শুরুতেই আমি বলব সিনেমা হলে গিয়েই নতুন মুভি বা সিনামা দেখা উত্তম। যদি আপনি বাড়িতে দেখতে চান তাহলে আপনাকে পেনড্রাইভ বা মোবাইলে মুভিটি কোনও বন্ধু বা দোকান থেকে সংগ্রহ করতে হয়। আজ আমি আপনাদের বলে দিব কীভাবে ইন্টারনেট থেকে বিনামূল্যে নতুন সিনেমা ডাউনলোড করবেন?
একটি নতুন সিনেমা বা পুরানো সিনেমা অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন বা দেখবেন। আমাদের আজকের এই টিউনে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন।
ইন্টারনেট জগতে অনেকগুলি সাইট রয়েছে যেখানে থেকে আপনি বিনামূল্যে সিনেমা ডাউনলোডকরতে দেখতে পাবেন। তবে এটি মোটেও ঠিক নয়, কারন নতুন সিনেমা ডাউনলোড করা বা ইন্টারনেট থেকে ফ্রি সিনেমা ডাউনলোড করা ঠিক নয় কেন কারন গুলে দেখুন। যখনেই 'সিনেমা বা মুভি ডাউনলোড' করার কথা আসে তখন ধরেই নিবেন কোন নতুন সিনেমার কথাই আসবে। আর যেই সব ওয়েবসাইট নতুন সিনামা তাদের সাইটে আপলোড করে তারা সেগুলো Piracy করে। আর মুভি পাইরেসি অবৈধ যার জন্য প্রতিটা দেশেই জরিমানা এবং শাস্তি বিধান রয়েছে। Movie Piracy কেবল বাংলাদেশ বা ভারতে নয়, সারা বিশ্বে অবৈধ।
নতুন নতুন সিনেমাগুলির Movie Piracy কারনে সেগুলি বিনামূল্যে পাওয়া যায়, আর সেকারনেই মানুষ সিনেমা হলে আর সিনেমাটি দেখতে যায় না। আর যদি নতুন সিনেমা ডাউনলোড করে ঘরে বসে দেখে ফেলেন তাহলে কেনই বা সিনেমা হলে গিয়ে টাকা খরচ করে দেখবে। ফলস্বরূপ, সেই মুভি তৈরীর পিছনের সম্পূর্ণ দল, ডাইরেক্টর, অভিনেতা সিনামা হল সবার ক্ষতির শিকার হয়। এক কথায়, পুরো সিনেমাটি তৈরি করাই অযথা। শুধু তাই না ফ্রিতে মুভি ডাউনলোড সাইট গুলোতে অনেক ভাইরাস এবং ম্যালওয়ার রয়েছে। যা আপনার ফোনটিকে ধীর করে দেয়। শুধুই কি তাই আপনার মোবাইল বা কম্পিউটারের গুরুত্বপূর্ন ডাটা চুরি হওয়ার সম্ভবনাও রয়েছে।
এবার আসি আসল আলোচনায়। মোবাইলে মুভি ডাউনলোড করার ওয়েবসাইট
মুভি ডাউনলোড করার জন্য Movie Piracy করা সাইট গুলো ছাড়াও অনেক লিগ্যাল বা বৈধ্য ওয়েবসাইটও রয়েছে ইন্টারনেট জগতে। সেখান থেকে আপনি মুভি ডাউনলোড ও অনলাইনে মুভি প্লে সব কিছুই করতে পারবেন।
সিনেমা মুক্তির কয়েক দিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মগুলি যেমন Hoichoi, Zee5, Netflix ইত্যাদি সাইট গুলোর মাধ্যমে দেখতে পারবেন খুব সহজে। আর সিনামা রিলিজের কয়েক দিনের মধ্যে যেহেতু ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আপলোড হয় সেহেতু Movie Piracy সাইটে যাওয়ারেই দরকার কি। শুধু তাই না এখন তো সিনেমা সরাসরি রিলিজ দেওয়া হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে। যেখান থেকে আপনি মুভি অনলাইন দেখতে এবং ডাউনলোড করতে পারেন।
সাইট গুলোতে শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজও বিনোদনের দিক থেকে পিছিয়ে নেই। ২০২০ সাল থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলির ওয়েব সিরিজের মাধ্যমে খুব ভাল অবস্থানে চলে গেছে। ওটিটি প্ল্যাটফর্মগুলিতে শুধু মুভি ডাউনলোড নয় সেখান থেকে আপনি চাইলে ওয়েব সিরিজ ডাউনলোড করতে পারেন খুব সহজে।
আমি মোঃ কবির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।