জাপানের সর্বাধিক ব্যবহৃত এন্টিভাইরাস

পৃথিবীর যতগুলো উন্নতদেশ রয়েছে তাদের মধ্যে জাপান একটি। তাই এদের সাইবার নিরাপত্তাও বেশ কঠৌরভাবে নিয়ন্ত্রন করা হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে তাদের প্রযুক্তি এবং তাদের মত নিরিপত্তা ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয় না কেননা আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। কম্পিউটারের নিরাপত্তা দিতে আমাদের দেশে সবচেয়ে বেশী কয়েকটি এন্টিভাইরাস ব্যবহৃত হয় এদের মধ্যে Kaspersky, Eset Nod32, Avg, Norton ইত্যাদি উল্ল্যেখযোগ্য। তবে বেশীরভাগ জাপানবাসী এইসব এন্টিভাইরাস ব্যবহার থেকে দূরে থাকেন তাদের মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত হয় k7 Antivirus টি। আপনাদের ইচ্ছে হলে একবার ব্যবহার করে দেখে নিতে পারেন।  হয়ত কারও উপকার হবে।

সকলকে ধন্যবাদ...............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব ভাই দারুন জিনিস, সরাসরি প্রিয়তে যদি হারিয়ে যায়………..অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনার রইলো

    আমিও জানি খুবই ভাল এন্টিভাইরাস এটি কিন্তু সিরিয়াল পাওয়াটাই খুবই কষ্টসাধ্য ব্যাপার।

Level New

ধন্যবাদ হাসিব ভাই, কপি করে রাখলাম পরে ট্রাই করব।

অসংখ্য ধন্যবাদ হাসিব ভাই। আমার জন্য একধম অপরিচিত। অবশ্যই একবার ব্যবহার করে দেখব।

Level 0

Hasib Bai, Amar mone hotche obostai Valo ekta antivirus. Kintu bai poti mase mase update dite hoy ni na ki na ektu janaben plz plz………….plz. Aponi bebhar kore kemon performance paschen janaben. Khub sundor tune koresen. very very Thanks.

Level 0

thans

ওয়েলকাম ব্যাক ব্রাদার। ছোট একটা প্রশ্ন, তুমি কী এখন টিউন করতে আগ্রহ পাও না, নাকি সময়? আমরা তোমাকে আবার টেকটিউনসে নিয়মিত দেখতে চাই। ধন্যবাদ।

    আমারও ঠিক একই প্রশ্ন, আগে হাসিব ভাইয়ের টিউন নিয়মিতই পাওয়া যেত, কিন্তু ইদানিং তিনি হারিয়ে গেছেন… আশা করি আবার আমাদের মাঝে আগের মত ব্যাক করবেন…

    বস একটু ঝামেলায় আছি আশা করি এই মাসেই মুক্তি পাব ঝামেলা থেকে তবে আমি কিন্তু নিয়মিতই টেকটিউনস ভিজিট করি।

Level New

টাকা দিয়ে কেনার সামর্থ্য যে নেই,দেখি পাইরেসী করে ব্যবহার করা যায় নাকি।

হাসিব ভাই=>আমি সবার প্রথমে যখন টিউন টি পড়েছিলাম তখন সিরিয়াল এর ১টা লাইন ছিলো,কিন্তু আপনি মনে হই পরে তা সরিয়ে ফেলেছেন,আমি সফট টি ডাউনলোড করে সিরিয়াল এর জন্য এসে দেখি তা নেই।আমাকে কি ১টি সিরিয়াল মেইল করা যাবে।টিউন&শেয়ার করার জন্য ধন্যবাদ।মেইলঃ[email protected]

Level 0

ভাই Anti virus যেহেতু দিছেন।serial টাও একটু বহির করে দেন।না দিলে হইতেছে না।pleaseeeeeee.

Level 0

সিরিয়াল at " [email protected] "

সিরিয়াল কোথায়?

Level 0

hi to key.

KB71V-9A52-F47F-4591-BF5D-1d507061

tnx
but
serial

অসাধারন পোস্ট! simply অসাধারন!
এতদিন কই ছিলেন??

Kaspersky, Eset Nod32, Avg ব্যবহার করেছি। এবার দেখব এটার কেরামতি……………………..
হাসিব সাহেব, নিয়মিত টিউন চাই 🙂

ওয়েলচমে ! হাসিব ভাই কই হারায়া যান ?

ওয়েলচমে ! হাসিব ভাই কই হারায়া যান ? ?

Vala jenes share korlen

মনে হচ্ছে ভাল কাজ করবে, তাই ডাউরলোড দিচ্ছি ………………….

Level 0

লাগাম ছাড়া ঘোড়া দিয়া কি হইব ??

সিরিয়াল লাগান………………..

K7 Total Security ব্যবহার করলাম এবং এটি ব্যবহারের মাধ্যমে অনেক ক্রাক ফাইল হারিয়ে ফেলেছি।একেবারে সাথে সাথে গিলে হজম করে ফেললো। এখন শুধু আফসোস আর আফসোস । আমি সফটওয়ারগুলো চালাবো করে।
এটির হাত হতে কোন ক্রাক ফাইল রক্ষা পায় না। এটি হজম শক্তি অনেক বেশি 🙂
আইডিএম. ডিইউ মিটার, ফটোআর্টস্টুডিও, ম্যাজিক ফটো এডিটর ………………………………………………………………………………………………প্রভৃতির ক্রাক হারিয়ে একেবারে মন মরা হয়ে আছি।

ভাইয়া ম্যানুয়াল আপডেট-এর ব্যবস্থা আছি কি?
থাকলে কোথায় পাব?
কিভাবে ম্যানুয়াল আপডেট করতে হয়?
সিরিয়াল নম্বর টা দিলে ভাল হবে।

Thanks for good tunes–.
Serial plz [email protected]

akebare notun info. thanks for share.

সিরিয়াল নম্বর টা দিলে ভাল হত ।

Level 0

নতুন উইন ৭ এ সেটাপ দিলাম, কিনতু টরায়াল শেস হলে ?
শেয়ার করার জন্য ধন্যবাদ।

মজাক পাইলাম। আসরে অরিজিনাল উইন্ডোজ পাইয়া সিকিউরিটি এসেনশিয়াল এর কেরামতি দেইখা আর কোন কিছুই জুতসই লাগে না। তবে আমার ডেস্কটপের জন্য নামাইতেছি।