আস-সালামু-আলাইকুম।
অনেক দিন পর লিখতে বসলাম।ভালো কোনো সফটওয়্যার পাচ্ছিলাম না টিউন করার মত।তাই পুরানো আর জনপ্রিও সফটওয়্যার নিয়ে টিউন করতে ইচ্ছে হলো।
আমি বিগত ৩বছর ধরে একটা মাল্টিমিডিয়া প্লেয়ার ব্যবহার করছি।সেটা আমার দেখা সেরা ও আমার কাছেও সেরা প্লেয়ার।আপনাদের কাছে কেমন সেটা আমি জানিনা।কিন্তু এই প্লেয়ার দিয়ে চলেনে এমন ফাইল খুব কম ই আছে।
প্লেয়ার টির নাম GOM PLAYER.এটা একটা কোডেক প্লেয়ার।তাই মোটামুটি সব মাল্টিমিডিয়া ফাইল এতে চল্বে।না চললেও চিন্তার কোনো কারন নাই।কারন আমি সব গুলা কোডেক ডাউনলোড করে .RAR ফাইল এ ঢুকিয়ে দিয়েছি।আপনাকে শুধুমাত্র ছোট একটি কষ্ট করতে হবে।তা হল .RAR ফাইল কে এক্সট্রাক্ট করে Gom Players সহ অন্যান্য Codec ইন্সটল করে নিন।
ছবি তে লক্ষ করুন।Launce Multiple Player এ টিক দিলে আপনি এক সাথে অনেক গুলো প্লেয়ার চালাতে পারবেন।
Get more skin এ ক্লিক করে আপনি এর Skin পরিবর্তন করতে পারবেন।
ছবি তে প্লেয়ার এর Control Panel দেখুন।ভিডিও তে আপনি আপনার ইচ্ছেমত উজ্জলতা,কালার নিওয়ন্ত্রন করতে পারবনে যেটা অন্যান্য প্লেয়ার এ খুব কম ই দেখা জায়।এছারা Screen Capture থেকে আপনি আপনার পছন্দ অনুযাই Still Picture তুলতে পারবেন।
Control Panel এর Audio থেকে আপনার পছন্দ অনুযায়ি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন।
Preference option এর উপরের শেষ টি তে ক্লিক করে প্লে লিস্ট এ ইচ্ছে মত Audio,Video যোগ করে চালাতে পারবেন।
এর সাথে যে Codec গুলো দিয়েছ সেগুলো হলো
এছারা যদি কখনো কোনো ফাইল না চলে তবে Find Codec এ ক্লিক করে নামিয়ে নিতে পারবেন।
সবাই কে ধন্যবাদ।এছারা যদি কারো কোনো সমস্যা অথবা জিজ্ঞাসা থাকে তবে আমাকে জানান।
হযরত মুহাম্মাদ (সঃ) এর নাম শুনলে প্রথম বার দুরুদ পড়া ওয়াজীব। দুরুদ টি হলো :::
""" সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম """"
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
অনেক অনেক ধন্যবাদ মিডিয়া প্লেয়ারটি শেয়ার করার জন্য,
প্লেয়ারটি সত্যি অনেক ভাল আমি নিজেও ব্যাবহার করেছি।