আস-সালামু-আলাইকুম।
কিছুদিন আগে Team Viewer Software নিয়ে একটি পোস্ট হয়েছিলো।সেটা তে অনেক তথ্য দেওয়া হয়নি।তাই এর পরের অংশ আমি শেয়ার করলাম।আশা করি সবার কাজে লাগবে,
Team Viewer worlds most popular .এর মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবির যেকোনো কম্পিউটার এর সাথে সংযোগ স্থাপন করে ফাইল শেয়ার,তথ্য আদান প্রদান করতে পারবেন।
আসুন জেনে নেই কিভাবে আপনি এর মাধ্যমে ফাইল শেয়ার করবেন।প্রথমে আপনি Team Viewer Software latest version এখান থেকে নামিয়ে নিন।।এখন নিচের ছবি গুলো অনুসরন করুন।
প্রথমে software টি রান করুন।বাম দিকে লক্ষ করুন YOUR ID এবং Password দেয়া আছে।আপনি যার সাথে কানেক্ট হতে চান তার আইডি ও পাসওয়ার্ড আপনি নিন এবং আপনার টা তাকে দিন।এর পর File Transfer এ টিক দিয়ে Connect Partner এ ক্লিক করুন।
দেখুন যে কানেক্ট হয়েছে।এবার ছবি তে খেয়াল করুন।আপনি যার সাথে কানেক্ট হয়েছেন তার ড্রাইভ গুলো ডান দিকে দেখাচ্ছে আর আপনার টা বাম দিকে দেখাচ্ছে।
এবার আপনি তার পিসি থেকে কিছু নিতে চাইলে তার ড্রাইভ ব্রাউস করুন এবং কোন ফাইল টি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।তার আগে আপনি ফাইল টি আপনার পিসি তে কোথায় রাকবেন তা আপনার ড্রাইভ এ দেখিয়ে দিন।যেমন আমি Desktop সিলেক্ট করেছি।সিলেক্ট করা হয়ে গেলে তার ড্রাইভ এর উপরে Receive এ ক্লিক করুন।
এবার দেখুন যে ডাউনলোড শুরু হয়ে গেছে।স্পীড লক্ষ করুন।৯৬০কেবি।
এখানে কয়েকটা ব্যপার লক্ষ্য রাখতে হবে।ফুল স্পীড পেতে হলে যার সাথে কানেক্ট হবেন সে যেনো আপনার সার্ভার/নেটওয়ার্ক এর ভিতরে হয়।নাহলে কিন্তু ফু স্পীড কখনই পাবেন না।
Sodftware টি ব্যবহার করা খুবি সহজ।আশা করি সবাই বুঝতে পেরেছেন।ধন্যবাদ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন………….