এবার পিসির ডিফ্রেগমেন্ট হবে আরও ডিপ এবং ফাস্ট, স্লো পিসির স্পীড হবে এক্সট্রিম। এসে গেল “Iobit Smart Defrag v2”

আপনার পিসির স্পীড অনেকাংশেই কমে যায় যদি পিসিকে ঠিকঠাক ডিফ্রেগমেন্ট না করা হয়। আর এ সবের জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি,কত ইউনিলিটিস ইত্যাদি ইত্যাদি।এসব হেভী ইউনিলিটিস ব্যবহারে নস্ট হয় আমাদের দুর্বল পিসির মহামুল্যবান RAM। প্রতি সপ্তাহে অন্তত ১বার পিসিকে ডিফ্রেগমেন্ট করা উচিত তার সু-সাস্থের জন্য। উইন্ডোজ এর নিজস্ব একটি ডিফ্রেগমেন্ট অপশন অবশ্য আছে তবে আমার কাছে জুতের মনে হয় না।আমি ব্যাক্তিগত ভাবে লাইটওয়েট সফটওয়্যার ব্যবহার করতে বেশি সাচ্ছন্দ বোধ করি কারন এগুলো খুব বেশি RAM ইউজ করে না।যাই হোক আজকে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব তেমনি একটি লাইটওয়েট সফটওয়্যার এর সাথে। এর নাম "Iobit Smart Defrag"। এটি ফ্রীওয়্যার কিন্তু পিসির ড্রাইভ কে ডিফ্রেগমেন্ট করতে অতুলনীয়।যা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। এটি অত্যান্ত কম সময়ের মাঝে ডিক্স ডিফ্রেগমেন্ট করতে ওস্তাদ।

তার আগে বলে নিই যে এটি সকল ডিফ্রেগমেন্টারসের মধ্যে ২নম্বর র‍্যাংকিং এ আছে!!!!!!!

চলুন দেখি কিছু স্ক্রীনশট সহ বিস্তারিত বর্ননা............................

১. সফটওয়্যারটির মেইন মেনু এটি।
২. তিন ধরনের ডিফ্রেগ অপশন আছে এতে।
৩. ডিফ্রেগ হচ্ছে।
৪. চাইলে সুবিধামত পজ ও করতে পারবেন।
৫. আছে অটোমেটিক ডিফ্রেগমেন্ট অপশন।
৬. এতে বুট টাইম ডিফ্রেগ অপশন ও আছে যা সচরাচর দেখা যায় না!!!
৭. দেখতে পারবেন ডিফ্রেগমেন্ট রিপোর্ট।
.
সবচে বড় কথা এটি ফ্রীওয়্যার!! তাতে কি চলুন এক নজরে দেখে নিই যে এর আর কমার্শিয়াল ডিফ্রেগমেন্টারসের মধ্যে পার্থক্য!!
এবার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে।
.
নতুন ভার্সনে কি কি নতুন ফিচার এড হল তাও এক নজরে দেখে নিই।
একবার ইউজ করেই দেখুন না!!! ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আকাশ ভাই কেমন আসেন? অনেক দিন পরে দেখা। শেয়ার করার জন্য ধন্যবাদ

    ভালোই আছি, আপনি কেমন?? মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

    🙁 🙁

জটিল Tune করসেন আকাশ ভাই । অনেক কাজের একটা সফটওয়্যার পাইলাম , আপনাকে ধন্যবাদ ।

    আপনাকেও অনেক ধন্যবাদ।

Level 0

আকাশ ভাই এর টিউন সব সময়েই চোক্ষাস।ধন্যবাদ।অনেক কাজে দিবে।আপনার মেরিন লাইফ এর লেখা টা ফেসবুক এ শেয়ার করেছিলাম।যারা পড়েছে তারা সবাই আপনার কষ্টে কষ্টিত(আর কোনো শব্দ খুজে পেলাম না) হয়েছেন।

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুকুট ভাই।

Level 0

আপনাকে ভাই কি বলে যে ধন্যবাদ দেব তা বলতে পারছি না …….আমি এটাই খুজছিলাম ………………………………………….
…………………………………………………মনে………………………………..মনে…………………………….রফিকুল ইসলাম

    অনেক ধন্যবাদ রফিকুল ভাই।

Level 0

ভাল টিউন।ধন্যবাদ।

    ধন্যবাদ কাজী ভাই।

Level 0

আমিও ইউজ করি ।

    অনেক ধন্যবাদ শামিম ভাই।

কার্যকারিতা দেখে সাইজে এতো ছোট হবে ভাবিনি… তবে ভালো লাগলো, ছবিগুলোকে মাঝ বরাবর এলাইনম্যান্ট করে দিলে ভালো হয়।

    হেঃ হেঃ, জাননা যে ছোট মরিচের ঝাল বেশি?? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

akas bhai acen kemon.deki use kore

    ধন্যবাদ নূর ভাই, আমি আছি ভালোই, আপনি ভালো তো?

Level 0

very nice tune-vai amar eset nod 32 anti virus er update database lagbe kew help korben

    ধন্যবাদ টুটুল ভাই।

ধন্যবাদ আকাশ ভাই, খুব ভাল লাগল কাজ শুরু করে দিয়েছি, আপনার কাছে কি ফটো ফুনিয়া সফটয়্যারটি কি আছে থাকলে শেয়ার করবেন প্লীজ।

    ধন্যবাদ নুরুল ভাই, চেস্টা করবো।

দারুন কাজের টিউন….আচ্ছা, আপনের ঐ হ্যাকিং নিয়ে ধারাবহিক টিউন তো ভালোই হচ্ছিল..থামাই দিলেন কেন??

Level 0

জটিল টীঊণ করসেন আকাশ ভাই । অনেক কাজের একটা সফটওয়্যার পাইলাম , আপনাকে ধন্যবাদ