আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে।

হ্যাঁ আজ আমি আপনাদের সাথে সেই ছোট্ট একটা সফটওয়ার নিয়ে বকাবকি করবো সেটাই সেই জটিল সফটওয়্যার যা আপনার মনিটরের মধ্যে পানি সহ বিজলী ও প্রবেশ করিয়ে দিবে।এই একটা স্ক্রিন সেভার যা কম্পিউটার এ কেউ কাজ না করলে ভেসে আসে।

ScreenSaver%252520%252528Medium%252529 আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে। || বিডিরঙ.কম

বেশ কিছুদিন আগে আমি আমার কম্পিউটারে এই স্ক্রিন সেভার টি ইন্সটল করি এবং সেই সময় কি নিয়ে যেন একটু ব্যাস্ত ছিলাম তাই দেখার সময় হয়নি বেশ কয়েকদিন পরে আমার কম্পিউটার অন রেখে একটু বাইরে যায় কিছুক্ষণ পরে আমি আমার মনিটর দেখে আবাক একি অবস্থা আমার কম্পিউটারে কে পানি ঢুকাল? তাড়াহুড়া করে কম্পিউটার অফ করবো বলে যেমন মাউস এ হাত দিলাম তারপর বেশ চমক পেলাম মনে পরে গেল এইটা সেই স্ক্রিন সেভার। আপনার সাউন্ড বক্সের ভলিউম একটু বেশিই বারিয়ে রাখবেন তাহলে বেশি মজা পাবেন।

ScreenSaver2%252520%252528Medium%252529 আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে। || বিডিরঙ.কম

যদি আপনার কম্পিউটার টি বাড়িতে থাকে তাহলে সহজেই সবাইকে চমকাতে পারবেন। সফটওয়্যার টি নিচের লিংক থেকে ডাউনলোড করুণ এবং পুরা হারে মজা লুটুন।

Download Mediafire Link

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম। এটা কয়দিন আগেই বিডিরং এর দেখে ডাউনলোড দিসি। মজার 😛

    আপনি ছবিগুলা পিকাসায় দিয়েছেন তাইনা? টিটি তে ইনসার্ট করার সময় http:// দিবেন। https:// দিলে অনেক সময় ছবি দেখা যায়না

    জানা ছিল না যে টিটি তে এই ধরনের সমস্যা আছে। ধন্যবাদ মিনহাজুল ভাই।

Level 0

আমিনুল ভাইয়া, চমৎকার একটি উপহার দেওয়ার জন্য ধণ্যবাদ।

এটি নিয়ে সম্ভবত একটি টিউন হয়েছে….

জোশশশশশশশ !!!!!!!!!

Level 0

এটি উপহার দেওয়ার জন্য ধণ্যবাদ।

Level 0

হুম………ভালো লাগলো । ধন্যবাদ।।

ভালো লাগলো আমিনুল ভাই

ভাই, খুব্বি সুন্দর হইসে …

ভাল হয়েছে ভাই। তবে ছবিগুলো দেখা যাচ্ছে না তো। পারলে আপডেট করে দিন। অনেক অনেক…………………ধন্যবাদ।

    এখন দেখা যাবে। আপনাকেও জটিল একটা ধন্যবাদ

আমিনুল ভাই, হাসান জোবায়ের (আল-ফাতাহ) ভাই এটা নিয়ে অনেক দিন আগে টিউন করেছিলেন। তবুও আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

যদিও টিউনটি আগে হইছে তারপরেও আপনাকে ধন্যবাদ টিউনটির জন্য,
যাহারা আগে সফটি পায় নাই তাহারা এখন আপনার টিউন থেকে পেয়ে যাবে।

    আতাউর ভাই আপনার সাথে সহমত

হুউম ।

ভাল জিনিস

অন্যের জিনিস চুরি করে কতদিন, নিজে কিছু করেন ভাই,

    এটা কেমন ধরনের কথা হল ভাই আমি এটা কার সম্পদ চুরি করলাম যে আপনি এই বাজে ধরনের মন্তব্য করলেন? আপনি শুধু এই লিংক এ ভিজিট করুণ ও দেখুন যে আমি জিনসটা কিভাবে চুরি করলাম।

    টেকটিউনস সকল টিউনার কে তাদের নিজ টিউন ও মন্তব্য সম্পাদনা করার অধিকার দিয়েছে তাই আমি আপনার মন্তব্য টা মুছে ফেলে দিতে পারতাম কিন্তু তা করলাম না। আসলে এটা কোন যুক্তির কথাই ছিল না।

    ফ্রী জিনিশ কি কখনো চুরি করা যায়?

Level 0

মনে মনে আমি এটাই খুজেছি….
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।