আপনার পিসির স্পীড অনেকাংশেই কমে যায় যদি পিসিকে ঠিকঠাক ডিফ্রেগমেন্ট না করা হয়। আর এ সবের জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি,কত ইউনিলিটিস ইত্যাদি ইত্যাদি।এসব হেভী ইউনিলিটিস ব্যবহারে নস্ট হয় আমাদের দুর্বল পিসির মহামুল্যবান RAM। প্রতি সপ্তাহে অন্তত ১বার পিসিকে ডিফ্রেগমেন্ট করা উচিত তার সু-সাস্থের জন্য। উইন্ডোজ এর নিজস্ব একটি ডিফ্রেগমেন্ট অপশন অবশ্য আছে তবে আমার কাছে জুতের মনে হয় না।আমি ব্যাক্তিগত ভাবে লাইটওয়েট সফটওয়্যার ব্যবহার করতে বেশি সাচ্ছন্দ বোধ করি কারন এগুলো খুব বেশি RAM ইউজ করে না।যাই হোক আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব তেমনি একটি লাইটওয়েট সফটওয়্যার এর সাথে। এর নাম "Iobit Smart Defrag"। এটি ফ্রীওয়্যার কিন্তু পিসির ড্রাইভ কে ডিফ্রেগমেন্ট করতে অতুলনীয়।যা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। এটি অত্যান্ত কম সময়ের মাঝে ডিক্স ডিফ্রেগমেন্ট করতে ওস্তাদ।
তার আগে বলে নিই যে এটি সকল ডিফ্রেগমেন্টারসের মধ্যে ২নম্বর র্যাংকিং এ আছে!!!!!!!
চলুন দেখি কিছু স্ক্রীনশট সহ বিস্তারিত বর্ননা............................
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আকাশ ভাই কেমন আসেন? অনেক দিন পরে দেখা। শেয়ার করার জন্য ধন্যবাদ