পৃথিবীর যতগুলো উন্নতদেশ রয়েছে তাদের মধ্যে জাপান একটি। তাই এদের সাইবার নিরাপত্তাও বেশ কঠৌরভাবে নিয়ন্ত্রন করা হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে তাদের প্রযুক্তি এবং তাদের মত নিরিপত্তা ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয় না কেননা আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। কম্পিউটারের নিরাপত্তা দিতে আমাদের দেশে সবচেয়ে বেশী কয়েকটি এন্টিভাইরাস ব্যবহৃত হয় এদের মধ্যে Kaspersky, Eset Nod32, Avg, Norton ইত্যাদি উল্ল্যেখযোগ্য। তবে বেশীরভাগ জাপানবাসী এইসব এন্টিভাইরাস ব্যবহার থেকে দূরে থাকেন তাদের মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত হয় k7 Antivirus টি। আপনাদের ইচ্ছে হলে একবার ব্যবহার করে দেখে নিতে পারেন। হয়ত কারও উপকার হবে।
সকলকে ধন্যবাদ...............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হাসিব ভাই দারুন জিনিস, সরাসরি প্রিয়তে যদি হারিয়ে যায়………..অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনার রইলো