আর রাহীকুল মাখতূমঃ একটি অনবদ্য সীরাত-গ্রন্থ (ই-বুক)

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আজ আপনাদের সাথে একটি সীরাত গ্রন্তের পরিচয় করিয়ে দিব যে গ্রন্থটির নাম আর রাহীকুল মাখতূমঃ ।

আর রাহীকুল মাখতূমঃ একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। সীরাত বিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন যা ত্রুটিরহিত সংক্ষিপ্ততায়, সুখপাঠ্য দীর্ঘ আলোচনায়, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
সে হিসেবে, বইটি, বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি।
এসব কারণে রাবেতায়ে আলামে ইসলামী কর্তৃক সীরাতুন্নবী গ্রন্থ-প্রতিযোগিতায় যুক্তিযুক্তভাবেই বইটি প্রথমস্থান অধিকার করে ১২৯৬ হি.সালে।
সুপ্রিয় বন্ধুগণ আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে রাসুল্লাহ (সাঃ) এ জীবন আদর্শকে আমাদের জীবনে প্রতিফিলত করতে হবে। তার আগে আমাদের জানতে হবে কি ছিল আমাদের প্রিয় নবীর জীবনাদর্শ ? রাসুলে কারিম (সাঃ) এর জীবন আদর্শ জানতে বইটির গুরুত্ব অপরিসীম। প্রতিটা মুসলমান নর-নারীর বইটি পড়া উচিৎ বলে আমি মনে করি। বইটি পড়ে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার শ্রম স্বার্থক হবে বলে মনে করি।

আগ্রহীরা নীচের ড্উনলোড বটনে ক্লিক করে গ্রন্থটি ডাউনলোড করে নিন।

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ একটি সীরাত গ্রন্থ। তবে আমি সীরাত-ইবন-হিশাম পড়ছি বর্তমানে। বইটি আমার খুবই প্রিয়।
ধন্যবাদ সুন্দর একটি বই শেয়ার করার জন্য।
প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ