আল্লাহর কালামের পর সর্বাধিক আকর্ষণ যে জিনিশের মধ্যে রয়েছে তা হল তার রসূলের হাদীস।হাদীসের মধ্যে আবার সর্বাধিক আকর্ষণ রয়েছে হাদীসে কুদসীতে।প্রিয় রসূল যেসব হাদীসের সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহর সাথে সেগুলোই হাদীসে কুদসী।যেমন- আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত,তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে,আল্লাহ বলেন, আদম সন্তান আমকে কষ্ট দেয়।সে সময়-কালকে গালি দেয়।অথচ আমিই সময় কাল।আমার হাতেই সবকিছুর পরিচালনা ও নিয়ন্তণের সর্বময় ক্ষমতা।দিনরাত্রির আবর্তন আমিই করে থাকি। নির্ভরযোগ্য ৬ খানা হাদীস গ্রন্হ থেকে সকল হাদীসে কুদসী এক করে সংকলন করা হয়ছে সিহাহ্ সিত্তার হাদীসে কুদসী নামক এই বইটি।আশা করি পাঠক বইটির মাধ্যমে অনেক উপকৃত হবেন।
ডাউনলোড লিঙ্ক-
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। ডাউনলোড করছি। দেখি কেমন।