রিমুভাল ড্রাইভের সব ভাইরাস অথবা ট্রোজান কে আটকে দিন আপনার ইউএসবি পোর্টেই!!! এসে গেছে “USB Disk Security v6.0.0.126”

আবার আপনাদের কাছে চলে এলাম আরেকটি জোশ সফটওয়্যার শেয়ার করার জন্য। আজকের সফটওয়্যার USB Disk Security। যারা এর আগের ভার্সন ইউজ করেছেন তারাই জানেন যে এর কি কেরামতি।

চলুন প্রথমে জানি বিভিন্য ভাইরাস এবং ট্রোজান কিভাবে পিসি ইনফেক্ট করে।

প্রায় সব রকমের ভাইরাস এবং ট্রোজান ফালতু জিনিস যতক্ষন না পর্যন্ত এটি রান না হয়।


আমাদের পিসিতে ৯৫% ভাইরাস এবং ট্রোজান ছড়ায় ইউএসবি ড্রাইভের মাধ্যমে। সকল ভাইরাস এবং ট্রোজানের সাথে একটি অটোরান ফাইল থাকে যেটি সাধারনত অটোরান ভাইরাস হিসাবে পরিচিত। এটি পিসিতে কোন ইউএসবি ড্রাইভ কানেক্ট করলে, ওই ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রামকে চালু করে পিসিতে প্রবেশ করায় এবং পিসির ১২টা বাজায়।
ওই অটোরান ফাইলটি ছাড়া সকল ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রাম অচল। শুধুমাত্র ডাবল ক্লিক ছাড়া এরা কোন সময়ই এক্টিভ হবেনা,এবং আপনি ম্যানুয়ালি এদের ডিলিট করতে পারবেন। সুতরাং যদি কোন উপায়ে ওই অটোরান ফাইলটি রিমুভ করা যায় তবে ভাইরাসের বাপের সাধ্য দুরের কথা দাদার সাধ্য নাই আপনার পিসিতে প্রবেশ করে।
একটু এডভান্স ইউজার হলে ইউএসবি ড্রাইভের কোন গুলো নরমাল ফাইল আর কোন গুলো ভাইরাস তা বুঝতে পারবেন। এবং চাইলে হাতে ডিলিট করতে পারবেন অথবা পিসিতে চাষ করতে পারবেন অথবা কারো দরকার হলে চরা দামে বিক্রি করতে পারবেন। অনেকে gpedit.msc পদ্ধতিতে পিসির অটোরান বন্ধ করে থাকেন আবার অনেকে Explore করে ব্রাউজ করেন,কিন্তু এগুলো করে কোন ফায়দা নাই। অটোরান ভাইরাস এই সব সিস্টেম ভেঙ্গে ফেলে পিসি ইনফ্যক্ট করে।
আজ যে ইউএসবি এন্টিভাইরাসটি আপনাদের সাথে শেয়ার করবো তার নাম USB Disk Security।  সম্প্রতি এর নতুন ভার্সন v6  বের হয়েছে। এটি এখন আগের চেয়ে অনেক উন্নত এবং বেশি অপশন সমৃদ্ধ, এই ভার্সনে এর ইন্টারফেসও অনেক সুন্দর করা হয়েছে। এটি পিসির সবরকম অটোরান অফ করে এবং দুনিয়ার তাবত Autorun ফাইল এবং শক্তিশালি বাঘা বাঘা সব Autorun ভাইরাস (যেগুলি সব বাঘা বাঘা এন্টিভাইরাস যেমন Kaspersky, Nod32, Avast, AVG, Avira ডিটেক্ট করতে পারেনা) পার্মানেন্টলি হজম করে ফেলে যার ফলে যেকোন ভাইরাস বা ট্রোজান হয়ে যায় হাতের পুতুল যাকে আপনি যেমন খুশি নাচাতে পারবেন। বরাবরের মত চলে যাই সচিত্র বর্ননায়।
.

১. আপনার প্রোটেকশন স্ট্যাটাস।

২. আছে একটি শক্তিশালী ইউএসবি শিল্ড যা আপনাকে সকল অটোরান ভাইরাস সহ বেশ কিছু ভাইরাস হতে মুক্তি দিবে।

৩. আছে ইউএসবি স্ক্যান যা ইউএসবি পোর্টে রিমুভাল ড্রাইভ লাগানোর সাথে সাথেই অটোমেটিক স্ক্যান করবে।

৪. আর অটোরান পেলে তো কথাই নেই।

৫. আপনি আপনার ইউএসবি পোর্ট হাইড অথবা  পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন।

৬. এছাড়া আছে ডিস্ক ক্লিনআপ, সিস্টেম রিপেয়ার এবং সিস্টেম অটো স্টার্ট আপের মত গুরুত্বপুর্ন অপশন।

৭. ভাইরাসের ডাস্টবিন!!!!!!
তাই একদম দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন $55 মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি। ক্র্যাক ফাইল সাথে দেওয়া আছে, যে ফোল্ডারে ইন্সটল করেছেন, সেই ফোল্ডারে  ক্র্যাক ফাইলটি কপি করে জাস্ট পেস্ট করুন।

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন


অফটপিকঃ

এডমিনের দৃষ্টি আকর্শন করছি!!!!!

আমি ইদানীং একটি বাজে সমস্যার মুখামুখি হচ্ছি, আমার কিছু টিউনের পিকচার অটোমেটিকেলি অন্য টিউনের পিকচার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, যার ফলে অনেক ভিজিটর টিউনগুলোর মর্মার্থ বুঝতে পারছেন না।

এত কস্ট করে টিউন করার পর যদি এই অবস্থা হয় তা অত্যান্ত দুঃখজনক।

তাই এডমিন কে নিচের টিউন গুলো দেখার জন্য অনুরোধ করছি

https://www.techtunes.io/download/tune-id/44371/

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/44266/

https://www.techtunes.io/hacking/tune-id/48455/

https://www.techtunes.io/reports/tune-id/46877/

এসে গেল ক্যাস্পারস্কির সকল ভার্সনের সকল প্রকার লাইফ টাইম হ্যাকিং!!!, আজীবন চালান ক্যাস্পারস্কির যেকোন ভার্সন, লাইফটাইম ট্রায়াল অথবা ওয়ার্কিং কীর সাহায্যে।

আপাতত এই কয়টা টিউন চোখে পরেছে তাই শেয়ার করলাম, আর কয়টা তে হয়েছে তা বলতে পারবো না।

তাই এডমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnx

khob valo hoyasa.

    ধন্যবাদ মিজান ভাই।

Level 0

সুন্দর টিউন,চালিয়ে যান
http://technoeverywhere.blogspot.com/

    ধন্যবাদ চপল ভাই।

ধন্যবাদ আকাশ ভাই , চমৎকার টিউন

    অনেক অনেক ধন্যবাদ প্রান্তর ভাই।

আকাশ ভাই অনেক ধন্যবাদ এই সফটওয়ারটির আপগ্রেড ভার্সন সেয়ার করার জন্য। নিয়মিত টিউন করবেন, শুভ কামনায় আমি এই অপদার্থ।

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

বরাবরের মতোই অসাধারণ ।

    অসংখ্য ধন্যবাদ দরদরিয়া ভাই।

এত ভাল টিউন ও প্রয়োযনিয় টিউন করলেন যে সেটা আমি প্রিয়তে না রাখলে অপনাকে এবং অপনার টিউনটাকে অপমান করা হবে! হা হা তাই অগেই প্রিয়তে রেখে দিলাম।

    মজার একটা মন্ত্যব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ

    ধন্যবাদ সাইদুল ভাই।

টিউন করতে পারিনা তাতে কি, ভাল টিউন দেখলে দেরি সয় না তাই সোজা প্রিয়তে রেখে দিলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইযান।

    অনেক ধন্যবাদ সাইফুল ভাই।

ধন্যবাদ আকাশ ভাই সুন্দর ও কাজরে এই জিনিসটি উপহার দেওয়ার জন্য। তকে এর কোন সিরিয়াল নাম্বার সাথে পেলাম না। আসলেই কি তা সাথে দেওয়া আছে?

    অসংখ্য ধন্যবাদ হাবীবুল্লাহ ভাই।

আকাশ ভাই, অবশেষে সক্ষম হয়েছি।

অনেক সুন্দর। Go Ahead.

    ধন্যবাদ বিপু ভাই।

Level 2

আমার কম্পিউটারে প্রচুর ভাইরাস আছে। কোন পেন ড্রাইভ প্রবেশ করালে তাতে ভাইরাস দ্বারা পুর্ণ হয়ে যায়। আপনার সফটওয়্যার দিয়ে কি কম্পিউটারের ভাইরাস রিমুভ করা যাবে? যদি পারা যায় তা কিভাবে করতে হবে? বিস্থারিত জানতে চাই।

    মনে হয় কাজ করবে না। আপনি পিসি সেট আপ দিন, তারপর সাথে সাথে ক্যাস্পারস্কি ইন্সটল করুন, এবং স্ক্যান দিন। সব ভাইরাস মরার পর এই এন্টিভাইরাসটি ইন্সটল দিন। আমার প্রোফাইলটি দেখুন, ক্যাস্পারস্কি বিনামুল্যে ব্যবহার করার নিয়ম সম্পর্কে টিউন আছে।

ধন্যবাদ , ভাই জান ।

    অনেক ধন্যবাদ কমল ভাই।

Level 0

Jotil hoicha bro,,keep it up……

    ধন্যবাদ সৈকত ভাই।

mediafire download link
http://www.mediafirehunt.com/USB Disk Security v6.0.0.126.htm

Level 0

download hoi na ekhon, bujhlam na ki karon

Level 0

This file has been downloaded 1476 times, etai show kore. r kono link nai download korar!!!

Level 0

ভাই এইটা কি লিংক দিলেন আমি তো ডাউনলোড করতে পারছি না । আপনার কেউ পারলে আমাকে সাহায্য করুন প্লিজ!!