সুপার ফাস্ট পিসি চান??? তাহলে দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন “Registry Mechanic v10.0.1.142” (পোর্টেবল)

আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারো আপনাদের কাছে চলে এসেছি কিছু শেয়ার করার জন্য। আশা করি সবার ভালো লাগবে।

আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং  রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। গতকাল আমি এমন একটা ইউটিলিটিস সন্ধান পাই যা আমাকে অন্য সব সফটওয়্যারের কথা ভুলিয়ে দেয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি  জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। এটি দিয়ে রেজিস্ট্রি ডিফ্র্যাগমেন্টও করা যায়।

আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই। স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,

১. সফটওয়্যারটির মেইন মেনু এটি, জাস্ট "Start Scan" ক্লিক করুন।

২. পিসির অপ্রয়োজনীয় রেজিস্ট্রি ও ফাইল ক্লিন করবে, "Repair" ক্লিক করুন।

৩. পিসি হবে একদম নিট এন্ড ক্লিন।

৪. আরো পারবেন রেজিস্ট্রি ডিফ্রেগ করতে।

৫. সিস্টেমকে অপ্টিমাইজ করতেও এর জুড়ি নেই।

৬. সিস্টেমকে ম্যানুয়ালিও ক্লিন করতে পারবেন।

৭. ফাইল নরমাল ডিলিট করলে, অনেক ফাইল রিকভারি সফটওয়্যার দিয়ে তা ফিরিয়ে আনা যায়। কিন্তু এই অপশনটির সাহায্যে ফাইল পারমানেন্টলি ডিলিট করা যাবে, যা ফাইল রিকভারি সফটওয়্যার দিয়েও ফেরত আনা যাবেনা।

৮. আপনার সিস্টেমকে ম্যান্টেইন করার জন্য আছে একটি আলাদা "Maintain" অপশন।

৯.  আপনার দরকারি সার্ভিস গুলোকে টিউন আপ করে নিন।

১০. দেখে নিন আপনার পিসির হেলথ।

১১. সিস্টেম মনিটরের সাহায্যে দেখে নিন আপনার পিসির পারফরমেন্স এবং বুটিং টাইম কত গুন বৃদ্ধি পেল।

তো এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................

তো আর দেরি না করে ঝটপট ডাউনলোড করে ফেলুন $47.92 মুল্যের এই অসাধারন এই সফটওয়্যারটি একদম বিনা মুল্যে!!!!!

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল, সংগ্রহে রাখলাম।

    ধন্যবাদ বিপু ভাই।

মারাদাঙ্গা…………….।
ভাল্লাগ্ল খুব বেশি। আপ্নার সবগুলো টিউনৈ চমক্তার। আমার্মত যারা নতুন পিসি চালায়, তাদের্খুব উপকারে আসবে আশা রাখি। আপ্নার পরবর্তী লেখার আশায় রৈলাম। আপ্নার মাধ্যমে বিশেষ বিশেষ সবোপকার পাচ্ছি। আল্লাহ তা’লা আপ্নার মেধাকে আরো বেশি করে উত্তম ও কল্যাণমূলক কাজে ব্যবহারের তৌফিক দেন…….।।।

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    বাংলা বানানের প্রতি নজর দেওয়া প্রয়োজন।

    সমস্যা নাই, উনার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে।

Level 0

ভালো জিনিস।

    ধন্যবাদ হুমাউন ভাই।

Level 0

আকাশ, কেবলই আকাশ! প্রবাসী ভাইয়েরর যোগ্য সাগরিদ। আকাশের টিউনগুলোতে সুন্দর সফট্ওয়ার থাকে যা আমাদের অনেক উপকার হয়। ধন্যবাদ অনেক দুর এগিয়ে যাবেন এই প্রত্যাশায় যতি রেখা টানলাম। ইতি-

    অনেক অনেক ধন্যবাদ মোস্তফা ভাই।। 😀

    আমি আপনার দেয়া এমিগো৩৬০ সফট্ টা ইউজ করছি। সার্ভিস ভালই। এখন বলুন এটা নাকি এমিগো কোনটা বেটার?

    দুটোই ভালো।

Level 0

আকাশ ভাই, আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি। আপনার রেজিষ্ট্রি মেশিন সফট্ওয়ারটি ডাউনলোড করে ইনষ্টল করতে পারলাম না সমস্যা বুঝতে পারছিনা।

    ভাইয়া, সফটওয়্যারটি ইন্সটল করা লাগে না, এটি পোর্টেবল।

Level 0

My dear friends amar ekta problem.ami kichudin age new hard disk kinchi.but xp setup nicche na.pc start korle screen e lekha uthe 'OS NOT INSTALLED INSERT BOOTABLE CD AND PRESS ANY KEY'but cd dhukaile abar lekha othe'Bootable device exiting. no bootable device.' abar majhe modhe lekha uthe 'mediua cable test falure.' ki korbo ekhon!

    বায়োসে প্রবলেম, অভিজ্ঞ কাউকে দেখাতে পারেন।

আকাশ কোন ভাবে ডাউনলোড করতে পারছি না। লিন্কটা একটু দেখবেন। বিরক্তের জন্য সরি।

আমার সংগ্রহে আছে সফটওয়্যার টা, বেশ ভালো… আর হ্যা টিউনও কিন্তু ভালো হয়েছে…

লিঙ্ক টা একটু ঠিক করে দেন প্লিজ ।

ধন্যবাদ ডাউনলোড করতেছি সেভেন এ কাজ করে কি না জানিনা তবুও ডাউনলোড করতেছি।

    অনেক ধন্যবাদ রুহুল আমিন ভাউ।

Level 0

thanks vaia?Khub kaje lagbe.apnar FB A/C SHARE KORUN PLZ

    অনেক, ধন্যবাদ মাইদুল ভাই।

সুপার ফাস্ট ধন্যবাদ…………………………….এক কথায় জটিল………

    ধন্যবাদ সহিদ ভাই।

আমি গতকাল ডাউনলোড করেছি। একদিন ব্যবহার করে অনেক ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে। আশাকরি আরো সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিবেন।

    ধন্যবাদ হাবীবুল্লাহ ভাই।

Level 0

ভাই, আপনার টিউন গুলো আমার খুব পছন্দ হচ্ছে। আমি নতুন সদস্যতো তাই পিছনের টিউনগুলো দেখছি।

Akash vai file ta to delete dekhay ki kori bolen to?

Level 0

link kaj kore na…”Invalid or Deleted File. ” pls arekta link den….