অনেক দিন যাবত টেকটিউনস এ দেখতেই চলেছি প্রিমিয়াম কুকি আর প্রিমিয়াম অ্যাকাউন্ট এর অনেক পোস্ট। কিন্তু আমি কোনদিন প্রিমিয়াম অ্যাকাউন্ট বা প্রিমিয়াম কুকি ব্যবহার করি নাই। এবং একবারও চেষ্টা করে দেখি নাই। কারন আমার কিছু জানাশুনা ওয়েব সাইট আছে যেগুলোতে ঝামেলা বিহীন ভাবেই যেকন ফাইল হোস্টের লিংক ব্যবহার করেই যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন।
এই সাইটটি আমার বেশি পছন্দ কারন এই সাইতে কোন ফাইল সাইজ লিমিট নাই। তাই ফাইল যতোই বড় হোকনা কেন ডাউনলোড হবেই। এই সাইটটি অনেক ফাস্ট কাজ করে। এই সাইটে কোন পপ-আপ এড দেয়না তাই কেউ বিরক্ত হবেন না।
প্রথমে এই লিংক এ ক্লিক করে অনলিচ.কম এ প্রবেশ করুণ এবং নিচের চিত্রের মত ওপেন হবে।
এবার লাল চিহ্নিত স্থানে মেগাআপলোড, হটফাইল, ফাইলসার্ভ ও ফাইলসনিক এর ডাউনলোড লিংক দিন এবং ডাউনলোড বাটনে চাপ দিন।
এখন আপনার দেয়া সেই লিংকের ফাইলটি তাদের সার্ভারে ডাউনলোড হচ্ছে..... হয়তো ১০ থেকে ২৫ সেকেন্ড সময় লাগতে পারে।
এবার আপনি নতুন একটা ডাউনলোড লিংক পাবেন। সেই লিংকটির উপরে ক্লিক করুণ এবং ডাউনলোড করুণ ফুল স্পিড ও রিজিউম সাপোর্ট সহ।
এই ধরনের আরও একটি ওয়েব সাইট যার শুধু ইন্টারফেস এর একটু আলাদা ছাড়া সব কিছুই একই রকম। তাই অনলিচ.কম এর সার্ভার ডাউন হয়ে থাকেলে এই সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। সাইটির নাম পেটালিচ.কম।
আশা করি অনেকের কাজে লাগবে। কোন সমস্যা ও ভালো লাগলে মন্তব্যের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ 😀
কাজ করলে প্লাস পাবেন! 😀 ট্রাই করতে যাচ্ছি।