আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আবুল হাসান আলী নদভী এর বই নিয়ে আজকের বইয়ের নাম- তারুন্যের প্রতি হ্নদয়ের তপ্ত আহবান। লেখকের লেখনীর সামান্য অংশ নিচে তুলে ধরা হল- কোন উম্মাহ বা জাতির চেতনা হারিয়ে ফেলাটা হচ্ছে সে জাতির জন্য সর্বাধিক ভয়ানক বিষয়।কারন চেতনাহীন জাতি যে কোন সময় যে কোন বড় ধরনের ক্ষতির সন্মুক্ষিন হতে পারে।আর অচেতন জাতিরাই মুনাফিক টাইপের লোকদের খেল তামাশার শিকারে পরিনত হ।সাধারনত দেখা যায় যে জাতি গাফেল অবচেতন তারা কোন বাছ বিচার ছারাই যে কোন আহবানের মায়াজালে আটকে পড়ে,কালের গড্ডালিকা প্রবাহে গা এলিয়ে দেয় উৎপীড়কের সামনে নতশির হয়ে পড়ে এবং জুলুম-অবিচার এমনকি যে কোন ন্যাক্কারজনক কর্মকান্ডে পর্যন্ত তাদেরকে দেখা যায় নিশ্চুপ,নির্বিকার নির্লজ্জভাবে বরদাশত করে যাচ্ছে সব কিছু।অসচেতন জাতি যুগের চাহিদা মন মানস বুঝতে অক্ষম।সময় মত জায়গা মতো কাজ করতে অক্ষম।তারা শ্ত্রু মিত্র হিতাকাঙ্খী পার্থক্য করতে পারে না।বারবার একই স্থানে আছাড় খায়,একই গর্তে দংশিত হয়।দিবাসপ্নে যারা বিভোর সেই চেতনাহীন নিস্তেজ জাতি আশপাশের ঘটনা থেকে শিক্ষা প্রহন করে না কোন উপদেশ হাসিল করে না কোন অভিজ্ঞতা তাদের কাজে আসে না।তাদের নেতৃতের বাগডোর থাকে সবসময় এমন লোকদের হাতে যাদের সম্পর্কে অভিজ্ঞতা আছে প্রতারণা,ধোকাবাজি,কাপুরুষতা অক্ষমতা,অজ্ঞতা,অজ্ঞতা ইত্যাদি সব ধরনের।ফলে এ অশুভ নেতৃত্বই তাদের পতনের কারন হয়।যেহেতু তারা সচেতন নয় তাই বারবার এ ধরনের ক্ষতিকর নেতাদের উপর আস্থা রাখে।নিজেদের জান মাল ইজ্জত এবং শাসন ক্ষমতার চাবি তাদের হাতে তুলে দেয়।
ডাউনলোড লিঙ্ক-
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব আফসোস লাগে যখন এরকম পোস্ট এ কোন কমেন্ট থাকেনা।
হ্যা ভাই। ডাউনলোড করলাম। আশা করি খুব ভাল একটা বই হবে।
ধন্যবাদ