগাড় করে সেই প্রোগ্রাম দিয়ে জোড়া লাগান তখন ফাইলটি দেখতে হবে এই রকম – Moner_Manush_(2010)_-_Bangla_Movie_-_DVDRip_-_x264_-_AAC_-_[DET].mkv আর এই ফাইলটি চালানোর আপনার প্রয়োজন হবে k-lite mega pack এর latest version – http://www.codecguide.com/download_k-lite_codec_pack_mega.htm এটা দিয়ে আপনি প্রায় যে কোন ফরমেটের ভিডিও ফাইল প্লে করতে পারবেন।
    ধন্যবাদ

    Level 0

    আমি নামিয়েছিলাম কিন্তু অনেক চেষ্টা করেও জোড়া লাগাতে পারি নাই । অন্য সফটওয়্যার দিয়েও চেষ্টা করছিলাম । অনেক আশা করে নামিয়েছিলাম । কিন্তু কপাল খারাপ ছিল ।

ভাই নিচে মুভি গুলোর নাম দেয়া হলো । দয়া করে ভাল প্রিন্টের মদ্দে কম সাইজ আর লিঙ্ক দিবেন।
১। Harry Potter and the Philosopher's Stone (2001)
২। Harry Potter and the Chamber of Secrets (2002)
৩। Harry Potter and the Prisoner of Azkaban (2004)
৪। Harry Potter and the Goblet of Fire (2005)
৫। Harry Potter and the Order of the Phoenix (2007)
৬। Harry Potter and the Half-Blood Prince (2009)
৭। Harry Potter and the Deathly Hallows – Part 1 (2010)
আবার অনুরোধ খারাপ প্রিন্ট এর লিঙ্ক দিয়েন না।
আপনাকে Thank You….

    ১। Harry Potter and the Philosopher’s Stone (2001) ৫৫০ মেগা

    links
    Part 1- http://www.mediafire.com/?62d6j9hc13r
    Part 2-http://www.mediafire.com/?z6g0fmodkvo
    Part 3-http://www.mediafire.com/?vi4njwjgnmu8n84 তে পাসওয়ার্ড : mediafire4u.com
    Part 4-http://www.mediafire.com/?22o328s77vo

    ডাউনলোডের আগে অবশ্যই প্রত্যেকটা লিঙ্ক চেক করে নিবেন, এটাই নেটে থাকা সবচেয়ে ছোট সাইজের ভাল প্রিন্ট পেলাম, অন্নগুলু ৭০০-৮০০ মেগা, বাকিগুলু আস্তে আস্তে চেষ্টা করবো

    Level 0

    go to http://www.mediafire4U.com then list of movies.u may get all the movies.this is a very good site.

Level 0

বুঝতেছিলাম না যে ৪০০ MB তে কিভাবে BR RIP পাওয়া যায় । পরে দেখলাম Resolution কম । মাত্র ৭০০*৪০০ । ফুল স্ক্রীন করলে ফেটে যেতে পারে ।

    সকল BR RIP এই Resolution কমিয়ে সাইজ ছোট করা হয়, এটা আপনি নেটে যেখান থেকেই ডাউনলোড করুন না কেন, আমি ছোট সাইজেই মুভি নামাই ব্যান্ডউইথ এবং হার্ডডিস্কের জায়গা বাচানোর জন্য, এবং BR RIP ফুল স্ক্রীন করলে তখনই ফেটে যেতে পারে যদি আপনার মনিটর অনেক বড় হয়, কমেন্টের জন্য ধন্যবাদ 😉

Level 0

ভাই ফাইলটা BRRIP তো? কারণ এটার Resolution কিন্তু কম। Download শেষ (১৫ মিনিট লাগল) এখনও extract করিনি।
@Repon13 আপনার স্ক্রীন সাইজ কত? আমারটা ২২" আমারটাতে তো ফাটে না। এর স্ক্রীনের সামনে বসে মুভি দেখলেতো খনিকটা খারাপ লাগবে।

    Level 0

    আমার ভাই ১৯.৫" । আপনি কি লাইন ব্যবহার করেন । নাকি বাইরে থাকেন ? আর ১৫০/২০০ MB হলে ১২৫০ Resolution এর টাই পাওয়া যাবে । তবে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে । এখনও Br rip পাওয়া যায় কিন্তু সাইজ অনেক বড় । টরেন্টে আছে ।

    ভাই ঢাকাতেই থাকি, Resolution ১২৫০??? meaning?? আমি জানতাম HD resolution গুলো 1280x720p or 1920x1080i or 1920x1080p হয়। আর আপনি ১৫০/২০০MB তে কিভাবে সেই Resolution পাবেন? একটা 720p HD file নরমালি 350 MB ~ 600MB (24min anime) হয় আর HD 1920x1080i or 1920x1080p file গুলো 1 GB~2GB or more (24min anime) হয়, anime দেখার হবি আছে তাই আপনাকে সেই দৃষ্টিকোণ থেকে উদাহরণ দিলাম। এই লিংকে যান – http://www.300mbfilms.com সেখানে আপনি ১টিও BR"RIP" ফাইলও ~৬৫০ MB এর নিচে পাবেন না আর যদি পেয়ে যান তবে তার রানটাইম কম হবে। আর আমি ব্রডব্যান্ড ইউজ করি (তিনটি 4.5Mbps,2.1Mbps & 360 Kbps)। আর টরেন্ট সাইজ কত বড়?
    ধন্যবাদ

    সানি ভাই আমি ধরেই নিছিলাম আপনি বাইরে থাকেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীও ১৫ মিনিটে ৪০০ মেগা নামাইতে পারে কিনা তা নিয়ে সন্দেও ছিল, যাইহোক আপনার লাইনগুলুর স্পীড দেখে একদিকে যেমন হিংসা হচ্ছে, আরেকদিকে ভালো লাগছে একদিন আমিও হয়তবা এরকম স্পীড পাবো 😛 anime দেখি আমিও 😉

    Repon ভাই আপনাকে কয়েকটা বেসিক কথা বলি, টরেন্টে মুলত ভালো সিডের যেই মুভি গুলু থাকে সেগুলু রানটাইম ভেদে ৭০০-৮০০ মেগা এবং ডিভিডি রিপ। আর যদি 720p/1080p সেগুলু সাধারনত ১.৫-৩ গিগা। আমারও মুভি নামানোর হাতেখরি টরেন্ট দিয়ে। কিন্তু এখন আর ওদিকে যাইনা কারন ৮০০ মেগাতে ১ টা মুভি নামানোর চেয়ে BD/BRRIP এর ২ টা মুভি নামানো আমার জন্য বেশি সুবিধা।রেজুলেশন কিছুটা কম পেলেও ব্যান্ডউইথ এবং হার্ডডিস্কের জায়গা বাচে। কারন খুব বড় সাইজ নামানোর সময় যেমন বেশি লাগে, তেমনি কয়দিন পরে ডিলিট করতেও খারাপ লাগে। সাইজ ছোট হলে ডিভিডিতে বার্ন করে রাখি। এটা আমার জন্য সুবিধা। আবার আপনার জন্য বিষয়টা অন্যরকমও হতে পারে। জাস্ট কথাগুলু শেয়ার করলাম, আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারি 😉

    নোবেলবিজয়ী টিপু ভাই আমদের মাননীয় প্রধানমন্ত্রীর internet টা হচ্ছে speed on demand চাওয়ার আগে বেড়ে যায় 😀 , আমরা যেগুলো ইউজ করি তাদের স্পীড ISP সাথে শতবার ঝগড়াঝাঁটি মারামারি করেও বাড়ে না বরং কমে 🙁 এবং মাস শেষে বিল শুধু বাড়ে বৈ কমে না 🙁 আমি যে নেট ইউজ করে টা নিয়ে বড়াই করার কিছু নেই আমার মূল লাইন হচ্ছে – 360 Kbps, আর 2.1Mbps dedicated (১৩ মাস যাবত ইউজ হচ্ছে) টা হচ্ছে তাদের লিস্ট থেকে পাওয়া আর 4.7Mbps (আগে 4.5 ছিল) টাও আরেক লিস্ট থেকে পাওয়া আমার মাসিক চার্জ হচ্ছে ৬০০ টাকা। আমি হিংসা করি একে – Sigbritt Löthberg কেন? জানতে দয়া করে এই সাইটে ঘুরে আসুন – http://www.thelocal.se/7869/20070712 এবং http://www.wayodd.com/elderly-woman-who-never-used-computer-has-fastest-internet-connection-in-world/v/7691
    উনি যে ব্যন্ডউইথ ইউজ করেন টা আমাদের বাংলাদেশের বর্তমানে "ইউজ" হওয়া ব্যন্ডউইথের সমষ্টির সমান।
    ধন্যবাদ

    Level 0

    1280x720p এই Resolution টাই বলতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম তাই ১২৫০ লিখে দিয়েছিলাম । ১৫০/২০০ মানে বুঝেন নাই আপনি, বলেছি ওই ৪০০ MB এর সাথে আর ১৫০/২০০ MB বাড়িয়ে নিলে 1280x720p এই Resolution এই পাওয়া যাবে । সানি ভাই আপনি কোন এলাকায় থাকেন,বলেন তো ? দেখি লাইন আনা যায় কিনা ।

    @Repon13
    ভাই আপনি কোথায় থাকেন? আমি যাত্রাবাড়ি এরিয়ায় থাকি। আর যে ISPর ব্রডব্যান্ড ইউজ করি সেখানে আমার এক বন্ধু চাকরি করে, তার সুবাদে আমি ৩৫০কেবি/সে ইউজ করি মাসে ৬০০ টাকা। আর Dedicated ২.১ এমবিপিএস ও ৫.২ এমবিপিএস (আরও বৃদ্ধি পাচ্ছে) টার খবর সেও জানে না 😉 ; সেটা আমার ব্রেইন খাটিয়ে তাদের লিস্ট থেকে বের করেছি 🙂 ।
    ধন্যবাদ 🙂

ভাই ফাইলটা BRRIP নয়। কারণ TS release এর পর এত তারাতারি BR release হতে পারেনা। সাইজ এবং রেজোলিউশান হুবহু TS release এর মত শুধু কোরিয়ান সাবটাইটেল হার্ড কোডিং করা। ভুল থাকলে শুধরে দেবেন আশাকরি।
ধন্যবাদ

Level 0

ভাইয়ারা, আপনারা কি কমেন্ট করছেন কিছুই বুঝি না। কেউ কি মুভি টা ডাউনলোড করেছেন ? আমার তো মনে হয় না। কেউ নামাইলে দয়া করে বলবেন কি এটা কি ? Blue Ray Rip/ Dvd Rip/ R5/ Theater Screen ?

আমার মনে হয় কমেস্ট সেকশানে এটা আগে দেওয়া উচিত পরে অন্য আলোচনা।

@anirban014 ভাই এটা BRRIP কিন্তু কোরিয়ান সাবটাইটেল হার্ড কোডিং করা। এটাই নেটে থাকা সবচেয়ে ছোট সাইজের ভালো প্রিন্ট 🙂

ভাই, এক পার্ট এর মিডিয়াফায়ারের লিঙ্ক থাকলে দয়া করে জানাবেন।
ধন্যবাদ। ভাল থাকবেন।

    এক পার্ট এর মিডিয়াফায়ারের লিঙ্ক সাধারনত পাওয়া যায়না, কেননা সাধারানত অনেকেরই প্রিমিয়াম একাউন্ট থাকেনা, তবে পেলে জানাবো।
    আপনিও ভাল থাকবেন। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ 🙂

Winrar দিয়ে extrack করতে গেলে error আসে

    ইতিমধ্যেই অনেকে ডাউনলোড করেছেন, কারোরই এই সমস্যা হয়নি, আপনি একটু আবারও ট্রাই করুন 🙁

Level 0

Vai ami Indian Bangla Paglu movie ta khujtasi but passi na akto help korben?

Level 3

কাজ হয়েছে, D!pu ,নোবেলবিজয়ী টিপু, sunny, আপনাদের thanks সবাইকে।

Level 0

Bai ame source code pora ta download korse but extrat korte parese na tai chole na help chi please.

rar file kibabe media player die open korbo……….???

    রার ফাইল ওপেন করার জন্য আপনাকে আগে এক্সট্রাক্ট করতে হবে এই জন্য সফট লাগবে
    http://www.somewhereinblog.net/blog/rafi_mahmud/29387597 এখান থেকে উইনরার বা 7 জিপ ডাউনলোড করে ইন্সটল করে নিন, এরপর যেই তিনটা পার্ট নামিয়েছেন সেগুলুর মধ্যে ১ নাম্বারটাতে রাইট ক্লিক করে দেখবেন অপশন আসবে extract here ওখানে ক্লিক করে এক্সট্রাক্ট করলেই হবে, শুধু প্রথমটা এক্সট্রাক্ট করলেই দেখবেন ওই ফোল্ডারে আপনার মুভিটা চলে আসছে। এটাতো অনেক দিন আগের পোস্ট, এতো দিনে এই মুভির আরও ভালো প্রিন্ট চলে আসছে । সমস্যা হলে জানাবেন ।

Level 0

link does not working

Level 3

ইসমাইল ভাই , আপনি তো চলে গেছেন আমাদের সবাইকে না বলে 🙁 অজানা সেই দেশে ।
মুভির DOWNLOAD লিংকটা না হয় দিয়ে দিলাম । যেখানে থাকবেন ভালো থাকবেন ।
MAY ALLAH HELP YOU . মহান আল্লাহ্‌ আপনাকে জান্নাত দান করুন ( আমিন )
http://www.mediafire.com/?ieco8v83kka6k9e
http://www.mediafire.com/?efeshrcc9ac4dz2
http://www.mediafire.com/?bpx97lxyoog1txt