টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আমি আলোচনা করব নেটফ্লিক্সের ভিডিও ডাউনলোড নিয়ে।
বর্তমানে আমাদের বিনোদনের অন্যতম উৎস হয়ে উঠেছে নেটফ্লিক্স। বর্তমানে ইউটিউবের পর যদি কোন ভিডিও প্ল্যাটফর্মে মানুষ বেশি সময় দিয়ে থাকে তাহলে সেটা হল নেটফ্লিক্স। বিশ্বব্যাপী নেটফ্লিক্সের সাবস্ক্রাইবারের পরিমাণ ১৮২ মিলিয়নেরও বেশি। গত মার্চ মাসেই এটি নতুন করে ১৫.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার যুক্ত করেছে।
FlixGrab+ নেটফ্লিক্সের শো গুলো ডাউনলোড করার অনেক মেথড থাকলেও, আজকে আমি দেখাব আপনার পছন্দের সিনেমা বা ওয়েব সিরিজ গুলো কিভাবে সহজেই অফলাইন ভিউ এর জন্য ডাউনলোড করে নিতে পারবেন।
FlixGrab+ নেটফ্লিক্সের টিভি সিরিজ, ডকুমেন্টারি, সিনেমা ইত্যাদি ডাউনলোড করার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এর মাধ্যমে কোন ধরনের লিমিটেশন ছাড়াই অফলাইনের জন্য ডাউনলোড করা যাবে নেটফ্লিক্স ভিডিও। এবং ভিডিও গুলো দেখা যাবে যে কোন ডিভাইসে। এই সুবিধাটি পেতে হলে আপনার অবশ্যই একটি একটিভ নেটফ্লিক্স একাউন্ট থাকতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ FlixGrab+
প্রথমে আপনার পিসিতে FlixGrab+ ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার FlixGrab+ ওপেন করুন।
আপনার নির্দিষ্ট ভিডিও লিংকটি কপি করুন। এবার FlixGrab+ এ এসে Paste এ ক্লিক করুন।
এবার আপনার ইমেইল, পাসওয়ার্ড দিয়ে Sign In করুন।
ভিডিও টি লোড হয়ে গেলে Video Track এ ক্লিক করুন
এবার নির্দিষ্ট ফরমেট অনুযায়ী ডাউনলোড করুন
দেখুন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে
চলুন FlixGrab+ এর কিছু সুবিধা দেখে নেয়া যাক।
নেটফ্লিক্সে কোন কিছু দেখার সময় ডাউনলোড দেওয়া থেকে বিরত থাকুন কারণ এতে করে আপনার একাউন্ট ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে।
নেটফ্লিক্স থেকে ডাউনলোডের জন্য ইন্টারনেটে অনেক অনেক গুলো মেথড থাকলেও এই মেথড আমার কাছে চমৎকার লেগেছে।
তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই জানান, আপনার কাছে এই সফটওয়্যার টি কেমন লেগেছে তা টিউমেন্ট করুন।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল এবং নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ!
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
টিউন গুলো অনেক সুন্দর আমি আপনার টিউন গুলো খূব মনযোগ সহকারে পড়ি এবং আপনার দেওয়া টিউনগুলো সাপোর্ট করি তাই আমার টিউন লেখার চেষ্টা করছি