আশা করি সবাই ভালো আছেন। আজ আবারো আপনাদের কাছে হাজির হলাম একটি ছোট্ট কিন্তু অত্যান্ত কাজের একটি সফটওয়্যার নিয়ে।
ফাইল করাপশনের সাথে আমরা অনেকেই পরিচিত, না না এটি ফাইলের দুর্নীতি নয়। 😀 😀 😀 মাঝে মাঝে আমাদের বিভিন্ন গুরত্বপুর্ন ফাইল পিসিতে চলতে চায় না, ভাইরাসের কারন অথবা যে কোন কারনেই হতে পারে অথবা দেখা গেলো সিডি অথবা ডিভিডিতে স্ক্যাচ পরে ফাইল ও ক্যাচ ক্যাচ করছে মানে পিসিতে কপি হচ্ছে না বা চলছে না। অথবা দেখা গেলো সাধের ভিডিও দেখার সময় আটকে আটকে যাচ্ছে এবং গরুর গাড়ির চাকার মত শব্দ হচ্ছে। ইত্যাদি নানান সমস্যা হয়। আমি আজকে যে সফটওয়্যারটি শেয়ার করবো সেটি দিয়ে আপনি করাপ্টেড ফাইল গুলোকে অনেকাংশে রিকভার করতে পারবেন। চলুন দেখি সফটওয়্যারটির ২-১ টি স্ক্রীনশট।
১. সফটওয়্যারটির মেইন মেনু এটি।
২. Registrar ক্লিক করুন।
৩. কিগেন টি চালু করুন এবং "Click me" ক্লিক করুন।
৪. যথা স্থানে নাম এবং কোড বসিয়ে OK ক্লিক করুন।
৫. $৩৯.৯৫ বা প্রায় ২৮০০৳ মুল্যের সফটওয়্যারটি এখন শুধুই আপনার।
ব্যবহারবিধি একদম ইজি, যে কোন বেসিক ইউজার পারবে।
৬. করাপ্ট ফাইল এড করুন।
৬. ডেস্টিনেশন ফোল্ডার সিলেক্ট করুন। এরপর জাস্ট কপি ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।
ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিন্তু সময় যে কত খাইবো আল্লাই জানে …… !! 😳 আমার কাছে Scratched CD/DVD Copier আছে – বেডার মহৎ গুণ হইল রাতে ঘুমানোর আগে চালু কইরা সকালে ঘুম শেষে বন্ধ করতে হয় ….. 😆 😆