আস্-সালামু-আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো।
টিটি তে আমি কিছুদিন হলো এসেছি। এই সল্প সময়ের মাঝে টিটিকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। টিটি থেকে অনেক কিছুই শিখেছি।কিন্তু দিতে পারিনি কিছুই। এজন্য খুব খারাপ লাগছিলো। তাই আজ আপনাদের জন্য এই টিউনটি নিয়ে হাজির হলাম। টিটিতে এটা আমার প্রথম টিউন।
আমরা সকলেই কম্পিউটারে বিভিন্ন ধরনের softwares ব্যবহার করে থাকি এবং games খেলে থাকি। কিন্তু কিছু softwares এবং games ছাড়া প্রায় সকল softwares এবং games এর জন্য সিরিয়াল নাম্বার/কী এর দরকার হয়। এজন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।আর এই সমস্যা সমাধানের জন্যই আমার আজকের টিউন।
আমি আজ আপনাদের সামনে একটা software নিয়ে হাজির হয়েছি। software টার নাম serials world। এটা সর্বশেষ ভার্সন। মাত্র ৩.২mb এর সম্পূর্ণ ফ্রী এই software টি তে ৩৮০০০+ সিরিয়াল রয়েছে। ব্যবহারের কোন ঝামেলা নেই। এটি পোর্টেবোল ভার্সন। software টার সার্স বক্সে আপনি আপনার প্রয়জনীয় software/game এর নাম লিখে এন্টার চাপ দিলে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সিরিয়াল নাম্বার।
1
এখান থেকে ডাউনলোড করুন।
টিউনটি ভালো লাগলে বলবেন, তাহলে আরো ভালো ভালো টিউন করার অনুপ্রেরনা পাব।
যেহেতু, এটা আমার প্রথম টিউন..তাই সকলের কাছে অনুরোধ, কোন ভুল হলে ক্ষমা করবেন।
ভালো থাকবেন, এই কামনায় আজ এ পর্যন্তই।
আমি ওয়াহিদুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো
একটি কাজের converter মাত্র 121 kb
http://adf.ly/1WhxP