আবার আপনাদের কাছে চলে এলাম আরেকটি জোশ সফটওয়্যার শেয়ার করার জন্য। আজকের সফটওয়্যার USB Disk Security। যারা এর আগের ভার্সন ইউজ করেছেন তারাই জানেন যে এর কি কেরামতি।
প্রায় সব রকমের ভাইরাস এবং ট্রোজান ফালতু জিনিস যতক্ষন না পর্যন্ত এটি রান না হয়।
১. আপনার প্রোটেকশন স্ট্যাটাস।
২. আছে একটি শক্তিশালী ইউএসবি শিল্ড যা আপনাকে সকল অটোরান ভাইরাস সহ বেশ কিছু ভাইরাস হতে মুক্তি দিবে।
৩. আছে ইউএসবি স্ক্যান যা ইউএসবি পোর্টে রিমুভাল ড্রাইভ লাগানোর সাথে সাথেই অটোমেটিক স্ক্যান করবে।
৪. আর অটোরান পেলে তো কথাই নেই।
৫. আপনি আপনার ইউএসবি পোর্ট হাইড অথবা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন।
৬. এছাড়া আছে ডিস্ক ক্লিনআপ, সিস্টেম রিপেয়ার এবং সিস্টেম অটো স্টার্ট আপের মত গুরুত্বপুর্ন অপশন।
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি ইদানীং একটি বাজে সমস্যার মুখামুখি হচ্ছি, আমার কিছু টিউনের পিকচার অটোমেটিকেলি অন্য টিউনের পিকচার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, যার ফলে অনেক ভিজিটর টিউনগুলোর মর্মার্থ বুঝতে পারছেন না।
এত কস্ট করে টিউন করার পর যদি এই অবস্থা হয় তা অত্যান্ত দুঃখজনক।
তাই এডমিন কে নিচের টিউন গুলো দেখার জন্য অনুরোধ করছি
https://www.techtunes.io/download/tune-id/44371/
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/44266/
https://www.techtunes.io/hacking/tune-id/48455/
https://www.techtunes.io/reports/tune-id/46877/
আপাতত এই কয়টা টিউন চোখে পরেছে তাই শেয়ার করলাম, আর কয়টা তে হয়েছে তা বলতে পারবো না।
তাই এডমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx