গেম খেলতে আমরা প্রায় সবাই ভালোবাসি। কিন্তু বিশেষ করে আমাদের, যাদের পিসি একটু স্লো , র্যামের কম স্পিডের কারনে পছন্দের গেম গুলো খেলতে না পারার কারনে অনেক দুঃখ হয়। অনেক সময় দেখা যায় গেমস গুলোতে যে পরিমান র্যামের কথা বলা হয় সে পরিমান র্যাম আপনার পিসিতে আছে, গেমসটিও চলছে বাট স্লো মোশনে। তখন মাথার চুল ছিড়তে ইচ্ছা করে। ভাই দরকার নাই এই চুল ছিড়াছিড়ির। এবার এসে গেছে একটি অসামান্য সফটওয়্যার যেটি আপনাকে দিবে এক অন্যরকম গেমিং এক্সপিরিয়েন্স যা আপনি আগে কখনো পাননি, তা আপনার স্লো পিসি ই হোক অথবা ফাস্ট!!!!
সফটওয়্যারটির নাম "IObit Game Booster Premiam 2.2" । এটি আপনার গেম খেলার সময় চালু রাখলে অপ্রয়োজনীয় সকল প্রোসেস বন্ধ রাখে এবং হিউজ পরিমান র্যাম উদ্ধার করে। এছাড়া এক বিশেষ উপায়ে পিসির গেমিং পারফরমেন্স অপ্টিমাইজ করে। এছাড়া আছে আরও অনেক অনেক গেমিং অপশন!! যা একটু পরে আপনাদের বিস্তারিত বলবো। আমি বাজি ধরে বলতে পারি, আপনি যদি গেমার হোন আর এটি যদি আপনি একবার ইউজ করেন তবে আর ছাড়তে চাইবেন না।
তো আর কথা নয়, সরাসরি চলে যাবো বর্ননায়, নিজ চোখেই অবলোকন করুন এর অসামান্য ফিচার গুলি।
.
১. সফটওয়্যারটির মেইন মেনু এটি।
২. কাস্টমাইজ এ ক্লিক করুন।
৩. চিত্রের মত সেটিং করুন মানে সব গুলাতে টিক দিন।
৪. Go!!!!
৫. এর পর "System Tweaks" এ যান এবং "Top Performance" সিলেক্ট করুন!!
৬. চিত্রের মত সেটিং করে জাস্ট "Optimize"!!!!!
😉
আপনার পিসি এখন সম্পুর্ন গেমিং মুডে, মানে এক্সট্রিম গেমিং এর জন্য পুরোপুরি প্রস্তুত!! প্রোগ্রামটি মিনিমাইজ করে পছন্দের গেমটি খেলা আরম্ভ করুন, আশা করি স্লো মোশন সমস্যা সহ সকল ছোট খাটো সমস্যার সমাধান হয়ে যাবে।। 😀 😀
😉
৭. গেম খেলা শেষ হলে রিস্টোর ক্লিক করুন, পিসি চলে আসবে নরমাল মুডে।
৮. গেমিং ড্রাইভার গুলোকে নিয়মিত আপডেট রাখতে পারবেন।
৯. প্রয়োজনীয় গেমিং সফটওয়্যার গুলো আপডেট, আপগ্রেড বা ডাউনলোড করতে পারবেন, আপনার পিসিতে ইন্সটলকৃত গেম গুলোর দরকার অনুসারে এটি আপনাকে একটি লিস্ট দেখাবে।
১০. পছন্দের গেম গুলোকে স্পেশালি ডিফ্রেগ করতে পারবেন যার ফলে গেমিং হবে আরও ফাস্ট এবং আনইন্ট্রেপ্টেড!!
১১. এছাড়া আছে কিছু গেমিং টুলস যা গেম কনফিগারের কাজে লাগবে।
১২. আর আছে একটি গেম বক্স যার মধ্যে গেম গুলোর শর্টকাটস রাখতে পারবেন এবং পাবেন ওয়ান ক্লিক গেমিং লঞ্চিং সুবিধা!!
১৩. মনের মত সেটিং করে নিন প্রোগ্রাম টি।
আমার মনে হয় না এত সুবিধা আর কোন সফটওয়্যার এ পাবেন। একবার ইউজ করেই দেখুন, আশা করি উপকার পাবেন ই পাবেন।
চলুন এক নজরে দেখা যাক এই ভার্সনের সমস্ত সুবিধা গুলি।
আর কথা নয়, দেরি না করে এক্ষুনি ডাউনলোড করুন $9.99 বা প্রায় ৭০০ টাকা মুল্যের প্রিমিয়াম ভার্সনটি একেবারে বিনামুল্যে!!!!!! আছে ১০০% মানিব্যাক গ্যারান্টি, হেঃ হেঃ হেঃ 😀 🙂 😉
প্যাঁচ ফাইল সাথে দেওয়া আছে। ইন্সটলের পর সিস্টেম ট্রে থেকে প্রোগ্রামটি ক্লোজ করুন, এরপর প্যাচ করুন। ডেস্কটপের আইকন ডিলিট করে ইন্সটলেশন ফোল্ডার থেকেই প্রোগ্রামটি চালু করুন।
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
কাজ হলে আপনাকে হাজার ধন্নবাদ। আমার জন্য খুবি উপকারি