জাফর স্যারের সায়েন্স ফিকশান প্রডিজি ডাউনলোড করুন

প্রতি বছর বই মেলায় আমি সে বইটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করি তাহলে স্যারের সায়েন্স ফিকশান বই এর জন্য। এবার  ত্ত এক এক করে দিন গনতে থাকি ২১ বই মেলার জন্য।  মেলা অনেক আগেই শেষ হয়ে গেল। বইটা আমার পড়া শেষে । পড়িছি এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে। নিজের কাছে ছিল না ।  বই না কিনার কারন আমি pdf ভার্শনের তো বইটা কিছুদিন পর পাব তাই আর কিনি নি। নিজের সংগ্রহে বই রাখতে আমার ভাল লাগে । সেটা সেভাবে হউক না কেন । হউক pdf হউক বই আকারে। তাই প্রডিজিটি পেয়ে সাথে সাথে ডাউনলোড করে রাখলাম। মাঝে মাঝে আমি আগে পড়া বইগুলো পড়ি। ভাল লাগে পড়তে। কিন্তু স্কুল লাইফের লুকিয়ে লুকিয়ে , দুপুরে অলস্যে মাঝে শুয়ে শুয়ে বই পড়ার মধ্যে যে মজাটা পেতাম তা এখন আর পাই না। ইচ্ছা করে আবার সেই দিনগুলোতে হারিয়ে যাই। এই নিয়ে কিছুদিন আগে আমি পুরানো খাতা গোছাতে গিয়ে আমার পুরানো লিখা পাই । কয়েক লাইন বই।যাক সেই সব কথা।

যারা স্যারের ভক্ত তারা নিশ্চয় একদিন এই বইটি পড়ে ফেলেছেন। তবুত্ত যারা পড়েন কি তারা বইটি পড়ে দেখতে পারেন। সুন্দর একটা বই। আমার ভাল লেগেছ বইটি। অনেক বকবক করে ফেললাম।  এখন বইটির ডাউনলোড লিংক দেই নাই।

ডাউনলোড করতে হলে নিচের ছবিটার উপর ক্লিক  করুন

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ ।বইটি উপহার দেয়ার জন্য।ভাই আমার pdf বই লিখার স্ফটুইয়ারটি দরকার । আপনার কাছে থাকলে লিঙ্ক দিবেন।

Level 0

ভাই আপনাকে ধন্যবাদ ।বইটি উপহার দেয়ার জন্য। আপনার থেকে আর আসা রইল ।

Level 0

আপনি জাফর স্যারের এখন পর্যন্ত সকল বই এখানে পাবেন http://www.parthastory.weebly.com/e-book.html

Level 0

এতো বড় ফাইল!!! ৫৩মেগা!!!
একটা শব্দ: Impossible

Level 2

ধন্যবাদ 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য

53 mb

thanks

Level 0

pdf. Boi লিখার softwar চাই

Level 0

আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য লগিন করলাম। বই মেলায় বইটার ৩০ পৃষ্ঠা পরেছিলাম কিনতে পারি নি 😀 আপনার লিঙ্ক দেখে নো ওয়েট অ্যান্ড ডাউনলোড 😀 আর এক নিমেষেই পুরো বই শেষ 😀 মাঝে মাঝে নতুন বই এর লিঙ্ক পেলে ভালো লাগে।
আবার ধন্যবাদ।

Level 0

থ্যাংক ইউ। আমিও পরি নাই বইটা। এখন পরব। 🙂