যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন এ এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার ইনস্টল করুন

উবুন্টু, মিন্ট বা অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন এ এক্সট্রিম ডাউনলোড ম্যানেজারের সর্বশেষ সংস্করণটি

ইনস্টল করতে, নীচের লিঙ্ক থেকে এটি ডাউনলোড করুন:

Download Xtreme Download Manager

আপনি এখানে ৩২-বিট বা ৬৪-বিট উভয় সংস্করণ পাবেন। আপনার সিস্টেমটি ৩২বা ৬৪-বিট কিনা তার
ভিত্তিতে উপযুক্ত ফাইলটি ডাউনলোড করুন।

ওয়েব সাইট লিন্ক : https://subhra74.github.io/xdm/

ডাউনলোড লিনাক্স ইনস্টলার :

ডাউনলোড হয়ে গেলে.tar.xz ফোল্ডারটি এক্সট্রাক্ট করুন।

এক্সট্রাক্ট হয়ে গেলে ফোল্ডারের ভিতর এই install.sh ফাইলটি দেখতে পাবেন।

আপনাকে এখন sudo কমান্ডের মাধ্যমে এই ফাইলটি রান করাতে হবে। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, যেখানে এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার (xdm) এপটি এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারটি xdm-setup-7.2.11অপেন করুন।

সেই ফোল্ডারের যে কোনো জায়গায় মাউস এর রাইট বাটন ক্লিক করুন, পপআপ উইন্ডো আসলে, সিলেক্ট করুন Open in Terminal

টার্মিনালে নিচের কোডটি কপি করে পেস্ট করুন, অথবা টাইপ করে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস।

sudo./install.sh

পাসওয়ার্ড চাইবে, টাইপ করে এন্টার প্রেস।

ইনষ্টল হয়ে গেলে ক্লোজ টার্মিনাল। পেনেল >ইন্টারনেট > Xtreme Download Manager

লিনাক্সে এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার উপভোগ করুন।

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Free Download manager thakte eita diye ki korbo?

    ফ্রি থাকতে এইটা দিয়ে কি করবেন? সেটার উত্তর আমার জানা নেই। তবে গুগলে সার্চ দিলে আমার মনে হয় ডিটেইলস পাবেন এর সুবিধা-অসুবিধা।