আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারো আপনাদের কাছে চলে এসেছি কিছু শেয়ার করার জন্য। আশা করি সবার ভালো লাগবে।
আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। গতকাল আমি এমন একটা ইউটিলিটিস সন্ধান পাই যা আমাকে অন্য সব সফটওয়্যারের কথা ভুলিয়ে দেয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। এটি দিয়ে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্টও করা যায়।
আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই। স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,
১. সফটওয়্যারটির মেইন মেনু এটি, জাস্ট "Start Scan" ক্লিক করুন।
২. পিসির অপ্রয়োজনীয় রেজিস্ট্রি ও ফাইল ক্লিন করবে, "Repair" ক্লিক করুন।
৩. পিসি হবে একদম নিট এন্ড ক্লিন।
৪. আরো পারবেন রেজিস্ট্রি ডিফ্রেগ করতে।
৫. সিস্টেমকে অপ্টিমাইজ করতেও এর জুড়ি নেই।
৬. সিস্টেমকে ম্যানুয়ালিও ক্লিন করতে পারবেন।
৭. ফাইল নরমাল ডিলিট করলে, অনেক ফাইল রিকভারি সফটওয়্যার দিয়ে তা ফিরিয়ে আনা যায়। কিন্তু এই অপশনটির সাহায্যে ফাইল পারমানেন্টলি ডিলিট করা যাবে, যা ফাইল রিকভারি সফটওয়্যার দিয়েও ফেরত আনা যাবেনা।
৮. আপনার সিস্টেমকে ম্যান্টেইন করার জন্য আছে একটি আলাদা "Maintain" অপশন।
৯. আপনার দরকারি সার্ভিস গুলোকে টিউন আপ করে নিন।
১০. দেখে নিন আপনার পিসির হেলথ।
১১. সিস্টেম মনিটরের সাহায্যে দেখে নিন আপনার পিসির পারফরমেন্স এবং বুটিং টাইম কত গুন বৃদ্ধি পেল।
তো এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................
তো আর দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন $47.92 মুল্যের এই অসাধারন এই সফটওয়্যারটি একদম বিনা মুল্যে!!!!!
টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল, সংগ্রহে রাখলাম।